ETV Bharat / state

অশান্ত বাংলাদেশ থেকে মুক্তি! কাঁটাতার পেরিয়ে ভারতে ধরা পড়তেই ভিজল দু'চোখ - Bangladesh Citizen Arrested - BANGLADESH CITIZEN ARRESTED

Bangladeshi Nationals Arrested: অশান্ত বাংলাদেশের পরিস্থিতির চাপে পড়ে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন চার বাংলাদেশি যুবকের। তবে শেষরক্ষা হল না, শনিবার অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে ধরা পড়লেন এই চারজন।

Bangladeshi Nationals Arrested
অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে ধরা পড়ে চার যুবক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 10:08 PM IST

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর: অশান্ত বাংলাদেশের পরিস্থিতির চাপে পড়ে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ 4 বাংলাদেশি যুবকের। তবে শেষরক্ষা হল না, শনিবার অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে ধরা পড়ে ওই চারজন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের মোহিনীগঞ্জ এলাকার যে সীমান্ত রয়েছে সেখানেই তাঁরা ধরা পড়েন ৷ রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

কাঁটাতার পেরিয়ে ভারতে ধরা পড়তেই ভিজল দু'চোখ (ইটিভি ভারত)

উল্লেখ্য, বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের চাপে কাঁটাতার পেরিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন চার বাংলাদেশি যুবক। জানা গিয়েছে, রায়গঞ্জের ভাটোল এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকায় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা ৷ ওই ব্যক্তির নাম অচিন্ত্য বর্মন ৷ বাংলাদেশি ওই চার যুবকের নাম হৃদয় বর্মন (17), তুলা বর্মন (20), অন্তর বর্মন (19) এবং লিপু রায় (29)।

তাঁদের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জ ও ঠাকুরগাঁও এলাকায়। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোল ফাঁড়ির পুলিশ হানা দিয়ে ওই চার বাংলাদেশের নাগরিক ও অচিন্ত্য বর্মনকে গ্রেফতার করে। অর্থাৎ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ রবিবার তাঁদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন ধৃত যুবকরা। তাঁদের দাবি, বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। সেখানে খাবার নেই, কাজ নেই। রাত জেগে বাড়ি পাহারা দিতে হচ্ছে ৷ সেই কারণে কাজের আশায় ভারতে এসেছেন তাঁরা। তবে এদেশে এলে যে পুলিশ গ্রেফতার করবে তা জানা ছিল না তাঁদের। কী হবে এখন তাঁদের? জানেন না বাংলাদেশের নাগরিকরা ৷

  • ঢাকায় খুলেছে অফিস-স্কুল, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি; দাবি ভারতে আসা বাংলাদেশির

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর: অশান্ত বাংলাদেশের পরিস্থিতির চাপে পড়ে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ 4 বাংলাদেশি যুবকের। তবে শেষরক্ষা হল না, শনিবার অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে ধরা পড়ে ওই চারজন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের মোহিনীগঞ্জ এলাকার যে সীমান্ত রয়েছে সেখানেই তাঁরা ধরা পড়েন ৷ রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

কাঁটাতার পেরিয়ে ভারতে ধরা পড়তেই ভিজল দু'চোখ (ইটিভি ভারত)

উল্লেখ্য, বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের চাপে কাঁটাতার পেরিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন চার বাংলাদেশি যুবক। জানা গিয়েছে, রায়গঞ্জের ভাটোল এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকায় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা ৷ ওই ব্যক্তির নাম অচিন্ত্য বর্মন ৷ বাংলাদেশি ওই চার যুবকের নাম হৃদয় বর্মন (17), তুলা বর্মন (20), অন্তর বর্মন (19) এবং লিপু রায় (29)।

তাঁদের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জ ও ঠাকুরগাঁও এলাকায়। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোল ফাঁড়ির পুলিশ হানা দিয়ে ওই চার বাংলাদেশের নাগরিক ও অচিন্ত্য বর্মনকে গ্রেফতার করে। অর্থাৎ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ রবিবার তাঁদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন ধৃত যুবকরা। তাঁদের দাবি, বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। সেখানে খাবার নেই, কাজ নেই। রাত জেগে বাড়ি পাহারা দিতে হচ্ছে ৷ সেই কারণে কাজের আশায় ভারতে এসেছেন তাঁরা। তবে এদেশে এলে যে পুলিশ গ্রেফতার করবে তা জানা ছিল না তাঁদের। কী হবে এখন তাঁদের? জানেন না বাংলাদেশের নাগরিকরা ৷

  • ঢাকায় খুলেছে অফিস-স্কুল, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি; দাবি ভারতে আসা বাংলাদেশির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.