নদিয়া, 6 অগস্ট: সকাল থেকেই খোলা রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ গেঁদে সীমান্ত । তবে, বাংলাদেশের ঘটনার কোনওরকম প্রভাবে যাতে বাংলায় না-পড়ে তার জন্য বাড়তি সতর্ক সীমান্তরক্ষী বাহিনী । বারেবারে টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানেরা ৷ নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে ৷
বাংলাদেশের পরিস্থিতর মাঝে মঙ্গলবার সকাল থেকেই কৃষ্ণগঞ্জ গেঁদে সীমান্ত থেকে সে দেশের অনেকে ভারতে প্রবেশ করছেন ৷ কেউ চিকিৎসার জন্য ভারতে এসেছেন ৷ আবার কেউ অন্যকোনও কারণে ভারতে এসেছেন । বাংলাদেশের বাসিন্দা লুতফরনিসা জানান, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই শান্ত । তবে এই সময় ভারতে আসার কোনও ইচ্ছা ছিল না তাঁর । যেহেতু আগে থেকেই টিকিট কাটা ছিল, সেই কারণে আসতে হয়েছে ৷ আমানুল হকের কথায়, "আমরা গ্রামে থাকি ৷ ওখানে অশান্তির আঁচ পড়েনি ৷ আমরা যখন এসেছি, দেশের পরিস্থিতি ভালো ছিল ৷ সীমান্তে এসে ঝামেলার কথা শুনলাম ৷ এখানে এসে বিভ্রান্তিতে পরে গিয়েছি ৷ চিকিৎসার কারণে আমাদের বাধ্য হয়েই ভারতে আসতে হচ্ছে ।"
ছাত্র আন্দোলনকে ঘিরে সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে ৷ এরপরেই ইস্তফা দিয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশের অশান্তির আঁচ যাতে ভারতে না-পড়ে তাই সীমান্তবর্তী এলাকাগুলোতে সোমবার থেকেই বাড়তি সতর্ক বিএসএফ । উত্তর 24 পরগনা-সহ সমস্ত সীমান্ত এলাকায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে । সেই মতো নদিয়ার ভারত-বাংলাদেশ সমস্ত সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷ তবে তার মধ্যে বাংলাদেশে থেকে ভারতে আসার প্রক্রিয়া জারি রয়েছে ৷ সে দেশের বেশিরভাগ নাগরিক ভারতে চিকিৎসা করাতে আসছেন ৷