ETV Bharat / state

পুজোয় পাতে পদ্মার ইলিশ, 3 হাজার মেট্রিক টন মাছ পাঠাচ্ছে ইউনুস সরকার - Bangladesh Exports Hilsa

Bangladesh Exports Hilsa in West Bengal: শারদোৎসবে 3 হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ রফতানির অনুমোদন দিল বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রাণালয় ৷ পুজোর সময় এপার বাংলার বাজারে ইলিশের জোগান মিলবে বলে জানা গিয়েছে ৷

Bangladesh Exports Hilsa in West Bengal
শারদোৎসবে 3 হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ রফতানির অনুমোদন দিল বাংলাদেশ সরকার ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 6:11 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: বরাবরই বাঙালি পরিচিত তার সংস্কৃতি, তার খাওয়া-দাওয়া ও আনন্দ উৎসবের জন্য ৷ আর বাঙালির রসনায় রূপোলি শস্য ইলিশের জায়গা অনেকখানি ৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর, ওপার বাংলার পদ্মার ইলিশ আসছিল না-এপার বাংলায় ৷ আমাদের রাজ্যের নিজস্ব ডায়মন্ডহারবার ও দিঘার ইলিশ থাকলেও, পদ্মার সুস্বাদু ইলিশের জন্য মন খারাপ ছিল অধিকাংশ বাঙালি গৃহস্থের ৷

তাই শারদীয়ার আনন্দের মাঝেও ছিল চাতকের প্রত্যাশা ৷ প্রত্যাশা ছিল পদ্মার ইলিশের ৷ এবার সেই প্রত্যাশা মিটতে চলেছে ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে মাথায় রেখে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছে ইলিশ ৷ তাও আবার যৎসামান্য নয়, আসবে প্রায় তিন হাজার মেট্রিক টন ইলিশ ৷ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি জারি করেছে ৷ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইউসুফ খানের সরকার জানিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে এপার বাংলা অর্থাৎ, ভারতে ইলিশ মাছ রফতানিক অনুমতি দিচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ৷

এদিন বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে তাতে লেখা রয়েছে, "উপর্যুক্ত বিষয় ও সূত্রে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের ভিত্তিতে, নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হল ৷" এই বিজ্ঞপ্তিতে সই রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের ৷

Bangladesh Exports Hilsa in West Bengal
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রাণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি ৷ (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর এদেশের মানুষ ওপার বাংলার সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে, একরকম ধরেই নেওয়া হয়েছিল ৷ ইতিমধ্যেই, বাংলায় শারদীয়ার আগমনীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তাই উৎসবের মরশুমে বাংলাদেশ সরকারের দেওয়া এই খবর, এপার বাংলার সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের বলেই মনে করা হচ্ছে।

কলকাতা, 21 সেপ্টেম্বর: বরাবরই বাঙালি পরিচিত তার সংস্কৃতি, তার খাওয়া-দাওয়া ও আনন্দ উৎসবের জন্য ৷ আর বাঙালির রসনায় রূপোলি শস্য ইলিশের জায়গা অনেকখানি ৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর, ওপার বাংলার পদ্মার ইলিশ আসছিল না-এপার বাংলায় ৷ আমাদের রাজ্যের নিজস্ব ডায়মন্ডহারবার ও দিঘার ইলিশ থাকলেও, পদ্মার সুস্বাদু ইলিশের জন্য মন খারাপ ছিল অধিকাংশ বাঙালি গৃহস্থের ৷

তাই শারদীয়ার আনন্দের মাঝেও ছিল চাতকের প্রত্যাশা ৷ প্রত্যাশা ছিল পদ্মার ইলিশের ৷ এবার সেই প্রত্যাশা মিটতে চলেছে ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে মাথায় রেখে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছে ইলিশ ৷ তাও আবার যৎসামান্য নয়, আসবে প্রায় তিন হাজার মেট্রিক টন ইলিশ ৷ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি জারি করেছে ৷ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইউসুফ খানের সরকার জানিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে এপার বাংলা অর্থাৎ, ভারতে ইলিশ মাছ রফতানিক অনুমতি দিচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ৷

এদিন বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে তাতে লেখা রয়েছে, "উপর্যুক্ত বিষয় ও সূত্রে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের ভিত্তিতে, নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হল ৷" এই বিজ্ঞপ্তিতে সই রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের ৷

Bangladesh Exports Hilsa in West Bengal
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রাণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি ৷ (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর এদেশের মানুষ ওপার বাংলার সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে, একরকম ধরেই নেওয়া হয়েছিল ৷ ইতিমধ্যেই, বাংলায় শারদীয়ার আগমনীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তাই উৎসবের মরশুমে বাংলাদেশ সরকারের দেওয়া এই খবর, এপার বাংলার সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের বলেই মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.