বনগাঁ, 28 অগস্ট: বিজেপির রেল অবরোধকে কেন্দ্র করে বনগাঁয় উত্তেজনা ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ৷ দু'পক্ষের মধ্যে চলল উত্তপ্ত বাক্য বিনিময় । প্রায় দু'ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে শুরু হয় ট্রেন চলাচল ৷
বনধের সমর্থনে বুধবার উত্তর 24 পরগনার বনগাঁ স্টেশনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রেল অবরোধ শুরু করেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । স্টেশনেই আটকে পড়ে বনগাঁ-শিয়ালদা ও বনগাঁ-রানাঘাট লোকাল ৷ অবরোধ শুরুর কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ ও রাজ্য পুলিশ ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন তাঁরা । দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলেও অবরোধকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকেন ৷
এরপর রেল লাইন থেকে পুলিশ অবরোধকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়ক অশোক কীর্তনীয়া । ঘটনার প্রতিবাদে রেললাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা ৷ তাঁদের সঙ্গে বিক্ষোভ দেখান সাধারণ যাত্রীরাও । অবশেষে প্রায় ঘণ্টাদুয়েক পরে পুলিশি হস্তক্ষেপে আন্দোলনকারীরা রেললাইন ছেড়ে দেন । স্বাভাবিক হয় ট্রেন চলাচল ।
মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা ৷ প্রতিবাদীদের আটকাতে লাঠিচার্জ, জলকামানের ব্যবহার করে কলকাতা পুলিশ ৷ গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে ৷ এই ঘটনার প্রতিবাদে বুধবার 12 ঘণ্টার বনধ ডাকে বিজেপি ৷ বনধ চলাকালীন বনগাঁতেই প্রথম পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা ৷