ETV Bharat / state

রাত পোহালেই ভোট, বালুরঘাট কলেজ থেকে ভোটকেন্দ্রের দিকে রওনা ভোটকর্মীদের - lok sabha election 2024

Lok Sabha Election 2024: বালুরঘাট কলেজের ডিসি-আরসি সেন্টার থেকে ভোট সামগ্রী নিয়ে বৃহস্পতিবারই ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন ভোট কর্মীরা ৷ রয়েছেন মহিলা ভোট কর্মীরাও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 11:00 PM IST

রাত পোহালেই ভোট

বালুরঘাট, 25 এপ্রিল: রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা ভোট। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিকের দফতর। বৃহস্পতিবার বালুরঘাট কলেজ থেকে নির্বাচনের কাজে যুক্ত থাকা ভোটকর্মীরা নিজের এলাকায় ভোট নেওয়ার জন্য মুভমেন্ট শুরু করেছেন। সকাল থেকেই বালুরঘাট কলেজের ডিসি-আরসি সেন্টার থেকে বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার অর্থাৎ 26 এপ্রিল। বালুরঘাট লোকসভা কেন্দ্রে ডিসি-আরসি বালুরঘাট কলেজ, বুনিয়াদপুর কলেজ এবং রায়গঞ্জ পলিটেকনিকে। বালুরঘাট, তপন, কুমারগঞ্জের তিন বিধানসভার ডিসি-আরসি বালুরঘাট কলেজ। গঙ্গারামপুর, হরিরামপুর, কুশমন্ডি তিন বিধানসভার ডিসি-আরসি বুনিয়াদপুর কলেজ এবং ইটাহার বিধানসভার ডিসি-আরসি রায়গঞ্জ পলিটেকনিক। ভোটকর্মীরা এদিন সকাল থেকেই বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন ডিসি-আরসি থেকে।

বালুরঘাট লোকসভার মোট বুথ সংখ্যা এক হাজার 569টি ৷ প্রত্যেকটি বুথে ক্যামেরা ও ওয়েবকাস্টিং থাকছে। মহিলা বুথ 37টি, মডেল বুথ একটি মোট ভোট কর্মী ছয় হাজার 408 জন ৷ মোট প্রার্থী 13 জন। মোট ভোটার 15 লক্ষ 56 হাজার 907 জন, এর মধ্যে মহিলা ভোটার 7 লক্ষ 61 হাজার 52 জন পুরুষ ভোটার, 7 লক্ষ 95 হাজার 776 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 79 জন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 73 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত 36টি বুথ হয়েছে। এগুলির নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরা।

প্রথমবার ভোট কর্মী হিসাবে এক মহিলা প্রিজাইডিং অফিসার বলেন, "এবছর আমি প্রথম ভোট নিতে যাচ্ছি। ভোটের কাজে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত। যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বাচন কমিশন ভোট কর্মীদের স্বাচ্ছন্দের কথা চিন্তা করে যাবতীয় ব্যবস্থাও নিয়েছে।" বালুরঘাট কলেজ থেকে ভোটকর্মীরা তাঁদের ভোটের কাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি আপাতত সন্তোষজনক বলেও জানাচ্ছেন ভোট কর্মীরা।

জেলাশাসক তথা রিটানিং অফিসার বিজিণ কৃষ্ণা জানান, বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুরে ডিসি-আরসি করা হয়েছে। ভোট কর্মীরা সকাল থেকেই ভোটের জিনিসপত্র নিয়ে রওনা দিচ্ছেন। সকলের জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে। আর তারা যত তাড়াতাড়ি ভোট কেন্দ্র পৌঁছাবেন সে বিষয়ে আমরা নজর দিচ্ছি। প্রত্যেকটি বুথে সেন্ট্রাল বাহিনী থাকছে।

আরও পড়ুন

  1. সন্দেশখালি কাণ্ডে এই প্রথম নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের
  2. মুখ্যমন্ত্রীর আদালত অবমাননাকর মন্তব্যে পদক্ষেপের আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশরঞ্জন

রাত পোহালেই ভোট

বালুরঘাট, 25 এপ্রিল: রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা ভোট। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিকের দফতর। বৃহস্পতিবার বালুরঘাট কলেজ থেকে নির্বাচনের কাজে যুক্ত থাকা ভোটকর্মীরা নিজের এলাকায় ভোট নেওয়ার জন্য মুভমেন্ট শুরু করেছেন। সকাল থেকেই বালুরঘাট কলেজের ডিসি-আরসি সেন্টার থেকে বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার অর্থাৎ 26 এপ্রিল। বালুরঘাট লোকসভা কেন্দ্রে ডিসি-আরসি বালুরঘাট কলেজ, বুনিয়াদপুর কলেজ এবং রায়গঞ্জ পলিটেকনিকে। বালুরঘাট, তপন, কুমারগঞ্জের তিন বিধানসভার ডিসি-আরসি বালুরঘাট কলেজ। গঙ্গারামপুর, হরিরামপুর, কুশমন্ডি তিন বিধানসভার ডিসি-আরসি বুনিয়াদপুর কলেজ এবং ইটাহার বিধানসভার ডিসি-আরসি রায়গঞ্জ পলিটেকনিক। ভোটকর্মীরা এদিন সকাল থেকেই বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন ডিসি-আরসি থেকে।

বালুরঘাট লোকসভার মোট বুথ সংখ্যা এক হাজার 569টি ৷ প্রত্যেকটি বুথে ক্যামেরা ও ওয়েবকাস্টিং থাকছে। মহিলা বুথ 37টি, মডেল বুথ একটি মোট ভোট কর্মী ছয় হাজার 408 জন ৷ মোট প্রার্থী 13 জন। মোট ভোটার 15 লক্ষ 56 হাজার 907 জন, এর মধ্যে মহিলা ভোটার 7 লক্ষ 61 হাজার 52 জন পুরুষ ভোটার, 7 লক্ষ 95 হাজার 776 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 79 জন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 73 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত 36টি বুথ হয়েছে। এগুলির নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরা।

প্রথমবার ভোট কর্মী হিসাবে এক মহিলা প্রিজাইডিং অফিসার বলেন, "এবছর আমি প্রথম ভোট নিতে যাচ্ছি। ভোটের কাজে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত। যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বাচন কমিশন ভোট কর্মীদের স্বাচ্ছন্দের কথা চিন্তা করে যাবতীয় ব্যবস্থাও নিয়েছে।" বালুরঘাট কলেজ থেকে ভোটকর্মীরা তাঁদের ভোটের কাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি আপাতত সন্তোষজনক বলেও জানাচ্ছেন ভোট কর্মীরা।

জেলাশাসক তথা রিটানিং অফিসার বিজিণ কৃষ্ণা জানান, বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুরে ডিসি-আরসি করা হয়েছে। ভোট কর্মীরা সকাল থেকেই ভোটের জিনিসপত্র নিয়ে রওনা দিচ্ছেন। সকলের জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে। আর তারা যত তাড়াতাড়ি ভোট কেন্দ্র পৌঁছাবেন সে বিষয়ে আমরা নজর দিচ্ছি। প্রত্যেকটি বুথে সেন্ট্রাল বাহিনী থাকছে।

আরও পড়ুন

  1. সন্দেশখালি কাণ্ডে এই প্রথম নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের
  2. মুখ্যমন্ত্রীর আদালত অবমাননাকর মন্তব্যে পদক্ষেপের আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশরঞ্জন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.