ETV Bharat / state

রাত পোহালেই চতুর্থ দফা নির্বাচন, বহরমপুরের নির্বাচনী শিবিরে ব্যস্ততার চেনা ছবি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 1:09 PM IST

Updated : May 12, 2024, 2:08 PM IST

Baharampur Lok Sabha DCRC: চতুর্থ দফা ভোট আগামিকাল ৷ তার আগের দিন চূড়ান্ত ব্যস্ততা বহরমপুরে ৷ শিবির থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা ৷

Baharampur Lok Sabha Election 2024
ভোটের আগের দিন বহরমপুর ভোট শিবিরের ব্যস্ততা (ইটিভি ভারত)
বহরমপুরে ভোটের আগে ব্যস্ত কর্মীরা (ইটিভি ভারত)

বহরমপুর, 12 মে: রাত পোহালেই সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন । তার আগে রবিবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ভোট শিবির । সেখানে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা ৷ ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন ৷ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন । মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রে মোট বুথ কর্মীর সংখ্যা 9 হাজার 395 জন ।

এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 17 লক্ষ 83 হাজার 78 জন ৷ এর মধ্যে পুরুষের সংখ্যা 9 লক্ষ 6 হাজার 760 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 8 লক্ষ 76 হাজার 275 জন । 85 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন 9 হাজার 557 জন । 45 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার । এই লক্ষ লক্ষ ভোটাররাই বহরমপুরের 15 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পাঁচ-পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷

বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1 হাজার 870টি । এর মধ্যে 235টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র । এই কেন্দ্রে মোট 558টি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে । তার সিংহভাগ রয়েছে বেলডাঙা, শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায় । চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 75 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশের 3 হাজার 572 জন কর্মী ৷

লোকসভা নির্বাচের তৃতীয় দফায় 7 মে মুর্শিদাবাদের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে । বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সেদিন নির্বাচন মিটেছে । এই প্রথম মুর্শিদাবাদে ভোটের দিন প্রাণহানির ঘটনা ঘটেনি । বহরমপুরের ক্ষেত্রেও একইভাবে এগোচ্ছে প্রশাসন । তবে শক্তিপুর, বেলডাঙায় ভোটের আগে অশান্তি ছড়ানোয় বেলডাঙা ও রেজিনগর বিধানসভার উপর বাড়তি নজর রাখা হয়েছে । শান্তিপূর্ণভাবেই চলছে দায়িত্ব বণ্টন ৷

আরও পড়ুন :

  1. দৃষ্টিশক্তিহীন ভোটারদের বিশেষ স্লিপ ছাপা হচ্ছে বাংলায়, জানুন বিশদে
  2. "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
  3. মনোনয়ন জমা দিলেন পাঁচবারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও

বহরমপুরে ভোটের আগে ব্যস্ত কর্মীরা (ইটিভি ভারত)

বহরমপুর, 12 মে: রাত পোহালেই সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন । তার আগে রবিবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ভোট শিবির । সেখানে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা ৷ ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন ৷ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন । মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রে মোট বুথ কর্মীর সংখ্যা 9 হাজার 395 জন ।

এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 17 লক্ষ 83 হাজার 78 জন ৷ এর মধ্যে পুরুষের সংখ্যা 9 লক্ষ 6 হাজার 760 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 8 লক্ষ 76 হাজার 275 জন । 85 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন 9 হাজার 557 জন । 45 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার । এই লক্ষ লক্ষ ভোটাররাই বহরমপুরের 15 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পাঁচ-পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷

বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1 হাজার 870টি । এর মধ্যে 235টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র । এই কেন্দ্রে মোট 558টি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে । তার সিংহভাগ রয়েছে বেলডাঙা, শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায় । চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 75 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশের 3 হাজার 572 জন কর্মী ৷

লোকসভা নির্বাচের তৃতীয় দফায় 7 মে মুর্শিদাবাদের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে । বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সেদিন নির্বাচন মিটেছে । এই প্রথম মুর্শিদাবাদে ভোটের দিন প্রাণহানির ঘটনা ঘটেনি । বহরমপুরের ক্ষেত্রেও একইভাবে এগোচ্ছে প্রশাসন । তবে শক্তিপুর, বেলডাঙায় ভোটের আগে অশান্তি ছড়ানোয় বেলডাঙা ও রেজিনগর বিধানসভার উপর বাড়তি নজর রাখা হয়েছে । শান্তিপূর্ণভাবেই চলছে দায়িত্ব বণ্টন ৷

আরও পড়ুন :

  1. দৃষ্টিশক্তিহীন ভোটারদের বিশেষ স্লিপ ছাপা হচ্ছে বাংলায়, জানুন বিশদে
  2. "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
  3. মনোনয়ন জমা দিলেন পাঁচবারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও
Last Updated : May 12, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.