ETV Bharat / state

কলকাতার তালতলায় ফল বিক্রেতাকে কোপানোর অভিযোগে গ্রেফতার - TALTALA MURDER ATTEMPT

ফল বিক্রেতাকে হত্যার চেষ্টায় তোলাবাজির অভিযোগ ৷ আশঙ্কাজনক অবস্থায় এনআরএসে ভর্তি আক্রান্ত ৷

TALTALA MURDER ATTEMPT
প্রতীকী ছবি ৷ (ইটিভি ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 8:44 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: ফল বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনা কলকাতার তালতলা থানার মেহেদি বাগান রোডের ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই ফল বিক্রেতা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আক্রান্ত ফল বিক্রেতার নাম সফি আহমেদ ৷ অভিযুক্ত মনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযুক্ত মনোয়ারের নামে তালতলা থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, সফি আহমেদ নামে ওই ব্যবসায়ী প্রতিদিন মেহেদি বাগান রোডে ফল বিক্রি করেন ৷ মনোয়ার নামে এক ব্যক্তি প্রায়ই সফির কাছ থেকে ফল কিনতেন ৷ তবে, জানা গিয়েছে ফল বিক্রি করা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ শুরু হয় ৷

অভিযোগ, এরপরেই মনোয়ার একটি ধারালো অস্ত্র বের করেন এবং সফি আহমেদকে এলোপাথাড়ি কোপাতে থাকেন ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ফল বিক্রেতা ৷ স্থানীয়রাই তাঁকে থেকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান ৷ জনবহুল এলাকায় এই ঘটনা হওয়ায় স্থানীয়রাই মনোয়ারকে ধরে ফেলেন ৷ এরপর খবর দেওয়া হয় তালতলা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র ফল বেচাকেনাকে কেন্দ্র করে এই বিবাদ নয় ৷ বরং এর পিছনে তোলাবাজির যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তোলাবাজির টাকা না-পাওয়ায় সফিকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ৷ এই বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা এখনও পর্যন্ত কোনও জায়গা থেকে তোলার টাকা চাওয়ার অভিযোগ পাইনি ৷ এই প্রকারের অভিযোগ পেলে, তা অবশ্যই খতিয়ে দেখা হবে ৷"

মেহেদি বাগানের মতো একটি জনবহুল এলাকায় এইভাবে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায় ৷ পুলিশ ঘটনাস্থল ঘিরে দিয়েছে ৷ যাতে কোনও তথ্যপ্রমাণ নষ্ট না-হয়ে যায় ৷

উল্লেখ্য, গত 13 ডিসেম্বর কলকাতার গল্ফগ্রিন এলাকায় মহিলার কাটামুণ্ড উদ্ধারের ঘটনা ঘটে ৷ পরে শনিবার খুন ও দেহাংশ লোপাটের অভিযোগে মহিলার জামাইবাবুকে গ্রেফতার করে লালবাজারের হোমিসাইড শাখা ৷ এই ঘটনায় মহিলার দেহ তিনভাগে টুকরো করার অভিযোগ উঠেছে ৷ গল্ফগ্রিন এলাকার পাশাপাশি বাকি দেহাংশ রিজেন্ট কলোনি এলাকা থেকে উদ্ধার করা হয় ৷

কলকাতা, 15 ডিসেম্বর: ফল বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনা কলকাতার তালতলা থানার মেহেদি বাগান রোডের ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই ফল বিক্রেতা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আক্রান্ত ফল বিক্রেতার নাম সফি আহমেদ ৷ অভিযুক্ত মনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযুক্ত মনোয়ারের নামে তালতলা থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, সফি আহমেদ নামে ওই ব্যবসায়ী প্রতিদিন মেহেদি বাগান রোডে ফল বিক্রি করেন ৷ মনোয়ার নামে এক ব্যক্তি প্রায়ই সফির কাছ থেকে ফল কিনতেন ৷ তবে, জানা গিয়েছে ফল বিক্রি করা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ শুরু হয় ৷

অভিযোগ, এরপরেই মনোয়ার একটি ধারালো অস্ত্র বের করেন এবং সফি আহমেদকে এলোপাথাড়ি কোপাতে থাকেন ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ফল বিক্রেতা ৷ স্থানীয়রাই তাঁকে থেকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান ৷ জনবহুল এলাকায় এই ঘটনা হওয়ায় স্থানীয়রাই মনোয়ারকে ধরে ফেলেন ৷ এরপর খবর দেওয়া হয় তালতলা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র ফল বেচাকেনাকে কেন্দ্র করে এই বিবাদ নয় ৷ বরং এর পিছনে তোলাবাজির যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তোলাবাজির টাকা না-পাওয়ায় সফিকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ৷ এই বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা এখনও পর্যন্ত কোনও জায়গা থেকে তোলার টাকা চাওয়ার অভিযোগ পাইনি ৷ এই প্রকারের অভিযোগ পেলে, তা অবশ্যই খতিয়ে দেখা হবে ৷"

মেহেদি বাগানের মতো একটি জনবহুল এলাকায় এইভাবে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায় ৷ পুলিশ ঘটনাস্থল ঘিরে দিয়েছে ৷ যাতে কোনও তথ্যপ্রমাণ নষ্ট না-হয়ে যায় ৷

উল্লেখ্য, গত 13 ডিসেম্বর কলকাতার গল্ফগ্রিন এলাকায় মহিলার কাটামুণ্ড উদ্ধারের ঘটনা ঘটে ৷ পরে শনিবার খুন ও দেহাংশ লোপাটের অভিযোগে মহিলার জামাইবাবুকে গ্রেফতার করে লালবাজারের হোমিসাইড শাখা ৷ এই ঘটনায় মহিলার দেহ তিনভাগে টুকরো করার অভিযোগ উঠেছে ৷ গল্ফগ্রিন এলাকার পাশাপাশি বাকি দেহাংশ রিজেন্ট কলোনি এলাকা থেকে উদ্ধার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.