ETV Bharat / state

কোটিপতি মোস্তাকের উপর এবার মালদা উত্তরে কংগ্রেসের গড় পুনরুদ্ধারের দায়িত্ব - Mostaque Alam

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 5:01 PM IST

Mostaque Alam: মোস্তাক আলম ৷ মালদা উত্তর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী ৷ মনোনয়ন পেশের সময় তিনি যে হলফনামা জমা দিয়েছেন, সেখানেই রয়েছে তাঁর সম্পত্তির বিবরণ ৷ কী বলছে তাঁর সঞ্চয় সম্পত্তি, খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

Mostaque Alam
Mostaque Alam

মালদা, 19 এপ্রিল: দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি৷ প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির কাছের মানুষ বলেও পরিচিত ছিলেন তিনি ৷ মালদা জেলার রাজনীতিতে জড়িত লোকজন বলে, তাঁর সঙ্গে 10 জনপথের যোগাযোগটাও বেশ ভালো ৷ এবার 67 বছর বয়সী সেই মোস্তাক আলমকেই উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস ৷ আইনের স্নাতক মোস্তাকের পক্ষে এবার লড়াইটা খুব সহজ নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, তাঁর মূল প্রতিদ্বন্দ্বীদের একজন পোড় খাওয়ার রাজনীতিবিদ খগেন মুর্মু, আরেকজন ঝানু আমলা প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷

হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের বিধায়ক মোস্তাক আলমের মোট সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দিতে পারে অনেকেরই ৷ লোকসভা নির্বাচনের মনোনয়নে তিনি হলফনামায় জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ 1 কোটি 68 লাখ 13 হাজার 473 টাকা ৷

আয়:

মোস্তাক আলম -

4 লাখ 79 হাজার 370 টাকা (2023-24 অর্থবর্ষ)

4 লাখ 11 হাজার 630 টাকা (2018-19 অর্থবর্ষ)

মুনিমা আলম (স্ত্রী) -

7 লাখ 19 হাজার 270 টাকা (2023-24 অর্থবর্ষ)

4 লাখ 32 হাজার 550 টাকা (2018-19 অর্থবর্ষ)

পারভেজ আলম (ছেলে) -

4 লাখ 72 হাজার 840 টাকা (2023-24 অর্থবর্ষ)

2 লাখ 96 হাজার 740 টাকা (2019-20 অর্থবর্ষ)

অস্থাবর সম্পত্তি:

হাতে নগদ: মোস্তাক আলম - 90 হাজার টাকা, মুনিমা আলম (স্ত্রী) - 80 হাজার টাকা, পারভেজ আলম (ছেলে) - দেড় হাজার টাকা ৷

ব্যাংকে জমা:

মোস্তাক আলম - 24 লাখ 66 হাজার 807 টাকা 52 পয়সা (চারটি ব্যাংক অ্যাকাউন্ট)

মুনিমা আলম (স্ত্রী) - 2 লাখ 88 হাজার 233 টাকা 97 পয়সা (তিনটি ব্যাংক অ্যাকাউন্ট)

পারভেজ আলম (ছেলে) - 48 হাজার 971 টাকা 97 পয়সা (একটি ব্যাংক অ্যাকাউন্ট)

বিনিয়োগ:

মোস্তাক আলম - কোনও বিনিয়োগ নেই ৷

মুনিমা আলম (স্ত্রী) - 6 লাখ 38 হাজার 442 টাকা

পারভেজ আলম (ছেলে) - 2 লাখ 93 হাজার 538 টাকা

মোস্তাকের নামে দু’টি বাইক রয়েছে৷ দাম 2 লাখ 44 হাজার টাকা ৷ তাঁর স্ত্রীর নামে দুটি চারচাকার গাড়ি রয়েছে ৷ দু’টি গাড়ির মোট দাম 21 লাখ 43 হাজার টাকা ৷

সোনা -

মোস্তাক আলম - নেই ৷

মুনিমা আলম (স্ত্রী) - 116 গ্রাম সোনার গয়না ৷ বাজার দর 7 লাখ 42 হাজার 400 টাকা ৷

স্থাবর সম্পত্তি:

মোস্তাক আলম - চাষযোগ্য ও চাষের অযোগ্য জমি, হরিশ্চন্দ্রপুর, মালদা ও কলকাতার তিনটি বাড়ি মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 1 কোটি 32 লাখ টাকা ৷

মুনিমা আলম (স্ত্রী) - কৃষিজমি, চাষের অযোগ্য জমি এবং মালদা ও কলকাতার বাড়ি নিয়ে তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ 34 লাখ টাকা ৷

তাঁদের দুই সন্তানের নামেও 1 লাখ 35 হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে ৷

মোস্তাক আলমের নামে কোথাও কোনও মামলা নেই ৷

2009 সালে আসন পুনর্বিন্যাসের পর পর পর দু’দফায় উত্তর মালদা থেকে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মৌসম নুর ৷ এখন তিনি তৃণমূলে ৷ ঊনিশের নির্বাচনে ঘাসফুলের টিকিটে প্রার্থী হয়ে বিজেপির খগেন মুর্মুর কাছে হারতে হয় মৌসমকে ৷ এবারের নির্বাচন মোস্তাকের গড় পুনরুদ্ধারের লড়াই ৷ পারবেন কি তিনি ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

আরও পড়ুন:

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. কোচবিহারের তৃণমূল প্রার্থীর কোটি টাকার সম্পত্তি, থানায় রয়েছে একটি মামলা
  3. গতবারের চেয়ে ভোট কমল তিন কেন্দ্রেই, প্রথম দফার তথ্য সামনে আনল কমিশন

মালদা, 19 এপ্রিল: দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি৷ প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির কাছের মানুষ বলেও পরিচিত ছিলেন তিনি ৷ মালদা জেলার রাজনীতিতে জড়িত লোকজন বলে, তাঁর সঙ্গে 10 জনপথের যোগাযোগটাও বেশ ভালো ৷ এবার 67 বছর বয়সী সেই মোস্তাক আলমকেই উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস ৷ আইনের স্নাতক মোস্তাকের পক্ষে এবার লড়াইটা খুব সহজ নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, তাঁর মূল প্রতিদ্বন্দ্বীদের একজন পোড় খাওয়ার রাজনীতিবিদ খগেন মুর্মু, আরেকজন ঝানু আমলা প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷

হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের বিধায়ক মোস্তাক আলমের মোট সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দিতে পারে অনেকেরই ৷ লোকসভা নির্বাচনের মনোনয়নে তিনি হলফনামায় জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ 1 কোটি 68 লাখ 13 হাজার 473 টাকা ৷

আয়:

মোস্তাক আলম -

4 লাখ 79 হাজার 370 টাকা (2023-24 অর্থবর্ষ)

4 লাখ 11 হাজার 630 টাকা (2018-19 অর্থবর্ষ)

মুনিমা আলম (স্ত্রী) -

7 লাখ 19 হাজার 270 টাকা (2023-24 অর্থবর্ষ)

4 লাখ 32 হাজার 550 টাকা (2018-19 অর্থবর্ষ)

পারভেজ আলম (ছেলে) -

4 লাখ 72 হাজার 840 টাকা (2023-24 অর্থবর্ষ)

2 লাখ 96 হাজার 740 টাকা (2019-20 অর্থবর্ষ)

অস্থাবর সম্পত্তি:

হাতে নগদ: মোস্তাক আলম - 90 হাজার টাকা, মুনিমা আলম (স্ত্রী) - 80 হাজার টাকা, পারভেজ আলম (ছেলে) - দেড় হাজার টাকা ৷

ব্যাংকে জমা:

মোস্তাক আলম - 24 লাখ 66 হাজার 807 টাকা 52 পয়সা (চারটি ব্যাংক অ্যাকাউন্ট)

মুনিমা আলম (স্ত্রী) - 2 লাখ 88 হাজার 233 টাকা 97 পয়সা (তিনটি ব্যাংক অ্যাকাউন্ট)

পারভেজ আলম (ছেলে) - 48 হাজার 971 টাকা 97 পয়সা (একটি ব্যাংক অ্যাকাউন্ট)

বিনিয়োগ:

মোস্তাক আলম - কোনও বিনিয়োগ নেই ৷

মুনিমা আলম (স্ত্রী) - 6 লাখ 38 হাজার 442 টাকা

পারভেজ আলম (ছেলে) - 2 লাখ 93 হাজার 538 টাকা

মোস্তাকের নামে দু’টি বাইক রয়েছে৷ দাম 2 লাখ 44 হাজার টাকা ৷ তাঁর স্ত্রীর নামে দুটি চারচাকার গাড়ি রয়েছে ৷ দু’টি গাড়ির মোট দাম 21 লাখ 43 হাজার টাকা ৷

সোনা -

মোস্তাক আলম - নেই ৷

মুনিমা আলম (স্ত্রী) - 116 গ্রাম সোনার গয়না ৷ বাজার দর 7 লাখ 42 হাজার 400 টাকা ৷

স্থাবর সম্পত্তি:

মোস্তাক আলম - চাষযোগ্য ও চাষের অযোগ্য জমি, হরিশ্চন্দ্রপুর, মালদা ও কলকাতার তিনটি বাড়ি মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 1 কোটি 32 লাখ টাকা ৷

মুনিমা আলম (স্ত্রী) - কৃষিজমি, চাষের অযোগ্য জমি এবং মালদা ও কলকাতার বাড়ি নিয়ে তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ 34 লাখ টাকা ৷

তাঁদের দুই সন্তানের নামেও 1 লাখ 35 হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে ৷

মোস্তাক আলমের নামে কোথাও কোনও মামলা নেই ৷

2009 সালে আসন পুনর্বিন্যাসের পর পর পর দু’দফায় উত্তর মালদা থেকে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মৌসম নুর ৷ এখন তিনি তৃণমূলে ৷ ঊনিশের নির্বাচনে ঘাসফুলের টিকিটে প্রার্থী হয়ে বিজেপির খগেন মুর্মুর কাছে হারতে হয় মৌসমকে ৷ এবারের নির্বাচন মোস্তাকের গড় পুনরুদ্ধারের লড়াই ৷ পারবেন কি তিনি ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

আরও পড়ুন:

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. কোচবিহারের তৃণমূল প্রার্থীর কোটি টাকার সম্পত্তি, থানায় রয়েছে একটি মামলা
  3. গতবারের চেয়ে ভোট কমল তিন কেন্দ্রেই, প্রথম দফার তথ্য সামনে আনল কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.