বহরমপুর, 24 এপ্রিল: স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিরিখে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান । তবে নতুন পিচে প্রতিদ্বন্দ্বীদের ছক্কা হাঁকিয়ে বাজিমাৎ করতে পারবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন মুর্শিদাবাদ-সহ রাজ্যের মানুষ ।
সোমবার অর্থাৎ 22 এপ্রিল মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউসুফ পাঠান । একইদিনে মনোনয়ন জমা দিয়েছেন বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ।
ইউসুফ পাঠানের বিষয়-আশয়: মনোনয়ন পত্রের হলফনামায় ক্রিকেটার প্রার্থী নিজের ও স্ত্রী আফরিন পাঠানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন । একনজরে দেখে নেব ইউসুফ পাঠান ও তাঁর স্ত্রী আফরিন পাঠানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৷
হাতে নগদ
ইউসুফ পাঠান - 1 লক্ষ 41 হাজার 937 টাকা ।
ইউসুফের স্ত্রী আফরিন পাঠান - 15 হাজার 678 টাকা ।
অস্থাবর সম্পত্তি
ইউসুফ পাঠান - 24 কোটি 6 লক্ষ 16 হাজার 351 টাকা । ( ব্যাংকে গচ্ছিত, শেয়ার, বিনিয়োগ, গাড়ি ও সোনার গয়না মিলিয়ে)
আফরিন পাঠান - 52 হাজার 315 টাকা (ব্যাংকে গচ্ছিত)
অস্থাবর সম্পত্তি
ইউসুফ পাঠান - 21 কোটি 56 লক্ষ 35 হাজার 350 টাকা
আফরিন পাঠান - হলফনামা অনুয়ায়ী কোনও স্থাবর সম্পত্তি নেই
মোট সম্পত্তি (স্থাবর ও অস্থাবর) - পাঠান দম্পতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ 46 কোটি ছাড়িয়েছে
অন্যদিকে, একইদিনে মনোনয়ন পত্র পেশ করেছেন পাঠানের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নির্মল সাহা ।
নির্মল সাহার বিষয়-আশয়: মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন নির্মল সাহা ৷ দেখে নেব তাঁর সঞ্চয় সম্পত্তির হিসেবনিকেশ ৷
হাতে নগদ
নির্মল সাহার হাতে নগদ - 3 লক্ষ টাকা
বিজেপি প্রার্থীর স্ত্রীর হাতে নগদ - 30 হাজার টাকা
অস্থাবর সম্পত্তি
নির্মল সাহা - 8 কোটি 41 লক্ষ 7 হাজার 230 টাকা
সোনা - 345 গ্রাম
বিজেপি প্রার্থীর স্ত্রী - 2 কোটি 43 লক্ষ 21 হাজার 66 টাকা
সোনা - 465 গ্রাম
স্থাবর সম্পত্তি
নির্মল সাহা - 6 কোটি 17 লক্ষ 63 হাজার 573 টাকা
নির্মল সাহার স্ত্রী - 1 কোটি 2 লক্ষ 50 হাজার 315 টাকা
ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ইউসুফকে বলেছিলেন, "তোমার সামনে ব্রেট লি ।" সৌরভের নিশানা অবশ্যই ছিল অধীররঞ্জন চৌধুরীর দিকে । বহরমপুরে পা দিয়ে প্রথম দিনই সেই প্রশ্নের উত্তরে ইউসুফ বলেছিলেন, "কেউ কোথাও স্থায়ী নয় । মানুষ পরিবর্তন চায় ।"
আইপিএলে 37 বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে ইউসুফের ঝুলিতে । উল্লেখ্য, ইউসুফের আগে আছেন ক্রিস গ্রিল । তিনি শতরান করেছিলেন 30 বলে । অধীরের ঘূর্ণি পিচে ইউসুফ পাঠানের ব্যাটিং দাপট দেখার জন্য কার্যত মুখিয়ে রয়েছেন বহু মানুষ ।
আরও পড়ুন: