ETV Bharat / state

কৃষিজমি-সোনা-বিমা সম্বল আরামবাগের তৃণমূল প্রার্থীর ! সম্পত্তির প্রতিপত্তি নেই মিতালির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mitali Bag Assets Declaration: এবারের লোকসভা নির্বাচনে আরামবাগ আসন থেকে দলের একনিষ্ঠ কর্মী মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল ৷ অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি অতি সাধারণ পরিবারের সদস্য ৷ তাঁর হলফনামা অনুযায়ী অন্য প্রার্থীদের মতো কোটিপতি নন মিতালি ৷

Arambagh TMC Candidate Mitali Bag
আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সম্পত্তির খতিয়ান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 1:26 PM IST

আরামবাগ, 17 মে: এবার হুগলির আরামবাগ লোকসভা আসনে মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ গত দু'বারের সাংসদ অপরূপা পোদ্দারকে 2024 সালের লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি ঘাসফুল ৷ হুগলি জেলার গোঘাটের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন মিতালি। অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে তাঁর রোজগার সামান্য ৷ তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগর এবং সিপিআই(এম)-এর বিপ্লব কুমার মৈত্র ৷

আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 7 লক্ষ 84 হাজার 955 টাকা 49 পয়সা ৷ আইসিডিএস-এর সামান্য কর্মী তৃণমূল কংগ্রেসের অসাধারণ প্রার্থী হয়ে ওঠেন ৷ তার আগে তিনি ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য এবং গোঘাট 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আরামবাগের মতো বড় আসনে একেবারে আনকোরা মুখ মিতালি ৷

তৃণমূল প্রার্থীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী:

অস্থাবর সম্পত্তি: এই মুহূর্তে মিতালির হাতে রয়েছে 6 হাজার টাকা ৷ তাঁর নামে রয়েছে 40 গ্রাম সোনার গয়না ৷ যার বর্তমান মূল্য 2 লক্ষ 40 হাজার টাকা ৷ মিতালির নামে একটি দু'চাকার যান আছে ৷ 2014 সালে যার মূল্য ছিল 47 হাজার 652 টাকা ৷

আরামবাগ লোকসভার প্রার্থীর সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট মিলিয়ে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ সব মিলিয়ে গচ্ছিত রয়েছে 1 লক্ষ 39 হাজার 703 টাকা ৷ মিতালির এলআইসি-তে গচ্ছিত টাকার পরিমাণ 4 লক্ষ 14 হাজার 704 টাকা ৷ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাংকে মিতালি বাগের নামে ঋণ রয়েছে ৷ সেল্ফ হেল্প গ্রুপের ঋণের পরিমাণ 4 লাখ 31 হাজার 294 টাকা 80 পয়সা ৷

স্থাবর সম্পত্তি: মিতালি বাগের নামে স্থাবর সম্পত্তির মধ্যে দু'টি দাগ নম্বরে কৃষি জমি আছে ৷ তার বর্তমান মূল্য 76 হাজার 600 টাকা ৷

আরও পড়ুন:

  1. হিরের নেকলেস-সহ প্রচুর গয়না, 3 গাড়ি ও পেল্লায় সব বাড়ি ! একনজরে কাকলির সম্পত্তি
  2. সায়নীর হলফনামায় একই অর্থবর্ষে দু'রকম আয়! কী বলছে নির্বাচন কমিশন ?
  3. যাদবপুরের সৃজন কোটিপতি ! বাড়ি থেকে এফডি সবই আছে 'সর্বহারার' নেতার

আরামবাগ, 17 মে: এবার হুগলির আরামবাগ লোকসভা আসনে মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ গত দু'বারের সাংসদ অপরূপা পোদ্দারকে 2024 সালের লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি ঘাসফুল ৷ হুগলি জেলার গোঘাটের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন মিতালি। অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে তাঁর রোজগার সামান্য ৷ তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগর এবং সিপিআই(এম)-এর বিপ্লব কুমার মৈত্র ৷

আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 7 লক্ষ 84 হাজার 955 টাকা 49 পয়সা ৷ আইসিডিএস-এর সামান্য কর্মী তৃণমূল কংগ্রেসের অসাধারণ প্রার্থী হয়ে ওঠেন ৷ তার আগে তিনি ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য এবং গোঘাট 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আরামবাগের মতো বড় আসনে একেবারে আনকোরা মুখ মিতালি ৷

তৃণমূল প্রার্থীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী:

অস্থাবর সম্পত্তি: এই মুহূর্তে মিতালির হাতে রয়েছে 6 হাজার টাকা ৷ তাঁর নামে রয়েছে 40 গ্রাম সোনার গয়না ৷ যার বর্তমান মূল্য 2 লক্ষ 40 হাজার টাকা ৷ মিতালির নামে একটি দু'চাকার যান আছে ৷ 2014 সালে যার মূল্য ছিল 47 হাজার 652 টাকা ৷

আরামবাগ লোকসভার প্রার্থীর সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট মিলিয়ে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ সব মিলিয়ে গচ্ছিত রয়েছে 1 লক্ষ 39 হাজার 703 টাকা ৷ মিতালির এলআইসি-তে গচ্ছিত টাকার পরিমাণ 4 লক্ষ 14 হাজার 704 টাকা ৷ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাংকে মিতালি বাগের নামে ঋণ রয়েছে ৷ সেল্ফ হেল্প গ্রুপের ঋণের পরিমাণ 4 লাখ 31 হাজার 294 টাকা 80 পয়সা ৷

স্থাবর সম্পত্তি: মিতালি বাগের নামে স্থাবর সম্পত্তির মধ্যে দু'টি দাগ নম্বরে কৃষি জমি আছে ৷ তার বর্তমান মূল্য 76 হাজার 600 টাকা ৷

আরও পড়ুন:

  1. হিরের নেকলেস-সহ প্রচুর গয়না, 3 গাড়ি ও পেল্লায় সব বাড়ি ! একনজরে কাকলির সম্পত্তি
  2. সায়নীর হলফনামায় একই অর্থবর্ষে দু'রকম আয়! কী বলছে নির্বাচন কমিশন ?
  3. যাদবপুরের সৃজন কোটিপতি ! বাড়ি থেকে এফডি সবই আছে 'সর্বহারার' নেতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.