ETV Bharat / state

উপনির্বাচনে বাগদা স্পর্শকাতর ! সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রেই - Assembly Bye Election 2024 - ASSEMBLY BYE ELECTION 2024

Bye Election 2024 In West Bengal: রাজ্যে বিধানসভা উপনির্বাচনে থাকবে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী কীভাবে ব্যবহার করা হবে, কত সংখ্যক ব্যবহার করা হবে জানাল নির্বাচন কমিশন ৷

Bye Election 2024 In West Bengal
কেন্দ্রীয় বাহিনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 12:53 PM IST

কলকাতা, 13 জুন: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 10 জুলাই ৷ নির্বাচন হবে 35 নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে, 90 নম্বর রানাঘাট বিধানসভা কেন্দ্রে, 94 নম্বর বাগদা বিধানসভা কেন্দ্রে ও 167 নম্বর মানিকতলা বিধানসভা কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানাল জাতীয় নির্বাচন কমিশন৷

বৃহস্পতিবার জানানো হয়েছে উপনির্বাচনের জন্য ব্যবহার করা হবে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত সংখ্যক বাহিনী মোতায়ন করা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলেও চার বিধানসভা কেন্দ্রে ঠিক কীভাবে বাহিনী মোতায়েন করা হবে এবং তাঁদের কী কী দায়িত্ব থাকবে তা চূড়ান্ত করা হবে শুক্রবার ৷ এদিন বিকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জরুরী বৈঠক করবেন রাজ্য পুলিশের আধিকারিকরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রে। বাগদায় থাকছে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট সংখ্যার মধ্যে তিন কোম্পানি থাকছে সিআরপিএফ জওয়ান, পাঁচ কোম্পানি থাকছে বিএসএফ জওয়ান, তিন কোম্পানি থাকছে সিআইএসএফ জওয়ান, দুই কোম্পানি থাকছে আইটিবিপি এবং তিন কোম্পানি থাকছে এসএসবি।

অন্যদিকে রানাঘাট কেন্দ্রে থাকছে 15 কোম্পানি বাহিনী। যার মধ্যে রয়েছে 2 কোম্পানি সিআরপিএফ, 4 কম্পানি বিএসএফ, 3 কোম্পানির সিআইএসএফ, 3 কোম্পানি আইটিবিপি, 3 কোম্পানি এসএসবি। রায়গঞ্জ থাকছে 2 কোম্পানি সিআরপিএফ, 4 কোম্পানি বিএসএফ, 2 কোম্পানি সিআইএসএফ, 2 কোম্পানি আইটিবিপি, এবং 2 কোম্পানি এসএসবি। পাশাপাশি মানিকতলা কেন্দ্রে থাকবে 12 কোম্পানি বাহিনী। এই মোট সংখ্যার মধ্যে তিন কোম্পানি সিআরপিএফ, 2 কোম্পানি বিএসএফ, 2 কোম্পানি সিআইএসএফ, 3 কোম্পানি আইটিবিপি, এবং 2 কোম্পানি এসএসবি।

এই চার কেন্দ্রে আগামী 10 জুলাই হবে নির্বাচন। 13 জুলাই ফলাফল ঘোষণা। শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের আধিকারিকেরা ৷ শুক্রবারই চূড়ান্ত হয়ে যাবে এই চার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের ব্লু প্রিন্ট।

কলকাতা, 13 জুন: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 10 জুলাই ৷ নির্বাচন হবে 35 নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে, 90 নম্বর রানাঘাট বিধানসভা কেন্দ্রে, 94 নম্বর বাগদা বিধানসভা কেন্দ্রে ও 167 নম্বর মানিকতলা বিধানসভা কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানাল জাতীয় নির্বাচন কমিশন৷

বৃহস্পতিবার জানানো হয়েছে উপনির্বাচনের জন্য ব্যবহার করা হবে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত সংখ্যক বাহিনী মোতায়ন করা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলেও চার বিধানসভা কেন্দ্রে ঠিক কীভাবে বাহিনী মোতায়েন করা হবে এবং তাঁদের কী কী দায়িত্ব থাকবে তা চূড়ান্ত করা হবে শুক্রবার ৷ এদিন বিকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জরুরী বৈঠক করবেন রাজ্য পুলিশের আধিকারিকরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রে। বাগদায় থাকছে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট সংখ্যার মধ্যে তিন কোম্পানি থাকছে সিআরপিএফ জওয়ান, পাঁচ কোম্পানি থাকছে বিএসএফ জওয়ান, তিন কোম্পানি থাকছে সিআইএসএফ জওয়ান, দুই কোম্পানি থাকছে আইটিবিপি এবং তিন কোম্পানি থাকছে এসএসবি।

অন্যদিকে রানাঘাট কেন্দ্রে থাকছে 15 কোম্পানি বাহিনী। যার মধ্যে রয়েছে 2 কোম্পানি সিআরপিএফ, 4 কম্পানি বিএসএফ, 3 কোম্পানির সিআইএসএফ, 3 কোম্পানি আইটিবিপি, 3 কোম্পানি এসএসবি। রায়গঞ্জ থাকছে 2 কোম্পানি সিআরপিএফ, 4 কোম্পানি বিএসএফ, 2 কোম্পানি সিআইএসএফ, 2 কোম্পানি আইটিবিপি, এবং 2 কোম্পানি এসএসবি। পাশাপাশি মানিকতলা কেন্দ্রে থাকবে 12 কোম্পানি বাহিনী। এই মোট সংখ্যার মধ্যে তিন কোম্পানি সিআরপিএফ, 2 কোম্পানি বিএসএফ, 2 কোম্পানি সিআইএসএফ, 3 কোম্পানি আইটিবিপি, এবং 2 কোম্পানি এসএসবি।

এই চার কেন্দ্রে আগামী 10 জুলাই হবে নির্বাচন। 13 জুলাই ফলাফল ঘোষণা। শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের আধিকারিকেরা ৷ শুক্রবারই চূড়ান্ত হয়ে যাবে এই চার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের ব্লু প্রিন্ট।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.