কলকাতা, 21 জুন: শেষ হয়েছে লোকসভা ভোট ৷ আর জুলাই মাসের 10 তারিখ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন ৷ সেই নির্বাচনকে মাথায় রেখে আগামী 26 জুন থেকে চার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং টহলদারি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ একইভাবে, লোকসভা ভোটের মতোই 100 শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা ৷
শেষ হয়েছে লোকসভা নির্বাচনের পালা ৷ আর আগামী মাসেই দেশের একাধিক রাজ্যের সঙ্গে বাংলারও চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৷ নির্বাচন হবে 35 রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে, 90 রানাঘাট বিধানসভা কেন্দ্রে, 94 বাগদা বিধানসভা কেন্দ্রে ও 167 মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এই চার কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছে তৃণমূল ৷ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, সিপিএমও ৷ এমনকী মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে ৷
এই আবহেই নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, উপনির্বাচনের জন্য ব্যবহার করা হবে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রে ৷ বাগদায় থাকছে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে স্ট্রংরুমের জন্য ৷ বাকি 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের কাজের জন্য ব্যবহার করা হবে বলে খবর ৷
লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনের ক্ষেত্রেও কোথাও কোনও রকম খামতি রাখতে চায় না নির্বাচন কমিশন ৷ তাই প্রতিটি বুথেই থাকছে ওয়েব কাস্টিং ব্যবস্থাও। অন্যদিকে কমিশন সূত্রে খবর, যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেই আসনগুলির মধ্যে রায়গঞ্জের মোট ভোটার 2 লক্ষ 6 হাজার 780 জন ৷ রানাঘাট দক্ষিণের মোট ভোটার 2 লক্ষ 91 হাজার 783 জন, বাগদা কেন্দ্রের মোট ভোটার 2 লক্ষ 85 হাজার 509 জন, মানিকতলার মোট ভোটার 2 লক্ষ 10 হাজার 410 জন ৷ 10 জুলাই এই চার বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া হবে ৷ ফলপ্রকাশ হবে আগামী 13 জুলাই ৷