ETV Bharat / state

হাসপাতালে আশাকর্মীর শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ - Asha Worker Sexually Assault Case - ASHA WORKER SEXUALLY ASSAULT CASE

Asha Worker Allegedly Molested: হাসপাতালে ইসিজি করাতে গিয়েছিলেন এক আশাকর্মী ৷ সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷ মঙ্গলবার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা ৷

Asha worker sexual assault incident
কুশমণ্ডিতে আশাকর্মীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:50 PM IST

কুশমণ্ডি, 10 সেপ্টেম্বর: হাসপাতালে ইসিজি করাতে গিয়ে শ্লীলতাহানির 'শিকার' আশাকর্মী ৷ ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে ৷ শুধু তাই নয়, হাসপাতালের ইসিজি বিভাগে বহিরাগতরা যাতায়াত করছেন বলেও অভিযোগ তোলেন আশাকর্মীরা ৷ কুশমণ্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানানোর পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আশাকর্মীরা ৷ এদিকে ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের দ্বরস্থ হওয়ার কথা জানিয়েছেন কুশমণ্ডি ব্লকের বিএমওএইচ ৷

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে আশাকর্মীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ (ইটিভি ভারত)

অভিযোগ, কুশমণ্ডি এলাকার এক আশাকর্মী অসুস্থ বোধ করলে সোমবার দুপুরে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে ইসিজি করাতে যান ৷ সেই কক্ষে কোনও মহিলা ছিলেন না ৷ জাফরুল ইসলাম নামে একজন ব্যক্তি ইসিজি করছিলেন ৷ ইসিজি করার নাম করে প্রায় 30 মিনিট ধরে ওই ব্যক্তি আশাকর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷

তিনি এও অভিযোগ করেন, দু'মাস আগে আরেক আশাকর্মী বেশ কয়েকজন মেয়েকে কুশমণ্ডি হাসপাতালে থ্যালাসেমিয়া পরীক্ষা করার জন্য নিয়ে এসেছিলেন ৷ তাঁদের সঙ্গেও ওই ব্যক্তি অশালীন আচরণ করে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, কুশমণ্ডি হাসপাতালে যে ব্যক্তি ইসিজি, রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়া পরীক্ষা করেন তিনি নাকি হাসপাতালের কর্মীই নন ৷

তাহলে দিনের পর দিন ওই ব্যক্তি কী করে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন ? এই প্রশ্ন তুলেছেন আশাকর্মীরা ৷ আক্রান্ত আশাকর্মী বলেন, "হাসপাতাল থেকে বলা হয়েছিল বিভা নামে এক মহিলা ইসিজি করেন ৷ কিন্তু আমি গিয়ে দেখি ঘরের তালা লাগানো রয়েছে ৷ তখন আমি মাতৃ মেডিক্যালে যাই ৷ পরে আলতাফ নামে একজন ফোন করে এবং বলে আপনি পয়সা দিয়ে কেন করবেন, বিনা পয়সায় করে দেব ৷ আমি ছিলাম এবং আমার সঙ্গে একজন বৃদ্ধা মহিলাও সেখানে ছিলেন ৷ ওই বৃদ্ধার ছবি তোলা হয়ে যাওয়ার পর আমাকে বেডে শোয়ানো হয় এবং আমার শ্লীলতাহানি করে ৷ আমি একজন আশাকর্মী ৷ আমি এর বিচার চাই ৷ এর নিরাপত্তা চাই ৷"

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য কোর কমিটির সদস্য নমিতা মহন্ত বলেন, "আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিককে গোটা ঘটনা জানিয়েছি ৷ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরজি করের মতো দেশজুড়ে আশা দিদিরাও রাস্তায় নামতে বাধ্য হবেন ৷" ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন, "অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর করেছি ৷ অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের কর্মীই নন ৷ গতকাল হাসপাতালের বাইরে মায়েদের একটা ক্যাম্প ছিল ৷ আমরা সবাই ওই ক্যাম্পে ব্যস্ত ছিলাম ৷ অভিযুক্ত ব্যক্তি একসময় ডিটিডি ল্যাবের হয়ে কাজ করত ৷ বর্তমানে সেই কাজটি হাসপাতালের কর্মীরাই করছেন ৷ গতকাল ল্যাবের কর্মীরা মায়েদের ক্যাম্পে যাওয়ায় ওই ব্যক্তি অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে এই কাজটি করেছেন ৷ বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে ৷"

কুশমণ্ডি, 10 সেপ্টেম্বর: হাসপাতালে ইসিজি করাতে গিয়ে শ্লীলতাহানির 'শিকার' আশাকর্মী ৷ ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে ৷ শুধু তাই নয়, হাসপাতালের ইসিজি বিভাগে বহিরাগতরা যাতায়াত করছেন বলেও অভিযোগ তোলেন আশাকর্মীরা ৷ কুশমণ্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানানোর পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আশাকর্মীরা ৷ এদিকে ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের দ্বরস্থ হওয়ার কথা জানিয়েছেন কুশমণ্ডি ব্লকের বিএমওএইচ ৷

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে আশাকর্মীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ (ইটিভি ভারত)

অভিযোগ, কুশমণ্ডি এলাকার এক আশাকর্মী অসুস্থ বোধ করলে সোমবার দুপুরে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে ইসিজি করাতে যান ৷ সেই কক্ষে কোনও মহিলা ছিলেন না ৷ জাফরুল ইসলাম নামে একজন ব্যক্তি ইসিজি করছিলেন ৷ ইসিজি করার নাম করে প্রায় 30 মিনিট ধরে ওই ব্যক্তি আশাকর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷

তিনি এও অভিযোগ করেন, দু'মাস আগে আরেক আশাকর্মী বেশ কয়েকজন মেয়েকে কুশমণ্ডি হাসপাতালে থ্যালাসেমিয়া পরীক্ষা করার জন্য নিয়ে এসেছিলেন ৷ তাঁদের সঙ্গেও ওই ব্যক্তি অশালীন আচরণ করে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, কুশমণ্ডি হাসপাতালে যে ব্যক্তি ইসিজি, রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়া পরীক্ষা করেন তিনি নাকি হাসপাতালের কর্মীই নন ৷

তাহলে দিনের পর দিন ওই ব্যক্তি কী করে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন ? এই প্রশ্ন তুলেছেন আশাকর্মীরা ৷ আক্রান্ত আশাকর্মী বলেন, "হাসপাতাল থেকে বলা হয়েছিল বিভা নামে এক মহিলা ইসিজি করেন ৷ কিন্তু আমি গিয়ে দেখি ঘরের তালা লাগানো রয়েছে ৷ তখন আমি মাতৃ মেডিক্যালে যাই ৷ পরে আলতাফ নামে একজন ফোন করে এবং বলে আপনি পয়সা দিয়ে কেন করবেন, বিনা পয়সায় করে দেব ৷ আমি ছিলাম এবং আমার সঙ্গে একজন বৃদ্ধা মহিলাও সেখানে ছিলেন ৷ ওই বৃদ্ধার ছবি তোলা হয়ে যাওয়ার পর আমাকে বেডে শোয়ানো হয় এবং আমার শ্লীলতাহানি করে ৷ আমি একজন আশাকর্মী ৷ আমি এর বিচার চাই ৷ এর নিরাপত্তা চাই ৷"

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য কোর কমিটির সদস্য নমিতা মহন্ত বলেন, "আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিককে গোটা ঘটনা জানিয়েছি ৷ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরজি করের মতো দেশজুড়ে আশা দিদিরাও রাস্তায় নামতে বাধ্য হবেন ৷" ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন, "অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর করেছি ৷ অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের কর্মীই নন ৷ গতকাল হাসপাতালের বাইরে মায়েদের একটা ক্যাম্প ছিল ৷ আমরা সবাই ওই ক্যাম্পে ব্যস্ত ছিলাম ৷ অভিযুক্ত ব্যক্তি একসময় ডিটিডি ল্যাবের হয়ে কাজ করত ৷ বর্তমানে সেই কাজটি হাসপাতালের কর্মীরাই করছেন ৷ গতকাল ল্যাবের কর্মীরা মায়েদের ক্যাম্পে যাওয়ায় ওই ব্যক্তি অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে এই কাজটি করেছেন ৷ বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.