ETV Bharat / state

আজ আসানসোলে তিন দলের মনোনয়ন, ভিড় এড়াতে রাতেই মিছিল বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

SS Ahluwalia Rally: মঙ্গলবার আসানসোলে মনোনয়ন জমা দেবেন তৃণমূল, বিজেপি এবং সিপিএমের প্রার্থীরা ৷ ভিড় এড়াতে আগের রাতেই মিছিল সারলেন পদ্ম-প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ আসানসোলের ঊষাগ্রাম মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত দীর্ঘ পথ মিছিল করেন তিনি ৷ সঙ্গে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷

SS Ahluwalia
SS Ahluwalia
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 12:59 PM IST

ভিড় এড়াতে রাতেই মিছিল বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার

আসানসোল, 23 এপ্রিল: চতুর্থ দফায় 13 মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে মঙ্গলবার মনোনয়ন জমা করতে চলেছে আসানসোলে প্রতিদ্বন্দ্বী প্রধান তিন দল তৃণমূল, বিজেপি এবং সিপিএম ৷ তিন প্রতিদ্বন্দ্বী দলেরই প্রার্থী আজ নিজেদের মনোনয়ন জমা দেবেন । কিন্তু মনোনয়নের দিনে কোনও র‍্যালি বা মিছিল করবেন না আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কারণ ভিড় এড়িয়ে নিজের মনোনয়ন দাখিল করতে আগের রাতেই বিরাট মিছিল সেরে ফেলেছেন তিনি ।

মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের ঊষাগ্রাম মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত দীর্ঘ মিছিল করলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । মিছিল শেষ হতে রাত হয়ে যায় । এই বিরাট মিছিলে জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক অজয় পোদ্দার, এর সঙ্গে প্রভাবশালী দুই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অনান্যরাও ছিলেন । কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এই মিছিল জিটি রোড ধরে ধীরে ধীরে এগিয়ে চলে । সাতটি বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা এই মিছিলে এসে অংশ নিয়েছিলেন । পায়ে হেঁটে, মোটর সাইকেলে বিজেপি কর্মীরা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ।

SS Ahluwalia
আসানসোলের পদ্ম-প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মিছিল

মিছিল নিয়ে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "আমি বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি । কিন্তু কখনও মনোনয়নের দিন মিছিল করিনি । আমি ভিড় এড়িয়ে, ঠান্ডা মাথায় গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা করতে চাই । তাই আগের দিন মিছিল করলাম ।"

উল্লেখ্য, মঙ্গলবার আসানসোল রবীন্দ্র ভবন থেকে বিরাট মিছিল করে মনোনয়ন জমা করতে যাবেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, সিপিএম প্রার্থী জাহানারা খান । বিজেপি খানিকটা হলেও ব্যতিক্রমী পথেই হাঁটলো বলা চলে ।

আরও পড়ুন:

  1. প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া
  2. লড়াইটা বিচারধারার, মানুষের সঙ্গে নয়; আসানসোলের প্রার্থী হয়ে বার্তা আলুওয়ালিয়ার
  3. দিল্লিতে নরেন্দ্র, আসানসোলে সুরিন্দ্র; দেওয়াল লিখন-মিষ্টিমুখ-স্লোগানে মুখরিত আসানসোল

ভিড় এড়াতে রাতেই মিছিল বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার

আসানসোল, 23 এপ্রিল: চতুর্থ দফায় 13 মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে মঙ্গলবার মনোনয়ন জমা করতে চলেছে আসানসোলে প্রতিদ্বন্দ্বী প্রধান তিন দল তৃণমূল, বিজেপি এবং সিপিএম ৷ তিন প্রতিদ্বন্দ্বী দলেরই প্রার্থী আজ নিজেদের মনোনয়ন জমা দেবেন । কিন্তু মনোনয়নের দিনে কোনও র‍্যালি বা মিছিল করবেন না আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কারণ ভিড় এড়িয়ে নিজের মনোনয়ন দাখিল করতে আগের রাতেই বিরাট মিছিল সেরে ফেলেছেন তিনি ।

মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের ঊষাগ্রাম মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত দীর্ঘ মিছিল করলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । মিছিল শেষ হতে রাত হয়ে যায় । এই বিরাট মিছিলে জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক অজয় পোদ্দার, এর সঙ্গে প্রভাবশালী দুই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অনান্যরাও ছিলেন । কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এই মিছিল জিটি রোড ধরে ধীরে ধীরে এগিয়ে চলে । সাতটি বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা এই মিছিলে এসে অংশ নিয়েছিলেন । পায়ে হেঁটে, মোটর সাইকেলে বিজেপি কর্মীরা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ।

SS Ahluwalia
আসানসোলের পদ্ম-প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মিছিল

মিছিল নিয়ে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "আমি বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি । কিন্তু কখনও মনোনয়নের দিন মিছিল করিনি । আমি ভিড় এড়িয়ে, ঠান্ডা মাথায় গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা করতে চাই । তাই আগের দিন মিছিল করলাম ।"

উল্লেখ্য, মঙ্গলবার আসানসোল রবীন্দ্র ভবন থেকে বিরাট মিছিল করে মনোনয়ন জমা করতে যাবেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, সিপিএম প্রার্থী জাহানারা খান । বিজেপি খানিকটা হলেও ব্যতিক্রমী পথেই হাঁটলো বলা চলে ।

আরও পড়ুন:

  1. প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া
  2. লড়াইটা বিচারধারার, মানুষের সঙ্গে নয়; আসানসোলের প্রার্থী হয়ে বার্তা আলুওয়ালিয়ার
  3. দিল্লিতে নরেন্দ্র, আসানসোলে সুরিন্দ্র; দেওয়াল লিখন-মিষ্টিমুখ-স্লোগানে মুখরিত আসানসোল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.