ETV Bharat / state

হুগলি নদীর তীরে মিনি ইউরোপ ! বাটিক প্রিন্টের মাধ্যমে কাপড়ে ফুটিয়ে তুললেন বিদেশিনী শিল্পী - বাটিক প্রিন্ট

European Colonies History in Cloths: হুগলি নদীর তীরে ইউরোপের নানা উপনিবেশ ও তার ইতিহাসকে বাটিক প্রিন্টের মাধ্যমে কাপড়ে ফুটিয়ে তুললেন শিল্পী নেলিন মণ্ডল ৷ হাত দিয়ে মোমের সাহায্যে পুরো কাজটি করেছেন এই বিদেশিনী চন্দননগরের বধূ ৷

European Colonies History in Cloths
শিল্পী নেলিন মণ্ডল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:50 PM IST

বাটিক প্রিন্টের মাধ্যমে কাপড়ে ফুটিয়ে তুললেন বিদেশিনী শিল্পী

চন্দননগর, 24 জানুয়ারি: রেল পথ হওয়ার আগে হুগলি নদীর তীরে ছিল ইউরোপের নানা উপনিবেশ । ভারতে বাণিজ্যের জন্য ডাচ, পর্তুগিজ, আর্মেনিয়ান, ফরাসি,ডেনিস ও ইংরেজরা জাহাজে করে আসত এখানে । সেই সময় থেকেই মসলিন সিল্ক,শস্য-সহ নানা ধরনের জিনিস এখান থেকে বিদেশে রফতানি হওয়া শুরু হয়েছিল । ধীরে ধীরে গঙ্গার নদীর তীরে বসতি স্থাপন করেছিল বিদেশিরা । তাদের হাত ধরেই হুগলি নদীর ধারে নানা স্থাপত্য ও ঐতিহ্য গড়ে ওঠে । সময় বদলাও এখনও ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ও ব্যারাকপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেসময়কার নানা ইতিহাস । সেই ইতিহাসকেই এবার মুর্শিদাবাদের সিল্কের উপর মোমের ও রঙের সাহায্যে বাটিক প্রিন্ট করে ফুটিয়ে তুললেন ইতিহাসবিদ ও শিল্পী নেলিন মণ্ডল ৷

European Colonies History in Cloths
সাধারণের জন্য ব্যানারের প্রদর্শনীতে হুগলি ইমামবাড়া ট্রাস্টি বোর্ড ও অতিথিরা

1396 সাল থেকে 1854 খ্রিস্টাব্দের ইতিহাসকে নিয়ে রিভার টাইম বলে একটি প্রজেক্ট তৈরি হয়েছে । এই প্রজেক্ট করেন ব্রিটেনের লিভারপুল ইউনিভার্সিটি ফ্রেঞ্চ ডিপার্টমেন্টের অধ্যাপক ডঃ ইয়ান ম্যাগাডেরা । তাঁর এই প্রজেক্টে থাকছে বিভিন্ন বিষয়ের ডকুমেন্টারি ও পাঁচটি ব্যানার । যার মাধ্যমে হুগলি নদীর তীরে মিনি ইউরোপকে তুলে ধরা হয়েছে । অন্যান্য অধ্যাপকদের সঙ্গে এই প্রজেক্টে কাজ করেছেন হুগলি জেলার বিভিন্ন ইতিহাস নিয়ে চর্চা করা চন্দননগরের বাসিন্দা নেলিন মণ্ডল । তিনি বিদেশিনী হলেও তাঁর বিয়ে হয়েছে এখানে ৷

European Colonies History in Cloths
চন্দননগর স্টান্ডে ব্যানার হাতে শ্রী অরবিন্দ স্কুলের ছাত্ররা

ভারতের ইতিহাস নিয়ে নেলিন দীর্ঘদিন ধরে কাজ করছেন । সেই সূত্র ধরেই ব্রিটেনের লিভারপুল ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ ইয়ান ম্যাগাডেরা সঙ্গে পরিচয় হয় তাঁর । তিনি হুগলি জেলার উপনিবেশের ইতিহাসের সম্বন্ধে আলোচনা করেন বিদেশি অধ্যাপকের সঙ্গে । ফরাসি ভাষায় বিভিন্ন বই থেকে ভারত সম্পর্কের তথ্য সংগ্রহ করা হয় । এই প্রজেক্টের একটি অংশ হল পাঁচটি শহরের পাঁচটি ব্যানার । যার মাধ্যমে বিভিন্ন শহরের ইতিহাস তুলে ধরেছেন ইতিহাসবিদ ও শিল্পী নেলিন মণ্ডল । এই এক একটি ব্যানার দশ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া ৷

European Colonies History in Cloths
দশ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া ব্যানারগুলি

নেলিন মণ্ডল বলেন, "ডাচ,আর্মেনিয়ান,ফরাসি,ডেনিস ও ইংরেজরা উপনিবেশের জন্য হুগলি নদীর তীরে ঘাঁটি গেড়েছিল । সেই সময় ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ও ব্যারাকপুরে নানা স্থাপত্য তৈরি করেছিল তারা । যেমন পর্তুগিজ ও ডাচদের হাত ধরেই ছানা ও বিভিন্ন ফল,সবজি ও পোস্ত এসেছিল ভারতে । সেই সময়কার সাল ধরেই তাই বিভিন্ন দেশের পতাকা ছবি তুলে ধরেছি ব্যানারে । হুগলির তাঁত শিল্প, বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চের ছবিও এঁকেছি । মুর্শিদাবাদের সিল্কের উপর মোমের ও রঙের সাহায্যে বাটিক প্রিন্ট করেছি । পাঁচটি দশ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া কাপড়ের উপর হাতের সাহায্যে পাঁচটি শহরের ঐতিহ্য তুলে ধরতে পেরে আমি খুশি । তৎকালীন ইতিহাস অনুসন্ধান করে খুঁটিনাটি বিষয় ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেতে আমার গোটা একবছর সময় লেগেছে । পুরো কাজটি করতে আমার সঙ্গে সহযোগিতা করেছে অসীম মণ্ডল ।"

European Colonies History in Cloths
শ্রীরামপুর কলেজে ব্যানারগুলি

আরও পড়ুন:

  1. নেই সংগ্রহশালা, বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিবিজড়িত পালাড়া গ্রাম ও চন্দননগর বিস্মৃতির অতলে
  2. ফরাসি সভ্যতা গায়ে মাখা শহরেই অবহেলায় ঐতিহাসিক মিউজিয়াম
  3. সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ, ভারতে আসতে পারেন ফরাসি প্রেসিডেন্ট

বাটিক প্রিন্টের মাধ্যমে কাপড়ে ফুটিয়ে তুললেন বিদেশিনী শিল্পী

চন্দননগর, 24 জানুয়ারি: রেল পথ হওয়ার আগে হুগলি নদীর তীরে ছিল ইউরোপের নানা উপনিবেশ । ভারতে বাণিজ্যের জন্য ডাচ, পর্তুগিজ, আর্মেনিয়ান, ফরাসি,ডেনিস ও ইংরেজরা জাহাজে করে আসত এখানে । সেই সময় থেকেই মসলিন সিল্ক,শস্য-সহ নানা ধরনের জিনিস এখান থেকে বিদেশে রফতানি হওয়া শুরু হয়েছিল । ধীরে ধীরে গঙ্গার নদীর তীরে বসতি স্থাপন করেছিল বিদেশিরা । তাদের হাত ধরেই হুগলি নদীর ধারে নানা স্থাপত্য ও ঐতিহ্য গড়ে ওঠে । সময় বদলাও এখনও ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ও ব্যারাকপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেসময়কার নানা ইতিহাস । সেই ইতিহাসকেই এবার মুর্শিদাবাদের সিল্কের উপর মোমের ও রঙের সাহায্যে বাটিক প্রিন্ট করে ফুটিয়ে তুললেন ইতিহাসবিদ ও শিল্পী নেলিন মণ্ডল ৷

European Colonies History in Cloths
সাধারণের জন্য ব্যানারের প্রদর্শনীতে হুগলি ইমামবাড়া ট্রাস্টি বোর্ড ও অতিথিরা

1396 সাল থেকে 1854 খ্রিস্টাব্দের ইতিহাসকে নিয়ে রিভার টাইম বলে একটি প্রজেক্ট তৈরি হয়েছে । এই প্রজেক্ট করেন ব্রিটেনের লিভারপুল ইউনিভার্সিটি ফ্রেঞ্চ ডিপার্টমেন্টের অধ্যাপক ডঃ ইয়ান ম্যাগাডেরা । তাঁর এই প্রজেক্টে থাকছে বিভিন্ন বিষয়ের ডকুমেন্টারি ও পাঁচটি ব্যানার । যার মাধ্যমে হুগলি নদীর তীরে মিনি ইউরোপকে তুলে ধরা হয়েছে । অন্যান্য অধ্যাপকদের সঙ্গে এই প্রজেক্টে কাজ করেছেন হুগলি জেলার বিভিন্ন ইতিহাস নিয়ে চর্চা করা চন্দননগরের বাসিন্দা নেলিন মণ্ডল । তিনি বিদেশিনী হলেও তাঁর বিয়ে হয়েছে এখানে ৷

European Colonies History in Cloths
চন্দননগর স্টান্ডে ব্যানার হাতে শ্রী অরবিন্দ স্কুলের ছাত্ররা

ভারতের ইতিহাস নিয়ে নেলিন দীর্ঘদিন ধরে কাজ করছেন । সেই সূত্র ধরেই ব্রিটেনের লিভারপুল ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ ইয়ান ম্যাগাডেরা সঙ্গে পরিচয় হয় তাঁর । তিনি হুগলি জেলার উপনিবেশের ইতিহাসের সম্বন্ধে আলোচনা করেন বিদেশি অধ্যাপকের সঙ্গে । ফরাসি ভাষায় বিভিন্ন বই থেকে ভারত সম্পর্কের তথ্য সংগ্রহ করা হয় । এই প্রজেক্টের একটি অংশ হল পাঁচটি শহরের পাঁচটি ব্যানার । যার মাধ্যমে বিভিন্ন শহরের ইতিহাস তুলে ধরেছেন ইতিহাসবিদ ও শিল্পী নেলিন মণ্ডল । এই এক একটি ব্যানার দশ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া ৷

European Colonies History in Cloths
দশ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া ব্যানারগুলি

নেলিন মণ্ডল বলেন, "ডাচ,আর্মেনিয়ান,ফরাসি,ডেনিস ও ইংরেজরা উপনিবেশের জন্য হুগলি নদীর তীরে ঘাঁটি গেড়েছিল । সেই সময় ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ও ব্যারাকপুরে নানা স্থাপত্য তৈরি করেছিল তারা । যেমন পর্তুগিজ ও ডাচদের হাত ধরেই ছানা ও বিভিন্ন ফল,সবজি ও পোস্ত এসেছিল ভারতে । সেই সময়কার সাল ধরেই তাই বিভিন্ন দেশের পতাকা ছবি তুলে ধরেছি ব্যানারে । হুগলির তাঁত শিল্প, বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চের ছবিও এঁকেছি । মুর্শিদাবাদের সিল্কের উপর মোমের ও রঙের সাহায্যে বাটিক প্রিন্ট করেছি । পাঁচটি দশ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া কাপড়ের উপর হাতের সাহায্যে পাঁচটি শহরের ঐতিহ্য তুলে ধরতে পেরে আমি খুশি । তৎকালীন ইতিহাস অনুসন্ধান করে খুঁটিনাটি বিষয় ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেতে আমার গোটা একবছর সময় লেগেছে । পুরো কাজটি করতে আমার সঙ্গে সহযোগিতা করেছে অসীম মণ্ডল ।"

European Colonies History in Cloths
শ্রীরামপুর কলেজে ব্যানারগুলি

আরও পড়ুন:

  1. নেই সংগ্রহশালা, বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিবিজড়িত পালাড়া গ্রাম ও চন্দননগর বিস্মৃতির অতলে
  2. ফরাসি সভ্যতা গায়ে মাখা শহরেই অবহেলায় ঐতিহাসিক মিউজিয়াম
  3. সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ, ভারতে আসতে পারেন ফরাসি প্রেসিডেন্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.