ETV Bharat / state

বক্সা ব্যাঘ্র প্রকল্পে 9 কৃত্রিম জলাধার, গরমে অতিষ্ঠ বন্যপ্রাণীদের স্বস্তি দিতে উদ্যোগ - Buxa Tiger project - BUXA TIGER PROJECT

Buxa Tiger project: গরমে অতিষ্ঠ বন্যপ্রাণীদের স্বস্তি দিতে উদ্যোগ নিল বন দফতর ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পে তৈরি করা হয়েছে 9টি কৃত্রিম জলাধার ৷ প্রতিদিন সেই জলাধার জলে পূর্ণ করা হচ্ছে ৷

ETV BHARAT
গরমে অতিষ্ঠ বন্যপ্রাণীদের স্বস্তি দিতে উদ্যোগ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 2:13 PM IST

Updated : Jun 12, 2024, 5:26 PM IST

আলিপুরদুয়ার, 12 জুন: তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত মানুষের ৷ আরও খারাপ অবস্থা বন্যপ্রাণীদের ৷ আলিপুরদুয়ার জেলাজুড়ে গরমের দাপটে ধুঁকছে বক্সার জঙ্গলের জন্তু-জানোয়াররা ৷ বন্যপ্রাণীদের এই কষ্টের কথা মাথায় রেখেই কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ।

গরমে অতিষ্ঠ বন্যপ্রাণীদের স্বস্তি দিতে উদ্যোগ (নিজস্ব ভিডিয়ো)

বৈচিত্র্যময় বক্সার জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, হরিণ-সহ নানা বন্যপ্রাণী । মূলত তাদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী বন দফতর । জঙ্গলের ভেতরে তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয় । চাঁদিফাটা গরমে সব জলাশয় শুকিয়ে যাচ্ছে ৷ খাওয়া বা জলে গা ভেজানোর জন্য এই জলাশয়ই ভরসা পশু-পাখিদের ৷ সে কথা মাথায় রেখেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রাজাভাতখাওয়া রেঞ্জের অন্তর্গত কোর এরিয়াগুলিতে 9টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে । তার ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির খোঁজ পেয়েছে জঙ্গলের পশুরা ৷

জানা গিয়েছে, প্রতিদিন ট্যাঙ্কার নিয়ে গিয়ে সেই জলের আধার পরিপূর্ণ করা হচ্ছে । এ বিষয়ে রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানান, "গরমে হাঁসফাঁস পরিস্থিতি মানুষদের । বন্যপ্রাণীরা তো কিছু বলতে পারে না ৷ তাদের কথা চিন্তা করেই কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের প্রতিটি বন্যপ্রাণী পালা করে এসে এই জলাশয় থেকে জলপান করছে প্রতিদিন । গরমের থেকে বাঁচতে গা-ও ভিজিয়ে নিচ্ছে তারা ৷"

তিনি আরও জানান যে, প্রতিদিন ওয়াচ টাওয়ারের মাধ্যমে খেয়াল রাখা হচ্ছে জলাশয়গুলি ৷ সবক'টি জলাশয় পূর্ণ করার ব্যবস্থা করা হচ্ছে ৷ তবে বৃষ্টি হলে জঙ্গলের পশুরা অনেকটা স্বস্তি পাবে বলে জানান তিনি ৷ পাশাপাশি গাছগুলির জন্যও খুবই প্রয়োজন বৃষ্টির ৷ তাই আপাতত মানবজাতির পাশাপাশি জঙ্গলের পশুরাও যেন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করে চলেছে ৷

আলিপুরদুয়ার, 12 জুন: তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত মানুষের ৷ আরও খারাপ অবস্থা বন্যপ্রাণীদের ৷ আলিপুরদুয়ার জেলাজুড়ে গরমের দাপটে ধুঁকছে বক্সার জঙ্গলের জন্তু-জানোয়াররা ৷ বন্যপ্রাণীদের এই কষ্টের কথা মাথায় রেখেই কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ।

গরমে অতিষ্ঠ বন্যপ্রাণীদের স্বস্তি দিতে উদ্যোগ (নিজস্ব ভিডিয়ো)

বৈচিত্র্যময় বক্সার জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, হরিণ-সহ নানা বন্যপ্রাণী । মূলত তাদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী বন দফতর । জঙ্গলের ভেতরে তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয় । চাঁদিফাটা গরমে সব জলাশয় শুকিয়ে যাচ্ছে ৷ খাওয়া বা জলে গা ভেজানোর জন্য এই জলাশয়ই ভরসা পশু-পাখিদের ৷ সে কথা মাথায় রেখেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রাজাভাতখাওয়া রেঞ্জের অন্তর্গত কোর এরিয়াগুলিতে 9টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে । তার ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির খোঁজ পেয়েছে জঙ্গলের পশুরা ৷

জানা গিয়েছে, প্রতিদিন ট্যাঙ্কার নিয়ে গিয়ে সেই জলের আধার পরিপূর্ণ করা হচ্ছে । এ বিষয়ে রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানান, "গরমে হাঁসফাঁস পরিস্থিতি মানুষদের । বন্যপ্রাণীরা তো কিছু বলতে পারে না ৷ তাদের কথা চিন্তা করেই কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের প্রতিটি বন্যপ্রাণী পালা করে এসে এই জলাশয় থেকে জলপান করছে প্রতিদিন । গরমের থেকে বাঁচতে গা-ও ভিজিয়ে নিচ্ছে তারা ৷"

তিনি আরও জানান যে, প্রতিদিন ওয়াচ টাওয়ারের মাধ্যমে খেয়াল রাখা হচ্ছে জলাশয়গুলি ৷ সবক'টি জলাশয় পূর্ণ করার ব্যবস্থা করা হচ্ছে ৷ তবে বৃষ্টি হলে জঙ্গলের পশুরা অনেকটা স্বস্তি পাবে বলে জানান তিনি ৷ পাশাপাশি গাছগুলির জন্যও খুবই প্রয়োজন বৃষ্টির ৷ তাই আপাতত মানবজাতির পাশাপাশি জঙ্গলের পশুরাও যেন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করে চলেছে ৷

Last Updated : Jun 12, 2024, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.