বর্ধমান, 23 জুলাই: একাধিক বাধা পেরিয়ে অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র প্রথম দিনের ক্লাস করলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ৷ মঙ্গলবার থেকে তাঁর ইতিহাসের পিএইচডি ক্লাস শুরু হয়েছে ৷ প্রথম দিনই ক্লাস করতে আসেন অর্ণব ৷
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে সুযোগ পাওয়ার পর, অর্ণবের ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ৷ সেই সমস্যা কাটিয়ে গত শুক্রবার সরকারিভাবে তিনি পিএইচডিতে ভর্তি হন ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইতিহাস বিভাগের পিএইচডি ক্লাস সপ্তাহে দু’দিন করে হবে ৷ মঙ্গলবার ও শুক্রবার ৷ সেই মতো এদিন ক্লাস শুরু হয়েছে ৷ অন্যান্য পিএইচডি স্কলারদের সঙ্গে অর্ণব প্রথম দিন ক্লাস করেন ৷
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন, অর্ণবের পাখির চোখ আপাতত পিএইচডি
বিশ্ববিদ্যালয়ের তরফে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে ক্লাস করার জন্য সমস্ত রকম ব্যবস্থার কথা জানতে চাওয়া হয়েছিল ৷ তারা সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে ৷ সেই মতো ছয় মাসের কোর্স ওয়ার্কের কাজ শুরু হয়েছে ৷ যেখানে সপ্তাহে দু’দিন করে ক্লাস হবে ৷ ছ'মাস পরে অর্ণব দামের গাইড ঠিক করা হবে ৷ তারপর ইতিহাস বিভাগের তরফে কীভাবে তাঁকে ক্লাস করানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ যদি গাইড প্রয়োজন মনে করলে সংশোধনাগারে গিয়েও অর্ণবের ক্লাস নিতে পারবেন ৷ এছাড়া অনলাইনের অপশন তো খোলাই আছে ৷
প্রসঙ্গত, ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মোট 250 জন এই পরীক্ষায় বসেছিলেন ৷ তাঁদের মধ্যে প্রথম হন অর্ণব ৷
পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব দাম ওরফে বিক্রম । শিলদা ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় ৷ 2012 সালে তাঁকে আসানসোল থেকে গ্রেফতার করা হয় ৷ জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান ৷ এছাড়া তিনি জেল থেকেই স্টেট এলিজিবিলিটি টেস্টে (সেট) উত্তীর্ণ হন ৷
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ডঃ সৈয়দ তানভীর নাসরিন অর্ণব প্রসঙ্গে বলেন, "তাঁর মধ্যে কোনও আত্মবিশ্বাসের ঘাটতি দেখিনি ৷ লাইব্রেরিতে কোন কোন বই, কীভাবে পড়বেন সেই সব বিষয় নিয়েই আলোচনা করেছেন ৷ আজ থেকে সপ্তাহে দু’দিন করে ক্লাস শুরু হল ৷ সামাজিক ইতিহাসের কোনও বিষয় নিয়ে তিনি গবেষণা করবেন ৷ এখন কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হয়েছে । কোর্স ওয়ার্কের পরে গাইড ঠিক করা হবে ৷" অন্যদিকে অর্ণব দাম জানিয়েছেন, "একটাই লক্ষ্য পিএইচডি ডিগ্রি পাওয়া ৷"
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টসের সচিব ইন্দ্রজিৎ রায় ইটিভি ভারতকে বলেন, "জেল কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ণবের পড়াশোনা নিয়ে বেশ কিছু তথ্য জানতে চেয়েছিল ৷ তারা সব দিক দিয়ে সহযোগিতার আশ্বাস দেয় ৷ সেই মতো বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করা থেকে শুরু করে, ভিডিয়ো কনফারেন্স কিংবা প্রয়োজনে সুপারভাইজার কারেকশনাল হোমে গিয়েও ক্লাস নিতে পারেন ৷ এই সমস্ত অপশন জেল কর্তৃপক্ষ দিয়ে রেখেছে ৷ তারা সমস্ত ধরনের সহযোগিতা করতে রাজি আছেন ৷"
তিনি আরও বলেন, "এরপর ইতিহাস বিভাগ ঠিক করবে, কীভাবে ক্লাস নেওয়া হবে ৷ কোনও সমস্যা নেই ৷ আপাতত কোর্স ওয়ার্কের জন্য প্রথম ছ'মাসের ক্লাস শুরু হয়েছে ৷ তারপর তাঁকে সুপারভাইজার বা গাইড দেওয়া হবে ৷ তাঁর সঙ্গে তিনি কাজ করবেন ৷ তখন সুপারভাইজার ইচ্ছে করলে সংশোধনাগারে গিয়েও ক্লাস নিতে পারেন ৷ কিংবা, অর্ণবকে যদি বিশ্ববিদ্যালয়ের আসতে বলা হয়, সেক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ে আসবেন ৷ সব কিছুই ঠিক হবে, তার ডিপার্টমেন্টের উপর ৷ আর কোনও সমস্যা নেই তাঁর পড়া নিয়ে ৷"