ETV Bharat / state

‘জলের পাইপ সরাচ্ছে না রাজ্য, পড়ে 2300 কোটির মেট্রোর কাজ’, পার্থকে অর্জুন-তোপ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সারাজীবন মিথ্যাচার করে এসেছেন পার্থ ভৌমিক, প্রচারে বেরিয়ে অর্জুনের তোপ তৃণমূল প্রার্থীকে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 11:09 PM IST

পার্থকে অর্জুন-তোপ

হাওড়া, 16 এপ্রিল: নির্বাচনী প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিকের বিরুদ্ধে তোপ অর্জুন সিংয়ের ৷ সোমবার নৈহাটি এলাকার গরিফার বিস্তীর্ণ অঞ্চলে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন লোকসভা নির্বাচনের তৃণমূল অর্জুন সিং ৷ সেখানেই ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে ‘মিথ্যাবাদী' বলে তোপ দাগেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ।

এদিন প্রচারে বেরিয়েই পার্থ ভৌমিককে কটাক্ষ করেই অর্জুন বলেন "মেট্রোরেলকে কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ থেকে গৌরীপুর জুট মিল খোলার ব্যাপারে পার্থ ভৌমিক মিথ্যা কথা বলছেন । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগে বলেছিলাম এটাকে রাজ্য সরকার অধিগ্রহণ করে নিলাম করুক । যদিও সেটা হয় নি। এখন এই সংস্থার ব্যাঙ্কে 180 কোটি টাকা দেনা হয়েছে ৷ পিএফ-ইএসআই বাবদ 600 কোটি টাকার বোঝা আছে। এটা সরকার ছাড়া অন্য কেউ চালাতে পারবে না । আর পার্থ ভৌমিক শিল্পের কিছু বোঝেন না। সারাজীবন মিথ্যাই বলে এসেছেন ।"

অর্জুনের আরও দাবি, এখনও পর্যন্ত 2300 কোটি টাকার কাজ পড়ে আছে ৷ রাজ্যসরকার জলের পাইপ না সরানোর কারণে মেট্রোরেল সম্প্রসারণের কাজও আটকে গিয়েছে । পাশাপাশি ব্য়ারাকপুর মহকুমার মধ্যে বিএন বোস, কল্যাণী, নৈহাটি, গোলঘর-সহ সমস্ত সুপার হাসপাতালের উন্নতি নিয়েও অর্জুন সিং সন্দেহ প্রকাশ করেছেন ৷ এমনকা স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গেও অর্জুন অভিযোগ করেন ৷ নৈহাটি হাসপাতালের চিকিৎসকরাও সকলে মাতৃসদনে বসেন বলে অভিযোগ করেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ ।

ব্যারাকপুরের বিদায়ী বিজেপি সাংসদ অর্জুন সিং-এর কথায়,"তৃণমূলের 10 শতাংশ লোক লুটেপুটে খাচ্ছে ৷ তাই 90 শতাংশ মানুষ এখনও অবহেলিত ৷ তাঁরাই তৃণমূলের সঙ্গে নেই ৷ ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে ।" যদিও এই বিষয়ে পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগা৷যোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. অর্জুন সিংয়ের দেওয়াল লিখনে কালি, শিল্পীকে মারধরও; কাঠগড়ায় তৃণমূল
  2. নির্বাচনের দোরগোড়ায় দলে ভাঙন! ব্যারাকপুরে বিজেপিতে যোগ তৃণমূলের দাপুটে নেতার
  3. 'ব্যারাকপুর এখনই অর্জুন-ময়, ম্যাজিক তোলা ভোটের জন্য', একান্ত সাক্ষাৎকারে দাবি নেতার

পার্থকে অর্জুন-তোপ

হাওড়া, 16 এপ্রিল: নির্বাচনী প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিকের বিরুদ্ধে তোপ অর্জুন সিংয়ের ৷ সোমবার নৈহাটি এলাকার গরিফার বিস্তীর্ণ অঞ্চলে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন লোকসভা নির্বাচনের তৃণমূল অর্জুন সিং ৷ সেখানেই ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে ‘মিথ্যাবাদী' বলে তোপ দাগেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ।

এদিন প্রচারে বেরিয়েই পার্থ ভৌমিককে কটাক্ষ করেই অর্জুন বলেন "মেট্রোরেলকে কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ থেকে গৌরীপুর জুট মিল খোলার ব্যাপারে পার্থ ভৌমিক মিথ্যা কথা বলছেন । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগে বলেছিলাম এটাকে রাজ্য সরকার অধিগ্রহণ করে নিলাম করুক । যদিও সেটা হয় নি। এখন এই সংস্থার ব্যাঙ্কে 180 কোটি টাকা দেনা হয়েছে ৷ পিএফ-ইএসআই বাবদ 600 কোটি টাকার বোঝা আছে। এটা সরকার ছাড়া অন্য কেউ চালাতে পারবে না । আর পার্থ ভৌমিক শিল্পের কিছু বোঝেন না। সারাজীবন মিথ্যাই বলে এসেছেন ।"

অর্জুনের আরও দাবি, এখনও পর্যন্ত 2300 কোটি টাকার কাজ পড়ে আছে ৷ রাজ্যসরকার জলের পাইপ না সরানোর কারণে মেট্রোরেল সম্প্রসারণের কাজও আটকে গিয়েছে । পাশাপাশি ব্য়ারাকপুর মহকুমার মধ্যে বিএন বোস, কল্যাণী, নৈহাটি, গোলঘর-সহ সমস্ত সুপার হাসপাতালের উন্নতি নিয়েও অর্জুন সিং সন্দেহ প্রকাশ করেছেন ৷ এমনকা স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গেও অর্জুন অভিযোগ করেন ৷ নৈহাটি হাসপাতালের চিকিৎসকরাও সকলে মাতৃসদনে বসেন বলে অভিযোগ করেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ ।

ব্যারাকপুরের বিদায়ী বিজেপি সাংসদ অর্জুন সিং-এর কথায়,"তৃণমূলের 10 শতাংশ লোক লুটেপুটে খাচ্ছে ৷ তাই 90 শতাংশ মানুষ এখনও অবহেলিত ৷ তাঁরাই তৃণমূলের সঙ্গে নেই ৷ ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে ।" যদিও এই বিষয়ে পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগা৷যোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. অর্জুন সিংয়ের দেওয়াল লিখনে কালি, শিল্পীকে মারধরও; কাঠগড়ায় তৃণমূল
  2. নির্বাচনের দোরগোড়ায় দলে ভাঙন! ব্যারাকপুরে বিজেপিতে যোগ তৃণমূলের দাপুটে নেতার
  3. 'ব্যারাকপুর এখনই অর্জুন-ময়, ম্যাজিক তোলা ভোটের জন্য', একান্ত সাক্ষাৎকারে দাবি নেতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.