ETV Bharat / state

নৈহাটি হাসপাতালে সন্দেশখালি যোগ ! পার্থ'র বিরুদ্ধে নয়া অভিযোগ অর্জুনের - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

Arjun Singh slams Partha Bhowmick: নানা বিষয়ে এর আগে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন পদ্ম প্রার্থী অর্জুন সিং ৷ এবার আক্রমণের বিষয়টা একটু অন্য ৷ গতকালই সন্দেশখালিতে সিবিআইয়ের তল্লাশিতে মিলেছে মজুত রাখা বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে গোলাবারুদ ৷ তারপরই অর্জুনের অভিযোগ, ‘নৈহাটি হাসপাতালের সঙ্গে সন্দেশখালির যোগ’ রয়েছে পার্থ ভৌমিকের ৷

Arjun Singh on Sandeshkhali Incident
Arjun Singh on Sandeshkhali Incident
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 1:26 PM IST

নৈহাটি হাসপাতালে সন্দেশখালি যোগ

ব‍্যারাকপুর, 27 এপ্রিল: সন্দেশখালিতে গতকাল শাহজাহানের গড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার করে সিবিআই। আর এদিনই নৈহাটির হাসপাতালের সঙ্গে সন্দেশখালি যোগের অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করে পার্থ ভৌমিককে নিশানা করেছেন অর্জুন। বিজেপি প্রার্থীর এই নয়া অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে ৷

অর্জুনের অভিযোগ, ওএনজিসি 'সিএসআর' ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'মা সারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটি'কে। আর তাতেই স্পষ্ট হয়েছে নৈহাটির বিধায়ক তথা ব‍্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালি যোগ। অর্জুনের এই পোস্টের বিরোধিতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে ব‍্যারাকপুরের 'বাহুবলী'র প্রতি নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের কটাক্ষ, "উনি শাহজাহান ভূত দেখছেন। তাই পার্থ ভৌমিক, পৌর হাসপাতালের সঙ্গে উনি শাহজাহান যোগ খুঁজে পাচ্ছেন।"

তাঁর আরও সংযোজন, "কে কোথায় টেন্ডার করল! সে সেই টেন্ডার পেল সেটা দেখার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের নয়। উনি ভাটপাড়াতে কোনও মাতৃসদন করার চেষ্টা করেননি কোনওদিনও। তাই, উনি মাতৃসদনের বিষয়ে কিছুই জানে না। বেসরকারি হাসপাতালের থেকে মানুষ বেশি পরিষেবা পেয়ে থাকে পৌরসভার হাসপাতালেই।" পাশাপাশি বিজেপি প্রার্থীর এই মন্তব্যের জন্য নৈহাটি পৌরসভার চেয়ারম্যান মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন।

পালটা অর্জুন বলেন, "নৈহাটি পৌর হাসপাতাল তৃণমূল নেতাদের কামাইয়ের জায়গা। পরিষেবা দেওয়ার নামে ভয় দেখিয়ে রোজগার করছেন পার্থ'র লোকজন। তাই রাজ‍্য সরকারের হাসপাতালকে এই টেন্ডার না-দিয়ে দেওয়া হয়েছে সন্দেশখালির একটি বেসরকারি সংস্থাকে। তাহলেই বুঝে নিন, ডালমে কুছ কালা হ‍্যায়।"

প্রসঙ্গত, এর আগেও সন্দেশখালিকাণ্ডে নৈহাটির বিধায়ক ও শাসকপ্রার্থী পার্থ ভৌমিকের যোগের অভিযোগ তুলে তাঁকে নিশানা করেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এমনকী, নৈহাটিতে শাহজাহান এবং তাঁর শাগরেদ শিবু হাজরার বিঘার পর বিঘা জমি রয়েছে বলেও দাবি করেছিলেন এই পদ্ম প্রার্থী।সেই জমি কিনতে সন্দেশখালির 'বাঘ'-কে পার্থ সহযোগিতা করেন বলেও অভিযোগ ছিল তাঁর। পালটা এনিয়ে অর্জুনের বিরুদ্ধে সরব হন তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যখন পার্থ-অর্জুনের বাকযুদ্ধে সরগরম ব‍্যারাকপুর শিল্পাঞ্চল। তখন তৃণমূল প্রার্থীকে বিপাকে ফেলতে অর্জুনের নয়া হাতিয়ার নৈহাটি পৌর হাসপাতালের সঙ্গে সন্দেশখালির যোগ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ কুণালের, বিপজ্জনক মোড় নিচ্ছে দাবি সুকান্তের
  2. সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের
  3. ভোটে অশান্তি পাকাতেই সন্দেশখালিতে অস্ত্র মজুত করা হয়েছিল, তৃণমূলকে আক্রমণ শান্তনুর

নৈহাটি হাসপাতালে সন্দেশখালি যোগ

ব‍্যারাকপুর, 27 এপ্রিল: সন্দেশখালিতে গতকাল শাহজাহানের গড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার করে সিবিআই। আর এদিনই নৈহাটির হাসপাতালের সঙ্গে সন্দেশখালি যোগের অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করে পার্থ ভৌমিককে নিশানা করেছেন অর্জুন। বিজেপি প্রার্থীর এই নয়া অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে ৷

অর্জুনের অভিযোগ, ওএনজিসি 'সিএসআর' ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'মা সারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটি'কে। আর তাতেই স্পষ্ট হয়েছে নৈহাটির বিধায়ক তথা ব‍্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালি যোগ। অর্জুনের এই পোস্টের বিরোধিতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে ব‍্যারাকপুরের 'বাহুবলী'র প্রতি নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের কটাক্ষ, "উনি শাহজাহান ভূত দেখছেন। তাই পার্থ ভৌমিক, পৌর হাসপাতালের সঙ্গে উনি শাহজাহান যোগ খুঁজে পাচ্ছেন।"

তাঁর আরও সংযোজন, "কে কোথায় টেন্ডার করল! সে সেই টেন্ডার পেল সেটা দেখার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের নয়। উনি ভাটপাড়াতে কোনও মাতৃসদন করার চেষ্টা করেননি কোনওদিনও। তাই, উনি মাতৃসদনের বিষয়ে কিছুই জানে না। বেসরকারি হাসপাতালের থেকে মানুষ বেশি পরিষেবা পেয়ে থাকে পৌরসভার হাসপাতালেই।" পাশাপাশি বিজেপি প্রার্থীর এই মন্তব্যের জন্য নৈহাটি পৌরসভার চেয়ারম্যান মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন।

পালটা অর্জুন বলেন, "নৈহাটি পৌর হাসপাতাল তৃণমূল নেতাদের কামাইয়ের জায়গা। পরিষেবা দেওয়ার নামে ভয় দেখিয়ে রোজগার করছেন পার্থ'র লোকজন। তাই রাজ‍্য সরকারের হাসপাতালকে এই টেন্ডার না-দিয়ে দেওয়া হয়েছে সন্দেশখালির একটি বেসরকারি সংস্থাকে। তাহলেই বুঝে নিন, ডালমে কুছ কালা হ‍্যায়।"

প্রসঙ্গত, এর আগেও সন্দেশখালিকাণ্ডে নৈহাটির বিধায়ক ও শাসকপ্রার্থী পার্থ ভৌমিকের যোগের অভিযোগ তুলে তাঁকে নিশানা করেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এমনকী, নৈহাটিতে শাহজাহান এবং তাঁর শাগরেদ শিবু হাজরার বিঘার পর বিঘা জমি রয়েছে বলেও দাবি করেছিলেন এই পদ্ম প্রার্থী।সেই জমি কিনতে সন্দেশখালির 'বাঘ'-কে পার্থ সহযোগিতা করেন বলেও অভিযোগ ছিল তাঁর। পালটা এনিয়ে অর্জুনের বিরুদ্ধে সরব হন তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যখন পার্থ-অর্জুনের বাকযুদ্ধে সরগরম ব‍্যারাকপুর শিল্পাঞ্চল। তখন তৃণমূল প্রার্থীকে বিপাকে ফেলতে অর্জুনের নয়া হাতিয়ার নৈহাটি পৌর হাসপাতালের সঙ্গে সন্দেশখালির যোগ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ কুণালের, বিপজ্জনক মোড় নিচ্ছে দাবি সুকান্তের
  2. সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের
  3. ভোটে অশান্তি পাকাতেই সন্দেশখালিতে অস্ত্র মজুত করা হয়েছিল, তৃণমূলকে আক্রমণ শান্তনুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.