ETV Bharat / state

'শওকত মোল্লার প্ররোচনায় ফাঁসানোর চেষ্টা পুলিশের', হাইকোর্টে আরাবুল - Arabul Islam - ARABUL ISLAM

Arabul Islam Controversy: বিধায়ক শওকত মোল্লার প্ররোচনায় পুলিশ অতিসক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে আরাবুল ইসলামকে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাবুল ৷

Etv Bharat
হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 4:29 PM IST

কলকাতা, 8 এপ্রিল: আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাঠগড়ায় বিধায়ক শওকত মোল্লা। আরাবুলের আইনজীবীর সরাসরি অভিযোগ, শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে । যদিও সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি করেননি । আরাবুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কতগুলি মামলা রয়েছে, কতগুলি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে - এই সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করেছে কলকাতা হাইকোর্ট । 16 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, এর আগে আরাবুলের আইনজীবী অভিযোগ তুলেছিলেন, পুলিশ অতিসক্রিয় হয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে ৷ এই মর্মেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । একটি মামলায় আরাবুল গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ আনা হয়েছে। কিন্তু কী অভিযোগ, সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল । কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয়েছে আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে । ভাঙড়ের তৃণমূল নেতার নামে ক'টি মামলা রয়েছে, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । কিন্তু কোনও রকম উত্তর না পেয়েই আদালতের দ্বারস্থ হন আরাবুল ইসলাম ।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ 15 জুন ভাঙড়ে খুন হন আইএসএফের এক কর্মী । সেই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । তাতে আরাবুল ইসলামের নামও ছিল । কিন্তু সেই ঘটনায় হঠাৎ করে চলতি বছরের 8 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে কেন তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন আরাবুল ইসলাম ।

আরও পড়ুন

1. ভূপতিনগরকাণ্ডে এনআইএ'র নোটিশ তিন তৃণমূল নেতাকে, সোমেই হাজিরার নির্দেশ

2. তালা ভেঙে বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী

3. লোকসভা নির্বাচনের আগে ভাঙড়ের দুষ্কৃতীরাজ নিয়ে চিন্তিত লালবাজার

কলকাতা, 8 এপ্রিল: আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাঠগড়ায় বিধায়ক শওকত মোল্লা। আরাবুলের আইনজীবীর সরাসরি অভিযোগ, শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে । যদিও সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি করেননি । আরাবুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কতগুলি মামলা রয়েছে, কতগুলি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে - এই সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করেছে কলকাতা হাইকোর্ট । 16 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, এর আগে আরাবুলের আইনজীবী অভিযোগ তুলেছিলেন, পুলিশ অতিসক্রিয় হয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে ৷ এই মর্মেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । একটি মামলায় আরাবুল গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ আনা হয়েছে। কিন্তু কী অভিযোগ, সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল । কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয়েছে আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে । ভাঙড়ের তৃণমূল নেতার নামে ক'টি মামলা রয়েছে, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । কিন্তু কোনও রকম উত্তর না পেয়েই আদালতের দ্বারস্থ হন আরাবুল ইসলাম ।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ 15 জুন ভাঙড়ে খুন হন আইএসএফের এক কর্মী । সেই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । তাতে আরাবুল ইসলামের নামও ছিল । কিন্তু সেই ঘটনায় হঠাৎ করে চলতি বছরের 8 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে কেন তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন আরাবুল ইসলাম ।

আরও পড়ুন

1. ভূপতিনগরকাণ্ডে এনআইএ'র নোটিশ তিন তৃণমূল নেতাকে, সোমেই হাজিরার নির্দেশ

2. তালা ভেঙে বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী

3. লোকসভা নির্বাচনের আগে ভাঙড়ের দুষ্কৃতীরাজ নিয়ে চিন্তিত লালবাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.