ETV Bharat / state

2 বছর খোঁজ নেননি ! মন্ত্রী চন্দ্রনাথ ও বিধায়ককে বাড়িতে ঢুকতে দিলেন না অনুব্রত - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Anubrata Mondal: গত দু'বছরে যাঁরা তাঁর খোঁজ নেননি, তাঁদের থেকে দূরত্ব বজায় রাখছেন অনুব্রত মণ্ডল ! এদিন এমনই ইঙ্গিত মিলল ৷ তিনি বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী দেখা করতে গেলে তাঁদের বাড়িতেই ঢুকতে দিলেন না অনুব্রত ৷

ETV BHARAT
মন্ত্রী চন্দ্রনাথ ও বিধায়ককে বাড়িতে ঢুকতে দিলেন না অনুব্রত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 2:04 PM IST

বোলপুর, 24 সেপ্টেম্বর: মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল । এমনকি, তৃণমূল কাউন্সিলর ওরম শেখকেও বাড়িতে ঢুকতে দেননি অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল । অথচ, অন্যান্য নেতারা এক এক করে এদিন বাড়ির ভিতরে গিয়ে দেখা করছেন অনুব্রতর সঙ্গে ৷

মন্ত্রী চন্দ্রনাথ ও বিধায়ককে বাড়িতে ঢুকতে দিলেন না অনুব্রত (নিজস্ব ভিডিয়ো)

দু'বছর পর আজ বোলপুরের বাড়িতে ফিরেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল । এই দুটো বছরে যে নেতারা তাঁর খোঁজ রাখেননি, তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন গরু পাচার মামলায় অভিযুক্ত শাসকদলের নেতা ! এমনটাই ইঙ্গিত মিলল ৷

2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ গত 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷ তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে 2 বছর 1 মাস 13 দিন পর মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল । বাড়ি ফিরতেই বোলপুরে উৎসব শুরু হয়ে যায় ৷ তাঁকে পুষ্পবৃষ্টি, শঙ্খনাদ, স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হয় ৷ সবুজ আবির খেলে উল্লাসে মাতেন কর্মী-সমর্থকেরা ।

বাড়িতে ঢুকে নিজের সামনের ঘরে বসেন অনুব্রত ৷ এক এক করে দলের নেতারা তাঁর সঙ্গে দেখা করেন ৷ কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তৃণমূল নেতা গগন সরকার, লাভপুরের নেতা মান্নান হোসেন, রাজনগরের ব্লক সভাপতি সুকুমার সাধু-সহ অন্যান্য নেতারা দেখা করেন অনুব্রতর সঙ্গে ৷ কিন্তু, দেখা গেল একদা অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না তিনি ৷ তাঁর নির্দেশে দরজায় থাকা নিরাপত্তারক্ষীরা মন্ত্রী ও বিধায়ককে বাড়িতে ঢুকতেই দেননি ৷ দেখা করতে না-পেরে ফিরে যান তাঁরা ।

এমনকি, বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর ওমর শেখকেও বাড়িতে ঢুকতে দেননি সুকন্যা মণ্ডল । এই ওমর শেখ সর্বদা অনুব্রত মণ্ডলের বাড়িতেই থাকতেন ৷ পরে গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় ইডি ও সিবিআইয়ের কাছে সাক্ষীও দেন তিনি ৷ মেয়ে সুকন্যা ক্ষোভের সুরে জানান, এই দু'বছরে কাছের নেতারাই খোঁজ রাখেননি ৷ রাজনৈতিক মহলের মতে, একসময়ের কাছের মানুষ হিসেবে পরিচিত দলের নেতাদের ফিরিয়ে দিয়ে এদিন অনুব্রত বুঝিয়ে দিলেন যে, অসময়ে যাঁরা খোঁজ নেননি, পাশে থাকেননি, তাঁদের থেকে দূরত্ব বজায় রাখতে চান তিনি ৷ তবে এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি ৷

বোলপুর, 24 সেপ্টেম্বর: মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল । এমনকি, তৃণমূল কাউন্সিলর ওরম শেখকেও বাড়িতে ঢুকতে দেননি অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল । অথচ, অন্যান্য নেতারা এক এক করে এদিন বাড়ির ভিতরে গিয়ে দেখা করছেন অনুব্রতর সঙ্গে ৷

মন্ত্রী চন্দ্রনাথ ও বিধায়ককে বাড়িতে ঢুকতে দিলেন না অনুব্রত (নিজস্ব ভিডিয়ো)

দু'বছর পর আজ বোলপুরের বাড়িতে ফিরেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল । এই দুটো বছরে যে নেতারা তাঁর খোঁজ রাখেননি, তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন গরু পাচার মামলায় অভিযুক্ত শাসকদলের নেতা ! এমনটাই ইঙ্গিত মিলল ৷

2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ গত 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷ তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে 2 বছর 1 মাস 13 দিন পর মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল । বাড়ি ফিরতেই বোলপুরে উৎসব শুরু হয়ে যায় ৷ তাঁকে পুষ্পবৃষ্টি, শঙ্খনাদ, স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হয় ৷ সবুজ আবির খেলে উল্লাসে মাতেন কর্মী-সমর্থকেরা ।

বাড়িতে ঢুকে নিজের সামনের ঘরে বসেন অনুব্রত ৷ এক এক করে দলের নেতারা তাঁর সঙ্গে দেখা করেন ৷ কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তৃণমূল নেতা গগন সরকার, লাভপুরের নেতা মান্নান হোসেন, রাজনগরের ব্লক সভাপতি সুকুমার সাধু-সহ অন্যান্য নেতারা দেখা করেন অনুব্রতর সঙ্গে ৷ কিন্তু, দেখা গেল একদা অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না তিনি ৷ তাঁর নির্দেশে দরজায় থাকা নিরাপত্তারক্ষীরা মন্ত্রী ও বিধায়ককে বাড়িতে ঢুকতেই দেননি ৷ দেখা করতে না-পেরে ফিরে যান তাঁরা ।

এমনকি, বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর ওমর শেখকেও বাড়িতে ঢুকতে দেননি সুকন্যা মণ্ডল । এই ওমর শেখ সর্বদা অনুব্রত মণ্ডলের বাড়িতেই থাকতেন ৷ পরে গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় ইডি ও সিবিআইয়ের কাছে সাক্ষীও দেন তিনি ৷ মেয়ে সুকন্যা ক্ষোভের সুরে জানান, এই দু'বছরে কাছের নেতারাই খোঁজ রাখেননি ৷ রাজনৈতিক মহলের মতে, একসময়ের কাছের মানুষ হিসেবে পরিচিত দলের নেতাদের ফিরিয়ে দিয়ে এদিন অনুব্রত বুঝিয়ে দিলেন যে, অসময়ে যাঁরা খোঁজ নেননি, পাশে থাকেননি, তাঁদের থেকে দূরত্ব বজায় রাখতে চান তিনি ৷ তবে এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.