ETV Bharat / state

4 জুন অনুব্রতর গড়ে তৃণমূলের জয় দেখতে বিজেপি প্রার্থীদের আহ্বান কাজল শেখের - Lok Sabha Election 2024

Kajal Sheikh: গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। আর তাঁকে ছাড়াই প্রথম লোকসভা ভোট হল বীরভূমে, যার সারথী ছিলেন কাজল শেখ ৷

Kajal Sheikh
কাজল শেখ (নিজস্ব)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 8:41 PM IST

কাজল শেখ (নিজস্ব)

বোলপুর, 13 মে: 'এত শান্তিপূর্ণ ভোট বীরভূমে আগে হয়নি, এর কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷' বোলপুর ও বীরভূম লোকসভা নির্বাচন শেষে বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। ইটিভি ভারতের মুখোমুখি হয়ে 4 জুন গণনার দিন বিজেপি প্রার্থীদের আহ্বান জানালেন তৃণমূলের জয় দেখার জন্য ৷

গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁকে ছাড়াই এই প্রথম লোকসভা নির্বাচন হল বীরভূম জেলায় ৷ বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়ে যায় ভোট গ্রহণ। কোথাও বিজেপির এজেন্ট বসতে না দেওয়া, কোথাও ইভিএম বিকল, কোথাও বিজেপির দলীয় পতাকা জলে ফেলে দেওয়া, বিজেপির বুথ ভেঙে দেওয়া, বিজেপি কর্মীদের ভোট দিতে না দেওয়া, বুথ জ্যাম করা, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি বেশ কিছু অভিযোগ ওঠে দিনভর ৷ এই নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করেছে বিজেপি ৷

অন্যদিকে, বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তবে এই প্রথম বীরভূম জেলার দুটি কেন্দ্রে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হল ৷ ভোটের লাইনে দাঁড়ানোর শেষ সময় পর্যন্ত কোনও রক্তক্ষয়, হানাহানি, বোমাবাজি, গুলির লড়াই হয়নি ৷

অনুব্রতহীন বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন করাটাই কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল ৷ তাই দুই কেন্দ্রে তিন হাজার 922টি বুথের জন্য 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ ছয় হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ বিরোধীদের কটাক্ষ, অনুব্রত মণ্ডল তিহারে বন্দি বলেই শান্তিপূর্ণ নির্বাচন হল দুই লোকসভা কেন্দ্রে ৷ দুই কেন্দ্রে নির্বাচন শেষে ইটিভি ভারতের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি বলেন, "মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। একটাও হানাহানি, রক্তপাত নেই ৷ কোনও মা তার সন্তান হারায়নি, কোনও বোন-দাদা বা ভাই হারায়নি আমার মতো। এই রকম শান্তিপূর্ণ নির্বাচন আগে বীরভূম জেলায় হয়নি ৷ এর কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁর উন্নয়নের।"

আরও পড়ুন

'শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের

'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার

কাজল শেখ (নিজস্ব)

বোলপুর, 13 মে: 'এত শান্তিপূর্ণ ভোট বীরভূমে আগে হয়নি, এর কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷' বোলপুর ও বীরভূম লোকসভা নির্বাচন শেষে বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। ইটিভি ভারতের মুখোমুখি হয়ে 4 জুন গণনার দিন বিজেপি প্রার্থীদের আহ্বান জানালেন তৃণমূলের জয় দেখার জন্য ৷

গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁকে ছাড়াই এই প্রথম লোকসভা নির্বাচন হল বীরভূম জেলায় ৷ বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়ে যায় ভোট গ্রহণ। কোথাও বিজেপির এজেন্ট বসতে না দেওয়া, কোথাও ইভিএম বিকল, কোথাও বিজেপির দলীয় পতাকা জলে ফেলে দেওয়া, বিজেপির বুথ ভেঙে দেওয়া, বিজেপি কর্মীদের ভোট দিতে না দেওয়া, বুথ জ্যাম করা, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি বেশ কিছু অভিযোগ ওঠে দিনভর ৷ এই নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করেছে বিজেপি ৷

অন্যদিকে, বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তবে এই প্রথম বীরভূম জেলার দুটি কেন্দ্রে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হল ৷ ভোটের লাইনে দাঁড়ানোর শেষ সময় পর্যন্ত কোনও রক্তক্ষয়, হানাহানি, বোমাবাজি, গুলির লড়াই হয়নি ৷

অনুব্রতহীন বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন করাটাই কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল ৷ তাই দুই কেন্দ্রে তিন হাজার 922টি বুথের জন্য 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ ছয় হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ বিরোধীদের কটাক্ষ, অনুব্রত মণ্ডল তিহারে বন্দি বলেই শান্তিপূর্ণ নির্বাচন হল দুই লোকসভা কেন্দ্রে ৷ দুই কেন্দ্রে নির্বাচন শেষে ইটিভি ভারতের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি বলেন, "মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। একটাও হানাহানি, রক্তপাত নেই ৷ কোনও মা তার সন্তান হারায়নি, কোনও বোন-দাদা বা ভাই হারায়নি আমার মতো। এই রকম শান্তিপূর্ণ নির্বাচন আগে বীরভূম জেলায় হয়নি ৷ এর কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁর উন্নয়নের।"

আরও পড়ুন

'শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের

'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.