ETV Bharat / state

ইডির হাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য নেই, তাই এখনই পদক্ষপ নয়; জানাল আদালত - Sandeshkhali

Sheikh Shahjahan: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান আজও ফেরার ৷ সোমবার ইডির সমন এড়িয়ে গিয়েছেন তিনি ৷ এবার আগাম জামিনের আবেদন করলেন তিনি ৷ তবে শুনানি হবে শনিবার ৷

ETV Bharat
শেখ শাহজাহান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 1:27 PM IST

Updated : Jan 30, 2024, 1:49 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: শাহজাহানের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য পেশ করতে পারেনি ইডি । তাই পরবর্তী শুনানির আগে শাহজাহানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল আদালত।

সোমবার ইডির তলব সত্ত্বেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি ৷ এদিকে গাঢাকা দিয়েই আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের আইনজীবী ৷ মঙ্গলবার সেই শুনানি ইডির পিএমএলএ আদালতে ওঠে ৷ তবে আগাম জামিনের শুনানি হবে আগামী শনিবার ৷ তার আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ আদালতের ৷

গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি ৷ কিন্তু তাঁর দেখা পাওয়া যায়নি ৷ উলটে ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে ৷ এরপর থেকে বেপাত্তা এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত শেখ শাহজাহান ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার পুলিশের কাছে শেখ শাহজাহানকে গ্রেফতারির আর্জি জানায় ৷ সূত্রের খবর, শাহজাহান এলাকাতেই রয়েছেন ৷ তাই এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷

সোমবার শেখ শাহজাহানকে তলব করে ইডি ৷ কিন্তু সেই তলবও এড়িয়ে যান তৃণমূল নেতা ৷ এই পরিস্থিতিতেই সোমবার শাহজাহানের পক্ষ থেকে তাঁর আইনজীবীরা সোমবার রাতেই আগাম জামিনের আবেদন জানায় ৷ এরপর আজ আদালতে শাহজাহানের তরফে তাঁর আইনজীবীরা প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানকে তলব করে বসলেন ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কি তার মক্কেল শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ রয়েছে ?

সেই ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়, শাহাজাহান সোমবার রাতেই আগাম জামিনের আর্জি করেছে ৷ সেক্ষেত্রে আজ সকালের মধ্যে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড়ের সময় পায়নি ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সময় চাওয়া হয় ৷ তখন আদালত জানায়, আগামী শনিবার, 3 ফেব্রুয়ারি পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয় ৷ সেই সময় তাঁদের সঙ্গে সিআরপিএফ জওয়ান থাকলেও স্থানীয়দের আক্রমণ প্রতিরোধ করা যায়নি ।

আরও পড়ুন:

  1. তিন মিনিটের ফোনে তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ছক শাহজাহানের ?
  2. ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি ইডি আদালতে
  3. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের

কলকাতা, 30 জানুয়ারি: শাহজাহানের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য পেশ করতে পারেনি ইডি । তাই পরবর্তী শুনানির আগে শাহজাহানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল আদালত।

সোমবার ইডির তলব সত্ত্বেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি ৷ এদিকে গাঢাকা দিয়েই আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের আইনজীবী ৷ মঙ্গলবার সেই শুনানি ইডির পিএমএলএ আদালতে ওঠে ৷ তবে আগাম জামিনের শুনানি হবে আগামী শনিবার ৷ তার আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ আদালতের ৷

গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি ৷ কিন্তু তাঁর দেখা পাওয়া যায়নি ৷ উলটে ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে ৷ এরপর থেকে বেপাত্তা এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত শেখ শাহজাহান ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার পুলিশের কাছে শেখ শাহজাহানকে গ্রেফতারির আর্জি জানায় ৷ সূত্রের খবর, শাহজাহান এলাকাতেই রয়েছেন ৷ তাই এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷

সোমবার শেখ শাহজাহানকে তলব করে ইডি ৷ কিন্তু সেই তলবও এড়িয়ে যান তৃণমূল নেতা ৷ এই পরিস্থিতিতেই সোমবার শাহজাহানের পক্ষ থেকে তাঁর আইনজীবীরা সোমবার রাতেই আগাম জামিনের আবেদন জানায় ৷ এরপর আজ আদালতে শাহজাহানের তরফে তাঁর আইনজীবীরা প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানকে তলব করে বসলেন ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কি তার মক্কেল শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ রয়েছে ?

সেই ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়, শাহাজাহান সোমবার রাতেই আগাম জামিনের আর্জি করেছে ৷ সেক্ষেত্রে আজ সকালের মধ্যে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড়ের সময় পায়নি ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সময় চাওয়া হয় ৷ তখন আদালত জানায়, আগামী শনিবার, 3 ফেব্রুয়ারি পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয় ৷ সেই সময় তাঁদের সঙ্গে সিআরপিএফ জওয়ান থাকলেও স্থানীয়দের আক্রমণ প্রতিরোধ করা যায়নি ।

আরও পড়ুন:

  1. তিন মিনিটের ফোনে তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ছক শাহজাহানের ?
  2. ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি ইডি আদালতে
  3. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের
Last Updated : Jan 30, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.