ETV Bharat / state

মালদায় ফের স্বর্ণ ব্যবসায়ীর সর্বস্ব লুট, বাড়ছে উদ্বেগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 12:55 PM IST

Updated : Feb 7, 2024, 1:49 PM IST

Gold Trader Attacked: মালদায় ফের আক্রান্ত সোনার ব্যবসায়ী ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ওই জেলায় একের পর সোনার ব্যবসায়ী আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ ৷

Gold Trader Attacked
Gold Trader Attacked

মালদায় ফের স্বর্ণ ব্যবসায়ীর সর্বস্ব লুট, বাড়ছে উদ্বেগ

মালদা, 7 ফেব্রুয়ারি: তবে কি এখন সোনার ব্যবসায়ীদের উপরেই নজর দুষ্কৃতীদের ! চাঁচলের পর হবিবপুরের বুলবুলচণ্ডীতে সোনার দোকানে ডাকাতির পর এবার হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন আরও এক সোনার ব্যবসায়ী ৷ মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বুক ও মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ এদিকে একের পর এক সোনার ব্যবসায়ী আক্রান্ত হওয়ায় চিন্তিত জেলার বণিকসভাও ৷

আক্রান্ত ব্যবসায়ীর নাম কমল ঠাকুর ৷ বাড়ি বিঝট গ্রামেই ৷ স্থানীয় তেতুঁলচক গ্রামে তাঁর সোনার দোকান ৷ দোকানটি অবশ্য পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না ৷ বিহারের আজমনগর থানা এলাকায় পড়ে ৷ গতকাল সন্ধে 7টা নাগাদ দোকান বন্ধ করেন কমল ৷ খানিক পর তিনি মোটরবাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেন ৷ অভিযোগ, বিঝট গ্রাম সংলগ্ন কবরস্থানের কাছে আসতেই তাঁর পথ আটকায় তিন দুষ্কৃতী ৷ তারা কমল ঠাকুরের বুক ও মাথায় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা আড়াই ভরি সোনার গয়না, বেশ কয়েক ভরি চাঁদি ও নগদ 50 হাজার টাকা লুট করে নেয় ৷ তিনি যাতে পুলিশ বা অন্য কাউকে খবর না দিতে পারেন, তার জন্য বাইকের চাবি কেড়ে জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা ৷ কেড়ে নেয় তাঁর মোবাইল ফোনটিও ৷

Gold Trader Attacked
স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত হওয়ার পর তাঁর দোকানের সামনে ভিড়৷

আক্রান্তের ভাই গোবিন্দ ঠাকুর বলেন, “7টা 10 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ সন্ধে সাড়ে 7টা নাগাদ আমি ঘটনাটি জানতে পারি ৷ তিনজন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে ৷ তারা মোটরবাইক নিয়ে এসেছিল ৷ তাদের মধ্যে দু’জন দাদার বুক আর মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছিল ৷ সব মিলিয়ে লাখ দেড়েক টাকার সামগ্রী আর 50 হাজার নগদ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা ৷ দাদা এখন পুলিশের কাছে ৷ তিনিই খোওয়া যাওয়া সমস্ত কিছুর ঠিক হিসাব দিতে পারবেন ৷”

হরিশ্চন্দ্রপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, “ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে যা জানা গিয়েছে, তাতে মনে হচ্ছে এটা বিহারের দুষ্কৃতীদের অপারেশন ৷ আমরা পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছি ৷ যোগাযোগ করা হয়েছে আজমনগর থানার সঙ্গেও ৷ আশা করছি, দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা যাবে ৷”

Gold Trader Attacked
স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত হওয়ার পর তাঁর দোকানের সামনে ভিড়৷

এদিকে একের পর এক সোনার ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় চিন্তিত জেলার বণিকসভাও ৷ মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এই প্রসঙ্গে বলেন, “গত বছরের শেষদিক থেকেই দুষ্কৃতীদের নজরে রয়েছেন জেলার সোনার ব্যবসায়ীরা ৷ প্রথমে চাঁচল, গত পরশু হবিবপুরের বুলবুলচণ্ডীতে সোনার দোকান লুট করে ডাকাতদল ৷ গতকাল হরিশ্চন্দ্রপুরে ফের আক্রান্ত হয়েছেন এক সোনার ব্যবসায়ী ৷ এমন ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেও ৷ আমরা পুলিশের কাছে বিষয়টি দেখার আবেদন জানাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাইলেন কোলাঘাটে মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাবা
  2. স্বর্ণ ব্যবসায়ীকে হামলা দুষ্কৃতীদের, কোটি টাকার সোনা-রুপোর অলংকার লুট
  3. দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী

মালদায় ফের স্বর্ণ ব্যবসায়ীর সর্বস্ব লুট, বাড়ছে উদ্বেগ

মালদা, 7 ফেব্রুয়ারি: তবে কি এখন সোনার ব্যবসায়ীদের উপরেই নজর দুষ্কৃতীদের ! চাঁচলের পর হবিবপুরের বুলবুলচণ্ডীতে সোনার দোকানে ডাকাতির পর এবার হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন আরও এক সোনার ব্যবসায়ী ৷ মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বুক ও মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ এদিকে একের পর এক সোনার ব্যবসায়ী আক্রান্ত হওয়ায় চিন্তিত জেলার বণিকসভাও ৷

আক্রান্ত ব্যবসায়ীর নাম কমল ঠাকুর ৷ বাড়ি বিঝট গ্রামেই ৷ স্থানীয় তেতুঁলচক গ্রামে তাঁর সোনার দোকান ৷ দোকানটি অবশ্য পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না ৷ বিহারের আজমনগর থানা এলাকায় পড়ে ৷ গতকাল সন্ধে 7টা নাগাদ দোকান বন্ধ করেন কমল ৷ খানিক পর তিনি মোটরবাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেন ৷ অভিযোগ, বিঝট গ্রাম সংলগ্ন কবরস্থানের কাছে আসতেই তাঁর পথ আটকায় তিন দুষ্কৃতী ৷ তারা কমল ঠাকুরের বুক ও মাথায় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা আড়াই ভরি সোনার গয়না, বেশ কয়েক ভরি চাঁদি ও নগদ 50 হাজার টাকা লুট করে নেয় ৷ তিনি যাতে পুলিশ বা অন্য কাউকে খবর না দিতে পারেন, তার জন্য বাইকের চাবি কেড়ে জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা ৷ কেড়ে নেয় তাঁর মোবাইল ফোনটিও ৷

Gold Trader Attacked
স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত হওয়ার পর তাঁর দোকানের সামনে ভিড়৷

আক্রান্তের ভাই গোবিন্দ ঠাকুর বলেন, “7টা 10 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ সন্ধে সাড়ে 7টা নাগাদ আমি ঘটনাটি জানতে পারি ৷ তিনজন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে ৷ তারা মোটরবাইক নিয়ে এসেছিল ৷ তাদের মধ্যে দু’জন দাদার বুক আর মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছিল ৷ সব মিলিয়ে লাখ দেড়েক টাকার সামগ্রী আর 50 হাজার নগদ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা ৷ দাদা এখন পুলিশের কাছে ৷ তিনিই খোওয়া যাওয়া সমস্ত কিছুর ঠিক হিসাব দিতে পারবেন ৷”

হরিশ্চন্দ্রপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, “ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে যা জানা গিয়েছে, তাতে মনে হচ্ছে এটা বিহারের দুষ্কৃতীদের অপারেশন ৷ আমরা পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছি ৷ যোগাযোগ করা হয়েছে আজমনগর থানার সঙ্গেও ৷ আশা করছি, দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা যাবে ৷”

Gold Trader Attacked
স্বর্ণ ব্যবসায়ী আক্রান্ত হওয়ার পর তাঁর দোকানের সামনে ভিড়৷

এদিকে একের পর এক সোনার ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় চিন্তিত জেলার বণিকসভাও ৷ মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এই প্রসঙ্গে বলেন, “গত বছরের শেষদিক থেকেই দুষ্কৃতীদের নজরে রয়েছেন জেলার সোনার ব্যবসায়ীরা ৷ প্রথমে চাঁচল, গত পরশু হবিবপুরের বুলবুলচণ্ডীতে সোনার দোকান লুট করে ডাকাতদল ৷ গতকাল হরিশ্চন্দ্রপুরে ফের আক্রান্ত হয়েছেন এক সোনার ব্যবসায়ী ৷ এমন ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেও ৷ আমরা পুলিশের কাছে বিষয়টি দেখার আবেদন জানাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাইলেন কোলাঘাটে মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাবা
  2. স্বর্ণ ব্যবসায়ীকে হামলা দুষ্কৃতীদের, কোটি টাকার সোনা-রুপোর অলংকার লুট
  3. দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী
Last Updated : Feb 7, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.