কৃষ্ণনগর, 20 মার্চ: শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানিমা অমৃতা রায়-সহ একাধিক তৃণমূল কর্মী। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই দেখা যায় সেখানে উপস্থিত হন রাজবাড়ির বর্তমান রানিমা অমৃতা রায়। শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন।
তিনি বলেন, "বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি বিজেপিতে যোগদান করলাম।" পাশাপাশি তাঁকে বক্তব্য দিতে শোনা যায়, "আপনারা আশীর্বাদ করুন তাহলে আমি জয়ী হব।" তাঁর এই মন্তব্যে আবারও কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী নিয়ে জোর তরজা শুরু হল বলে মনে করা হচ্ছে । তবে এই বিষয়ে অমৃতা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উন্নয়ন তুলে ধরতে বিজেপিতে আসা । একযুগে রাজ পরিবার শাসন করেছে । তাই আমারও ভালো লাগছে আমি ভালো কাজ করতে পারব ।"
পাশাপাশি মহুয়া মৈত্রের লোকপাল তলব নিয়ে তিনি বলেন, "কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না । তবে এটা ঠিক সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ।" বিজেপিতে আসার কারণ তিনি বলেছেন, "এটা একটি অনুভূতি, আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারব ।" অন্যদিকে, শুভেন্দু অধিকারী ও লোকপাল তলব নিয়ে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছেন । এদিন তিনি বলেন, "পাসওয়ার্ড বিক্রি করে তিনি প্রচুর টাকা কামিয়েছেন । এখনও তাঁর বাড়িতে যে গাড়িটি পড়ে রয়েছে আপনারা গেলেই বুঝতে পারবেন ওটা কার গাড়ি ।" পাশাপাশি নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, "কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রায় 70টি সংখ্যালঘু পরিবারের যোগদান পাশাপাশি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের যোগদান পরিষ্কার বলে দিচ্ছে । এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর বিজেপির হাতে তুলে দিতে চাইছে সাধারণ মানুষ ৷"
আরও পড়ুন: