কলকাতা ও নয়াদিল্লি, 27 জানুয়ারি: একেবারে শেষ মুহূর্তে বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে তাঁর রাজ্যে আসবেন তিনি, এমনটাই জানা গিয়েছিল ৷ আগামিকাল অর্থাৎ রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছানোর কথা ছিল শাহের ৷ এরপর সোমবার তিনি পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভা করবেন, এমনটাই ঠিক ছিল ৷
সভার পর কলকাতায় এসে সায়েন্স সিটিতে একটি সাংগঠনিক বৈঠক করে সোদিনই দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ৷ তবে কিছুক্ষণ আগেই জানা গিয়েছে, আপাতত বঙ্গ সফরে আসছেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ ৷ মনে করা হচ্ছে বিহারে রাজনীতি ঘিরে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরেই সফর বাতিল করেছেন অমিত।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে তার এই কর্মসূচির বাতিল হওয়ার কারণ বিহারের রাজনৈতিক অচলাবস্থা ৷ বৃহস্পতিবার থেকে বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাপানউতোর চলছে ৷ তার আগের দিন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী করপুরি ঠাকুরকে ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ এই খবরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসা করেন ৷
পাশাপাশি কংগ্রেস জমানায় ইউপিএ সরকার কেন করপুরিকে ভারতরত্ন দেওয়া হয়নি, তা নিয়ে সমালোচনা করেন ৷ এদিকে বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্যের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ পরে অবশ্য সেই পোস্ট মুছে দেওয়া হয় ৷ এছাড়া বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম আহ্বায়ক নীতীশ কুমারের সঙ্গে কংগ্রেসের মনোমালিন্য হয়েছে বলে গুঞ্জন ছড়ায় ৷
এই সবকিছু মধ্যেই বিহারে মহাগঠবন্ধন সরকারে ভাঙন ধরেছে বলে জোর জল্পনা চলে ৷ গতকাল বিকেলে সাধারণতন্ত্র দিবসে বিহারের রাজ্যপালের বাসভবনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থাকলেও হাজির ছিলেন না উপমুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদব ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে নীতীশ সাংবাদিকদের বলেন, "যাঁরা আসেননি, তাঁদের গিয়ে জিজ্ঞেস করুন ৷" এর মধ্যে নয়াদিল্লিতে পৌঁছন বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী-সহ অন্য বিজেপি নেতা ৷ সেখানে অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে একের পর বৈঠক হয় ৷ এই পরিস্থিতিতে আজই অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন এনডিএ জোট সদস্য এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে বিহারের এই রাজনৈতিক ওঠাপড়ার জন্যেই পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন শাহ ৷
আরও পড়ুন: