কলকাতা, 12 ফেব্রুয়ারি: সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এর আগে গত 29 জানুয়ারি ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। মেচেদায় সভা করে সায়েন্স সিটিতে একটি সাংগাঠনিক বৈঠক করার কথা ছিল তাঁর। তবে একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যায় শাহের বঙ্গ সফর। বিহারে রাজনৈতিক অচলাবস্থার জন্য শেষ মুহূর্তে নিজের কর্মসূচি বাতিল করতে হয় তাঁকে।
তবে তখনই এও জানা যায় যে জানুয়ারি মাসের তাঁর বঙ্গ সফর বাতিল হলেও একেবারে বাতিল হয়ে যাচ্ছে না। দলীয় সূত্রে জানা গিয়েছিল যে ফেব্রুয়ারি মাসেই আসতে পারেন তিনি। সেই মতো এই মাসের 29 ফেব্রুয়ারি আসতে পারেন তিনি। তাই বড়সর কোনো ঘটনা না ঘটলেও আগামী 29 রাজ্যে এসে মায়াপুরে ইস্কন মন্দিরে যেতে পারেন তিনি।
29 ফেব্রুয়ারি তাঁর সফরসূচীও সামনে এসেছে। সেই সূচি অনুসারে আগামী 28 ফেব্রুয়ারি রাতেই কলকাতায় আসতে পারেন শাহ। নিউ টাউনের একটি পাঁচ তারা হোটেলে রাত্রিবাস করবেন। এরপর 29 ফেব্রুয়ারি অনেক সকলেই মায়াপুরের উদ্যেশ্যে রয়না দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা 12 নাগাদ মায়াপুরে মন্দির পৌঁছনোর কথা রয়েছে। এরপর দর্শন সেরে পুজো দেবেন তিনি। এরপর রানাঘাট এবং আরও বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেনি তিনি।
পরে কলকাতায় ফিরে আবারও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। তবে কলকাতায় তিনি কোনও সভা করবেন কি না তা এখনও জানা যায়নি। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই মোদি রাজ্যে এসে প্রচার সারবেন না তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন