কলকাতা, 14 জুলাই: বর্তমানে দেশ ও রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের এক সঙ্গে কাজ করা উচিত। কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার কথায়, "ধর্মীয় সহিষ্ণুতারও প্রয়োজন এখন। আমার মনে হয় দেশের বর্তমান প্রেক্ষিতে সহিষ্ণুতাই শুধু নয়, হিন্দু-মুসলমান একই সঙ্গে কাজ করাটা অত্যন্ত জরুরি।"
পাশাপাশি দেশজুড়ে নানা সময়ে ঘটা সাম্প্রদায়িক হানাহানি অথবা ভিন্ন ধর্মের মানুষকে হত্যার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, "ধর্মীয় সহিষ্ণুতাটাও বড় দরকারি এক্ষেত্রে। সেই পরিস্থিতি তৈরি করতে পারে সমস্ত ধর্মের মানুষজন একসঙ্গে কাজ করে।" তিনি মনে করেন, রাজনীতি থেকে সমাজনীতি, শিক্ষা বা স্বাস্থ্য সবক্ষেত্রেই বিভিন্ন ধর্মের মানুষকে এক সঙ্গে কাজ করতে হবে। সঙ্গীত চর্চা করলে বোঝা যাবে আলি আকবর খাঁ আর রবিশঙ্করের কাজের পার্থক্য খুব একটা নয়।
তাঁর বক্তব্যে উঠে এসেছে হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গও। তিনি আরও বলেন, "একাংশ আমাদের দেশকে হিন্দুরাষ্ট্র বানাতে চান। তাঁদের কাছে তাজমহলের গুরুত্ব নেই। কিন্তু মনে রাখতে হবে শাহজাহানের এক পুত্র হিন্দু শাস্ত্রের প্রথম অনুবাদ করেছিলেন।" এই অনুষ্ঠানে বাংলা ও বাঙালিয়ানার নানা বিষয়ে নানা মতামত রাখেন নোবেলজয়ী বঙ্গ সন্তান।
তিনি মনে করেন, চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির ইতিহাস ঘাটলে গর্ব করার মতো বহু বিষয় খুঁজে পাওয়া যাবে। এদিন তিনি একটি প্রকল্পের সূচনা করেন । তা হল, শিশু থেকে বৃদ্ধ সকলের মাধ্যমেই পড়াশোনার অভ্যাস বৃদ্ধি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "অমর্ত্যবাবুর একটি বক্তব্যের প্রেক্ষিতে আমি আমার বিধানসভা এলাকার শিক্ষা ও স্বাস্থ্যের প্রসারের কাজ করছি। লক্ষ্যের অর্ধেক পৌঁছতে পেরেছি। "