ETV Bharat / state

পুরসভার কোন কোন পদে লোক নিয়োগ করেছিলেন অয়ন শীল? জানাল সিবিআই - Municipal Recruitment Scam

Ayan Sil: রাজ্যের পুরসভাগুলিতে একাধিক পদে নিজেই নিয়োগ করেছেন অয়ন শীল ৷ শনিবার সিবিআইয়ের দেওয়া চার্জশিটে উল্লেখ রয়েছে, পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল পাণ্ডা অয়ন শীল বিভিন্ন বই পড়ে পুরসভা নিয়োগের প্রশ্নপত্র বানাতেন ৷ প্রায় 1300 জনকে নিয়োগ করেছিলেন অয়ন !

Ayan Sil
অয়ন শীল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 5:23 PM IST

কলকাতা, 27 জুলাই: পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে এল আরও এক গুরুত্বপূর্ণ তথ্য ৷ তদন্তে সিবিআই জানতে পেরেছে, অয়ন শীল মূলত পুরসভায় একাধিক পদে নিজের খেয়াল খুশি মতো ব্যক্তিদের নিয়োগ করেছেন। টিটাগড় ও দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক পুরসভায় ও অয়নের হুগলির অফিসে হানা দিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

এসব তথ্য ঘেঁটে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, রাজ্যের একাধিক পুরসভায় মূলত মজদুর পদে 2 হাজার 375 জন লোক নিয়োগ হয়েছে ৷ এছাড়াও সিবিআই শনিবার বিশেষ আদালতে দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে, অয়ন বিভিন্ন বই পড়ে পুরসভা নিয়োগের প্রশ্নপত্র বানাতেন ৷

অয়ন শীল পুরসভাগুলিতে যে যে পদে লোক নিয়োগ করেছে, সিবিআইয়ের দেওয়া তার তালিকা হল-

  • সুইপার পদে 36 জন
  • কেরানি পদে 405 জন
  • পিওনের পদে 159 জন
  • অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্টের পদে 20 জন
  • অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি পদে 24 জন
  • পাম্প অপারেটর পদে 145 জন
  • হেল্পার পদে 244 জন
  • স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে 70 জন
  • ড্রাইভার পদে 172 জনের নিয়োগ নিজেই করেছিল অয়ন, আর সেটি পুরোপুরি বেআইনি

এর পাশাপাশি 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন জেলার 19টি পুরসভায় মোট নিয়োগের সংখ্যা 3 হাজার 650 ৷ আজ, সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়ে সিবিআই জানায়, রাজ্যের যে সকল পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে সেই সকল অযোগ্যদের আগামী সপ্তাহের মধ্যেই নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে অগ্রগতি পাওয়ার জন্য বয়ান রেকর্ড হবে ৷ পরে তাঁদের থেকে তথ্য পাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই অয়নকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

মূলত রাজ্যে নিয়োগ কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, পেশায় প্রোমোটার অয়ন শীলের নাম। পরে জানা যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অয়ন। পরে সল্টলেকে অয়নের অফিস ও বাড়িতে তল্লাশি চালানোর পর কেন্দ্রীয় তদন্তকারীরা অয়ন শীলকে গ্রেফতার করে।

কলকাতা, 27 জুলাই: পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে এল আরও এক গুরুত্বপূর্ণ তথ্য ৷ তদন্তে সিবিআই জানতে পেরেছে, অয়ন শীল মূলত পুরসভায় একাধিক পদে নিজের খেয়াল খুশি মতো ব্যক্তিদের নিয়োগ করেছেন। টিটাগড় ও দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক পুরসভায় ও অয়নের হুগলির অফিসে হানা দিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

এসব তথ্য ঘেঁটে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, রাজ্যের একাধিক পুরসভায় মূলত মজদুর পদে 2 হাজার 375 জন লোক নিয়োগ হয়েছে ৷ এছাড়াও সিবিআই শনিবার বিশেষ আদালতে দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে, অয়ন বিভিন্ন বই পড়ে পুরসভা নিয়োগের প্রশ্নপত্র বানাতেন ৷

অয়ন শীল পুরসভাগুলিতে যে যে পদে লোক নিয়োগ করেছে, সিবিআইয়ের দেওয়া তার তালিকা হল-

  • সুইপার পদে 36 জন
  • কেরানি পদে 405 জন
  • পিওনের পদে 159 জন
  • অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্টের পদে 20 জন
  • অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি পদে 24 জন
  • পাম্প অপারেটর পদে 145 জন
  • হেল্পার পদে 244 জন
  • স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে 70 জন
  • ড্রাইভার পদে 172 জনের নিয়োগ নিজেই করেছিল অয়ন, আর সেটি পুরোপুরি বেআইনি

এর পাশাপাশি 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন জেলার 19টি পুরসভায় মোট নিয়োগের সংখ্যা 3 হাজার 650 ৷ আজ, সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়ে সিবিআই জানায়, রাজ্যের যে সকল পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে সেই সকল অযোগ্যদের আগামী সপ্তাহের মধ্যেই নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে অগ্রগতি পাওয়ার জন্য বয়ান রেকর্ড হবে ৷ পরে তাঁদের থেকে তথ্য পাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই অয়নকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

মূলত রাজ্যে নিয়োগ কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, পেশায় প্রোমোটার অয়ন শীলের নাম। পরে জানা যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অয়ন। পরে সল্টলেকে অয়নের অফিস ও বাড়িতে তল্লাশি চালানোর পর কেন্দ্রীয় তদন্তকারীরা অয়ন শীলকে গ্রেফতার করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.