ETV Bharat / state

যুবতিকে অপহরণ করে বিক্রি ! পুলিশি সাহায্য না মেলার অভিযোগ মায়ের - Malda Kidnapping Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 5:14 PM IST

Young Woman Kidnapping in Malda: অপহরণের পর যুবতিকে বিক্রির অভিযোগ ৷ থানার দ্বারস্থ হয়েও পুলিশি সহযোগিতা না মেলার অভিযোগ যুবতির মায়ের ৷ মালদার ইংরেজবাজার থানা এলাকার ঘটনা ৷

Malda News
মালদায় ইংরেজবাজার থানা এলাকা থেকে যুবতিকে অপহরণের অভিযোগ (Etv Bharat)

মালদা, 10 অগস্ট: ফেসবুকে ঘনিষ্ঠতা বাড়িয়ে যুবতিকে অপহরণ করে বিক্রির অভিযোগ ৷ ইংরেজবাজার থানায় 3 অগস্ট এমনই অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট যুবতির মা ৷ তবে তাঁর অভিযোগ, এখনও পুলিশ তাঁর মেয়েকে উদ্ধারে সক্রিয় ভূমিকা নিচ্ছে না ৷ যদিও এই নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷

ইংরেজবাজার থানায় দায়ের করা অভিযোগপত্রে 19 বছর বয়সি ওই যুবতির মা জানিয়েছেন, গত 30 জুলাই থেকে তাঁর মেয়ে নিখোঁজ ৷ 3 অগস্ট তিনি ইংরেজবাজার থানায় মেয়ের নামে মিসিং ডায়েরি করেন ৷ সেই রাতেই জানতে পারেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে ৷ ইটাহার থানার একটি গ্রামের এক যুবক তাঁর মেয়েকে অপহরণ করেছে ৷

সেই খবর পেয়েই তিনি ওই যুবকের বাড়িতে যান ৷ যদিও অপহরণের কথা অস্বীকার করেন যুবক ৷ তাঁকে সমর্থন করে তার পরিবারের সদস্যরাও ৷ এরপর সোমবার বিকেল 3টে 28 মিনিটে 8585...301 নম্বর ফোন থেকে তাঁর কাছে কল আসে ৷ ওপারে মেয়ের গলা শুনে থমকে যান তিনি ৷ মেয়ে তাঁকে জানায়, শুধু অপহরণ নয়, তাঁকে কলকাতার কোনও জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে ৷ এরপর তিনি গোটা ঘটনা ইংরেজবাজার থানায় জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না ৷

ওই মহিলার বক্তব্য, "বছর দেড়েক আগে ফেসবুকে আমার মেয়ের সঙ্গে এক যুবকের পরিচয় হয় ৷ ধীরে ধীরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ দেখা করবে বলে গত 30 জুলাই মেয়ে ছেলেটির সঙ্গে কথা বলার জন্য মালদা শহরে যায় ৷ কিন্তু গৌড় রোড এলাকায় মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে ওই যুবক পালিয়ে যায় ৷ গাড়িতে তোলার পর ওর সঙ্গে কী করা হয়েছে তা তিনি জানেন না ৷ গত সোমবার ফোন করে মেয়ে আমাকে পুরো ঘটনা জানিয়েছে ৷ ওকে নাকি কলকাতার কোনও জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে ৷ কিন্তু ও জায়গাটা চিনতে পারছে না ৷ ওকে খেতে দেওয়া হচ্ছে না ৷ বিয়ে করার কথা বলে ওই যুবক আমার মেয়েকে অপহরণ করে বিক্রি করে দিয়েছে ৷ কিন্তু পুলিশ আমাকে কোনও সাহায্য করছে না ৷ পুলিশ আমার মেয়েকে দ্রুত উদ্ধারে কোনও পদক্ষেপও করছে না ৷"

জানা গিয়েছে, এই মুহূর্তে ছুটিতে রয়েছেন জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব ৷ আর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা ৷ থানার এক আধিকারিক শুধু বলেন, "বিষয়টি আমাদের জানা ছিল না ৷ খোঁজ নিয়ে দেখছি ৷" এদিকে এই খবর চাউর হতেই শোরগোল পড়েছে শহরে ৷

মালদা, 10 অগস্ট: ফেসবুকে ঘনিষ্ঠতা বাড়িয়ে যুবতিকে অপহরণ করে বিক্রির অভিযোগ ৷ ইংরেজবাজার থানায় 3 অগস্ট এমনই অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট যুবতির মা ৷ তবে তাঁর অভিযোগ, এখনও পুলিশ তাঁর মেয়েকে উদ্ধারে সক্রিয় ভূমিকা নিচ্ছে না ৷ যদিও এই নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷

ইংরেজবাজার থানায় দায়ের করা অভিযোগপত্রে 19 বছর বয়সি ওই যুবতির মা জানিয়েছেন, গত 30 জুলাই থেকে তাঁর মেয়ে নিখোঁজ ৷ 3 অগস্ট তিনি ইংরেজবাজার থানায় মেয়ের নামে মিসিং ডায়েরি করেন ৷ সেই রাতেই জানতে পারেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে ৷ ইটাহার থানার একটি গ্রামের এক যুবক তাঁর মেয়েকে অপহরণ করেছে ৷

সেই খবর পেয়েই তিনি ওই যুবকের বাড়িতে যান ৷ যদিও অপহরণের কথা অস্বীকার করেন যুবক ৷ তাঁকে সমর্থন করে তার পরিবারের সদস্যরাও ৷ এরপর সোমবার বিকেল 3টে 28 মিনিটে 8585...301 নম্বর ফোন থেকে তাঁর কাছে কল আসে ৷ ওপারে মেয়ের গলা শুনে থমকে যান তিনি ৷ মেয়ে তাঁকে জানায়, শুধু অপহরণ নয়, তাঁকে কলকাতার কোনও জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে ৷ এরপর তিনি গোটা ঘটনা ইংরেজবাজার থানায় জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না ৷

ওই মহিলার বক্তব্য, "বছর দেড়েক আগে ফেসবুকে আমার মেয়ের সঙ্গে এক যুবকের পরিচয় হয় ৷ ধীরে ধীরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ দেখা করবে বলে গত 30 জুলাই মেয়ে ছেলেটির সঙ্গে কথা বলার জন্য মালদা শহরে যায় ৷ কিন্তু গৌড় রোড এলাকায় মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে ওই যুবক পালিয়ে যায় ৷ গাড়িতে তোলার পর ওর সঙ্গে কী করা হয়েছে তা তিনি জানেন না ৷ গত সোমবার ফোন করে মেয়ে আমাকে পুরো ঘটনা জানিয়েছে ৷ ওকে নাকি কলকাতার কোনও জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে ৷ কিন্তু ও জায়গাটা চিনতে পারছে না ৷ ওকে খেতে দেওয়া হচ্ছে না ৷ বিয়ে করার কথা বলে ওই যুবক আমার মেয়েকে অপহরণ করে বিক্রি করে দিয়েছে ৷ কিন্তু পুলিশ আমাকে কোনও সাহায্য করছে না ৷ পুলিশ আমার মেয়েকে দ্রুত উদ্ধারে কোনও পদক্ষেপও করছে না ৷"

জানা গিয়েছে, এই মুহূর্তে ছুটিতে রয়েছেন জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব ৷ আর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা ৷ থানার এক আধিকারিক শুধু বলেন, "বিষয়টি আমাদের জানা ছিল না ৷ খোঁজ নিয়ে দেখছি ৷" এদিকে এই খবর চাউর হতেই শোরগোল পড়েছে শহরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.