ETV Bharat / state

সমবায় সমিতির নির্বাচনে উত্তেজনা ! ছাপ্পা ভোটের অভিযোগ, মাথা ফাটল সিপিএম কর্মীর - Krishi Unnayan Samity Election

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 10:01 PM IST

Samabay Krishi Unnayan Samity Election: সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত দাসপুর ৷ পুলিশের সামনেই বিরোধী দলের কর্মীদের মারধরের অভিযোগ ৷ ঘটনায় মাথা ফাটল এক সিপিএম কর্মীর ৷

Krishi Unnayan Samity Election
সমবায় সমিতির নির্বাচনে উত্তেজনা (নিজস্ব ছবি)

দাসপুর, 14 জুলাই: সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দফায় দফায় উত্তেজনা দাসপুরে । বহিরাগত এনে ছাপ্পা ভোট করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হল র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনীকে । এই ঘটনায় মাথা ফাটল এক সিপিএম কর্মীর ৷ এক বিজেপি কর্মীকেও তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে ৷ কাঠগড়ায় সেই শাসকদল ।

সমবায় সমিতির নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ (ইটিভি ভারত)

যদিও বিরোধীদের তোলা অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত ৷ বিরোধীদের তোলা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "ভোটে বিজেপি হেরে যাবে ৷ সেটা বুঝতে পেরে ওরা মিথ্যা অভিযোগ করছে ৷"

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির 31টি আসনে নির্বাচন ছিল রবিবার । সকাল 9টা থেকে শুরু হয় নির্বাচন । কিন্তু বেলা গড়াতেই ছাপ্পা ভোটের অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় । তার আগে সকালে এক প্রস্থ গণ্ডগোল বাঁধে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভোটার ক্যাম্প করা নিয়ে । তখন পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।

জটাধরপুর বুথে হঠাৎই বেশ কিছু বহিরাগত ভোট দিতে ঢুকেছে ৷ এমনই অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা । এলাকার মানুষের অভিযোগ, বেশ কিছু ভোট দিয়েও দিয়েছে তারা । এলাকারবাসী প্রশ্ন, পুলিশ থাকা সত্ত্বেও কেন এভাবে বহিরাগতরা ছাপ্পা ভোট দিতে আসবে ! বহিরাগত একজনকে ঘিরে ধরে পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি ।

অন্য একজনকে মারধর করে পুলিশ গাড়িতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা । সমবায় বাঁচাও মঞ্চের অভিযোগ , তৃণমূল বহিরাগত এনে ছাপ্পা ভোট করিয়েছে এবং পুলিশের সামনেই সমস্ত কিছু ঘটলেও নীরব ছিল পুলিশ ৷ যে ব্যক্তির মাথা ফাটানো হয়েছে তিনি সিপিএমের কর্মী বলে দাবি সমবায় বাঁচাও মঞ্চের । স্বপন ঘোষ নামের এক বিজেপি কর্মী দাবি, তাঁকে তৃণমূলের বহিরাগতরা তুলে নিয়ে গিয়ে মারধর করেছে ।

দাসপুর, 14 জুলাই: সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দফায় দফায় উত্তেজনা দাসপুরে । বহিরাগত এনে ছাপ্পা ভোট করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হল র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনীকে । এই ঘটনায় মাথা ফাটল এক সিপিএম কর্মীর ৷ এক বিজেপি কর্মীকেও তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে ৷ কাঠগড়ায় সেই শাসকদল ।

সমবায় সমিতির নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ (ইটিভি ভারত)

যদিও বিরোধীদের তোলা অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত ৷ বিরোধীদের তোলা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "ভোটে বিজেপি হেরে যাবে ৷ সেটা বুঝতে পেরে ওরা মিথ্যা অভিযোগ করছে ৷"

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির 31টি আসনে নির্বাচন ছিল রবিবার । সকাল 9টা থেকে শুরু হয় নির্বাচন । কিন্তু বেলা গড়াতেই ছাপ্পা ভোটের অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় । তার আগে সকালে এক প্রস্থ গণ্ডগোল বাঁধে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভোটার ক্যাম্প করা নিয়ে । তখন পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।

জটাধরপুর বুথে হঠাৎই বেশ কিছু বহিরাগত ভোট দিতে ঢুকেছে ৷ এমনই অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা । এলাকার মানুষের অভিযোগ, বেশ কিছু ভোট দিয়েও দিয়েছে তারা । এলাকারবাসী প্রশ্ন, পুলিশ থাকা সত্ত্বেও কেন এভাবে বহিরাগতরা ছাপ্পা ভোট দিতে আসবে ! বহিরাগত একজনকে ঘিরে ধরে পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি ।

অন্য একজনকে মারধর করে পুলিশ গাড়িতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা । সমবায় বাঁচাও মঞ্চের অভিযোগ , তৃণমূল বহিরাগত এনে ছাপ্পা ভোট করিয়েছে এবং পুলিশের সামনেই সমস্ত কিছু ঘটলেও নীরব ছিল পুলিশ ৷ যে ব্যক্তির মাথা ফাটানো হয়েছে তিনি সিপিএমের কর্মী বলে দাবি সমবায় বাঁচাও মঞ্চের । স্বপন ঘোষ নামের এক বিজেপি কর্মী দাবি, তাঁকে তৃণমূলের বহিরাগতরা তুলে নিয়ে গিয়ে মারধর করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.