ইলামবাজার, 13 মে: প্রথম তিন দফার ভোটে ছাপ্পার অভিযোগ না এলেও চতুর্থ দফায় তা আর রোখা গেল না ৷ সোমবার ভোট শুরু হতেই ছাপ্পা, বুথ জ্য়ামের অভিযোগ আসতে শুরু করে ৷ তবে এবার বিরোধীরা নয়, খোদ নির্বাচন কমিশনের কর্তারা দেখল বুথে কীভাবে ছাপ্পা ভোট চলে ! বুথের ওয়েবক্যামে গোটা ঘটনা দেখে পদক্ষেপও করল কমিশন ৷
বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনেই দেদার ছাপ্পা দিতে দেখা গেল তৃণমূল নেতাকে ৷ দীর্ঘক্ষণ বিষয়টি ওয়েব ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণও করে খোদ নির্বাচন কমিশন। তারপরেই বীরভূমের ইলামবাজারের মঙ্গলডিহি বুথ থেকে ওই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন ৷ নতুন প্রিসাইডিং অফিসার দিয়ে ফের শুরু হয় ভোট গ্রহণ।
অনুব্রত মণ্ডলের গড় বোলপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের পাড়ুই থানার মঙ্গলডিহি গ্রামের 25 নম্বর বুথে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা নাজিমুদ্দিন শেখ ভোটারদের ভোট গ্রহণ কক্ষে এক এক করে নিয়ে যাচ্ছেন। এমনকী, কোন বোতাম টিপে ভোট দিতে হবে তা-ও দেখিয়ে দিচ্ছেন ওই তৃণমূল নেতা ৷ আর এই সমস্ত ঘটনাই ঘটে চলেছিল বুথের প্রিসাইডিং অফিসার মৃনালকান্তী দে'র সামনে ৷ দীর্ঘক্ষণ ওয়েব ক্যামেরার মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণও করে নির্বাচন কমিশন। তারপরেই সরিয়ে দেওয়া হয় ওই প্রিসাইডিং অফিসারকে ৷ তাঁর জায়গায় সুরজিৎ মণ্ডলকে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয় ওই বুথে ৷
এই সম্পূর্ণ পক্রিয়ার প্রায় 30 মিনিট এই বুথে বন্ধ ছিল ভোট গ্রহণ পর্ব। তবে ঘটনার পরেই, বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে ওই বুথে। তাৎপর্যপূর্ণভাবে, এতদিন ছাপ্পা ভোট বা বুথ জ্যামের অভিযোগ করল বিরোধীরা ৷ এবার বুথে লাগানো ওয়েবক্যামের মাধ্যমে খোদ কমিশনের কর্তারা দেখল ছাপ্পা ভোট ৷ আর তারপরই পদক্ষেপ করল কমিশন ৷
আরও পড়ুন: