ETV Bharat / state

সপ্তমীতে হালকা বৃষ্টি, থাকবে অস্বস্তিকর গরম ! কী হবে পুজোর বাকি দিনে? - MAHASAPTAMI WEATHER REPORT

পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে নাজেহাল হবে বঙ্গবাসী ৷

MAHASAPTAMI WEATHER REPORT
সপ্তমীতে হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 10:45 AM IST

কলকাতা, 10 অক্টোবর: বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ অক্ষরেখার প্রভাব কমেছে ৷ ফলে পুজোর মধ্যে বৃষ্টি সেভাবে হওয়ার সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ তবে, সেই বৃষ্টি উৎসবের আবহে সেভাবে কাঁটা ছড়াবে না ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের কোনও না-কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে জারি থাকবে ৷ তবে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম নাজেহাল করবে দর্শনার্থীদের ৷ বিশেষ করে দিনের বেলা যথেষ্ট গরম থাকবে ৷ কিন্তু, সূর্য ডোবার পরে, কিছুটা হলেও তাপমাত্রা কমবে ৷ তবে, এক্ষেত্রে প্যাচপ্যাচে গরম থেকে রেহাই মিলবে না ৷

বুধবার দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজ বৃহস্পতিবারও একই সম্ভাবনা রয়েছে ৷ পুজোর আগামী দিনগুলিতেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ৷ হাওয়া অফিস ইতিমধ্যেই বর্ষার বিদায় বিলম্বিত হবে বলে পূর্বাভাস দিয়েছে ৷ প্রাথমিকভাবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অন্তত সাতদিন পরে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে ৷ সামান্য হলেও, পশ্চিমবঙ্গের উপর এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ৷ তাই হালকা হলেও, বৃষ্টি চলছে ৷

বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 67 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

কলকাতা, 10 অক্টোবর: বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ অক্ষরেখার প্রভাব কমেছে ৷ ফলে পুজোর মধ্যে বৃষ্টি সেভাবে হওয়ার সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ তবে, সেই বৃষ্টি উৎসবের আবহে সেভাবে কাঁটা ছড়াবে না ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের কোনও না-কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে জারি থাকবে ৷ তবে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম নাজেহাল করবে দর্শনার্থীদের ৷ বিশেষ করে দিনের বেলা যথেষ্ট গরম থাকবে ৷ কিন্তু, সূর্য ডোবার পরে, কিছুটা হলেও তাপমাত্রা কমবে ৷ তবে, এক্ষেত্রে প্যাচপ্যাচে গরম থেকে রেহাই মিলবে না ৷

বুধবার দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজ বৃহস্পতিবারও একই সম্ভাবনা রয়েছে ৷ পুজোর আগামী দিনগুলিতেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ৷ হাওয়া অফিস ইতিমধ্যেই বর্ষার বিদায় বিলম্বিত হবে বলে পূর্বাভাস দিয়েছে ৷ প্রাথমিকভাবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অন্তত সাতদিন পরে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে ৷ সামান্য হলেও, পশ্চিমবঙ্গের উপর এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ৷ তাই হালকা হলেও, বৃষ্টি চলছে ৷

বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 67 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.