ETV Bharat / state

চিন থেরে ফিরতি পথে ফের কলকাতায় 'আকাশের তিমি', কবে ফিরছে বাহরিনে - BELUGA XL LANDS IN KOLKATA

চিন থেরে ফিরতি পথে ফের কলকাতার মাটি ছুঁল 'আকাশের তিমি' ৷ সোমবার ভোরে অবতরণ করে বেলুগা এক্সএল ৷ মঙ্গলবার এই বিমান উড়ে যাবে বাহরিনে ৷

ETV BHARAT
কলকাতায় বেলুগা এক্সএল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 2:27 PM IST

Updated : Oct 14, 2024, 4:23 PM IST

কলকাতা, 14 অক্টোবর: ইতিহাস আগেই সৃষ্টি হয়েছে ৷ দিনকয়েক আগেই প্রথমবার কলকাতা বিমানবন্দরে নেমে এসেছে 'আকাশের-তিমি'৷ আবারও তাকে চাক্ষুস করার সৌভাগ্য হল মহানগরীর ৷ সোমবার ভোরের আলো ফোটার মুহূর্তে চিনের তিয়ানজিন থেকে ফেরার পথে কলকাতার মাটি ছুঁল বেলুগা সিরিজের বৃহত্তম বিমান বেলুগা এক্সএল ৷

ফিরতি পথে এই দৈত্যাকার বিমানের আগমনের সময় 24 ঘণ্টা পিছিয়েছে বলে আগেই জানিয়েছিল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ । সেই কথামতোই সোমবার ঠিক ভোর 5টা 47মিনিটে কলকাতায় অবতরণ করে বেলুগা এক্সএল । হালকা মেঘাচ্ছন্ন ভোরে বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে ধরে পার্কিং বে-র দিকে এগিয়ে যায় 'আকাশের সাদা তিমি'।

ফের কলকাতায় 'আকাশের তিমি' (নিজস্ব ভিডিয়ো)

বিমানচালক ও কর্মীদের উড়ানের আগেই বিশ্রামের সময়সীমা বেঁধে দেওয়া হয় । ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের (এফডিটিএল) নিয়ম মানার স্বার্থেই কলকাতায় ওই বিমানের অবতরণ । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ফের কলকাতা থেকে বাহরিনের পথে উড়ে যাবে বেলুগা এক্সএল ৷

ETV BHARAT
দমদম বিমানবন্দরে 'আকাশের তিমি' (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, গত আট অক্টোবর, মঙ্গলবার ঠিক রাত 10.43-এ প্রথমবার দমদম বিমানবন্দরে অবতরণ করে 'আকাশের তিমি' ৷ তিমির আদলেই তৈরি বেলুগা এয়ারক্র্যাফট ৷ এটি বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে ফোয়ারার জলে তাকে অভিবাদন জানানো হয় ৷ বিমানের অত্যাবশ্যকীয় উপাদান বহনকারী বৃহত্তম এয়ারবাস বেলুগা সিরিজের এক্সএল ক্রুদের বিশ্রাম দেওয়া ও রিফুয়েলিংয়ের জন্য কলকাতায় অবতরণ করে ৷ কলকাতাই পূর্ব ভারতের একমাত্র বিমানবন্দর, যা এই ধরনের বিমানের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম ৷

ETV BHARAT
মঙ্গলে বাহরিনের পথে উড়ে যাবে বেলুগা এক্সএল (নিজস্ব চিত্র)

বিমানের বেশকিছু সরঞ্জাম ও যন্ত্রাংশ নিয়ে এই বিমানটি টুলুজ এয়ারবাস ফ্যাক্টরি থেকে যাত্রা শুরু করেছিল ৷ কলকাতায় নেমে জ্বালানি ভরা ও ক্রুদের বিশ্রাম নেওয়ার পর, বেলুগা এক্সএল পরদিন অর্থাৎ 9 অক্টোবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে যায় চিনের তিয়ানজিনে ৷

ETV BHARAT
কলকাতায় বেলুগা এক্সএল (নিজস্ব চিত্র)

বেলুগা এক্সএল এয়ারবাসের ডিজাইন করা একটি বড় পরিবহণযোগ্য বিমান ৷ বড় আকারের পণ্য বহন করার জন্য এটি তৈরি করা হয়েছে ৷ প্রাথমিকভাবে বিমানের উপাদান যেমন ডানা ও অন্যান্য যন্ত্রাংশ পরিবহণ করে থাকে বেলুগা এক্সএল ৷ এটি লম্বায় 63.1 মিটার, যার ডানাটাই লম্বা 60.3 মিটার । এর মালবহনের ক্ষমতা প্রায় 51 টন এবং এই বিমান দুটি এ350 উইং সহজেই একসঙ্গে পরিবহণ করতে পারে ৷

কলকাতা, 14 অক্টোবর: ইতিহাস আগেই সৃষ্টি হয়েছে ৷ দিনকয়েক আগেই প্রথমবার কলকাতা বিমানবন্দরে নেমে এসেছে 'আকাশের-তিমি'৷ আবারও তাকে চাক্ষুস করার সৌভাগ্য হল মহানগরীর ৷ সোমবার ভোরের আলো ফোটার মুহূর্তে চিনের তিয়ানজিন থেকে ফেরার পথে কলকাতার মাটি ছুঁল বেলুগা সিরিজের বৃহত্তম বিমান বেলুগা এক্সএল ৷

ফিরতি পথে এই দৈত্যাকার বিমানের আগমনের সময় 24 ঘণ্টা পিছিয়েছে বলে আগেই জানিয়েছিল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ । সেই কথামতোই সোমবার ঠিক ভোর 5টা 47মিনিটে কলকাতায় অবতরণ করে বেলুগা এক্সএল । হালকা মেঘাচ্ছন্ন ভোরে বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে ধরে পার্কিং বে-র দিকে এগিয়ে যায় 'আকাশের সাদা তিমি'।

ফের কলকাতায় 'আকাশের তিমি' (নিজস্ব ভিডিয়ো)

বিমানচালক ও কর্মীদের উড়ানের আগেই বিশ্রামের সময়সীমা বেঁধে দেওয়া হয় । ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের (এফডিটিএল) নিয়ম মানার স্বার্থেই কলকাতায় ওই বিমানের অবতরণ । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ফের কলকাতা থেকে বাহরিনের পথে উড়ে যাবে বেলুগা এক্সএল ৷

ETV BHARAT
দমদম বিমানবন্দরে 'আকাশের তিমি' (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, গত আট অক্টোবর, মঙ্গলবার ঠিক রাত 10.43-এ প্রথমবার দমদম বিমানবন্দরে অবতরণ করে 'আকাশের তিমি' ৷ তিমির আদলেই তৈরি বেলুগা এয়ারক্র্যাফট ৷ এটি বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে ফোয়ারার জলে তাকে অভিবাদন জানানো হয় ৷ বিমানের অত্যাবশ্যকীয় উপাদান বহনকারী বৃহত্তম এয়ারবাস বেলুগা সিরিজের এক্সএল ক্রুদের বিশ্রাম দেওয়া ও রিফুয়েলিংয়ের জন্য কলকাতায় অবতরণ করে ৷ কলকাতাই পূর্ব ভারতের একমাত্র বিমানবন্দর, যা এই ধরনের বিমানের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম ৷

ETV BHARAT
মঙ্গলে বাহরিনের পথে উড়ে যাবে বেলুগা এক্সএল (নিজস্ব চিত্র)

বিমানের বেশকিছু সরঞ্জাম ও যন্ত্রাংশ নিয়ে এই বিমানটি টুলুজ এয়ারবাস ফ্যাক্টরি থেকে যাত্রা শুরু করেছিল ৷ কলকাতায় নেমে জ্বালানি ভরা ও ক্রুদের বিশ্রাম নেওয়ার পর, বেলুগা এক্সএল পরদিন অর্থাৎ 9 অক্টোবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে যায় চিনের তিয়ানজিনে ৷

ETV BHARAT
কলকাতায় বেলুগা এক্সএল (নিজস্ব চিত্র)

বেলুগা এক্সএল এয়ারবাসের ডিজাইন করা একটি বড় পরিবহণযোগ্য বিমান ৷ বড় আকারের পণ্য বহন করার জন্য এটি তৈরি করা হয়েছে ৷ প্রাথমিকভাবে বিমানের উপাদান যেমন ডানা ও অন্যান্য যন্ত্রাংশ পরিবহণ করে থাকে বেলুগা এক্সএল ৷ এটি লম্বায় 63.1 মিটার, যার ডানাটাই লম্বা 60.3 মিটার । এর মালবহনের ক্ষমতা প্রায় 51 টন এবং এই বিমান দুটি এ350 উইং সহজেই একসঙ্গে পরিবহণ করতে পারে ৷

Last Updated : Oct 14, 2024, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.