ETV Bharat / state

ট্যাক্সিওয়েতে সংঘর্ষ, কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু'টি উড়ানের ডানা - ACCIDENT AT KOLKATA AIRPORT - ACCIDENT AT KOLKATA AIRPORT

Flights Collide at Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, দু’টি বিমানের ডানায় ধাক্কা লাগে বুধবার সকালে ৷ যে ঘটনায় একটি বিমানের ডানা ভেঙে গিয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 6:02 PM IST

Updated : Mar 27, 2024, 6:28 PM IST

কলকাতা, 27 মার্চ: ট্যাক্সিওয়েতে সংঘর্ষ এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের ৷ যে ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানের ডানা ভেঙে পড়ল ৷ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো বিমানটিও ৷ বুধবার বেলা 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, ট্যাক্সিওয়েতে অপেক্ষা করা ইন্ডিগো বিমানের ডানায় ধাক্কা লাগে এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার ৷ এয়ার ইন্ডিয়ার বিমানটি পাশের ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাওয়ার সময় ধাক্কাটি মারে ৷

বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে দ্বারভাঙা যাওয়ার ইন্ডিগোর বিমান রানওয়ে ফাঁকা হওয়ার অপেক্ষা করছিল ট্যাক্সিওয়েতে ৷ সেই সময়ে পাশের ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাচ্ছিল চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ৷ সেই সময়ই এয়ার ইন্ডিয়ার বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে নিয়ে যাওয়া গাড়ি রানওয়েরে মাপ বুঝতে কোনওরকম ভুল করে ফেলে ৷ আর তাতেই দুর্ঘটনা ঘটে যায় ৷ ইন্ডিগোর বিমানের ডানার সঙ্গে ধাক্কা লেগে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানা ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার একাংশ ভেঙে পড়ে ৷ ইন্ডিগোর বিমানের ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায় ৷

এই ঘটনায় ইন্ডিগো বিমানের পাইলটকে ডি-রস্টার করা হয়েছে বলে ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে ৷ চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ ঘটনার সময় দু’টি বিমানেই যাত্রী ছিল ৷ অর্থাৎ, বড় কোনও দুর্ঘটনা ঘটলে প্রাণহানির সংশয় থাকতে পারত ৷ ফলত বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিজিসিএ ৷ পাশাপাশি, এতে কলকাতা বিমানবন্দেরর এটিসির কোনও গাফিলতি ছিল কি না, তাও দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ট্র্যাক্টরের ধাক্কা, বাতিল বহু ফ্লাইট
  2. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক

কলকাতা, 27 মার্চ: ট্যাক্সিওয়েতে সংঘর্ষ এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের ৷ যে ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানের ডানা ভেঙে পড়ল ৷ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো বিমানটিও ৷ বুধবার বেলা 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, ট্যাক্সিওয়েতে অপেক্ষা করা ইন্ডিগো বিমানের ডানায় ধাক্কা লাগে এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার ৷ এয়ার ইন্ডিয়ার বিমানটি পাশের ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাওয়ার সময় ধাক্কাটি মারে ৷

বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে দ্বারভাঙা যাওয়ার ইন্ডিগোর বিমান রানওয়ে ফাঁকা হওয়ার অপেক্ষা করছিল ট্যাক্সিওয়েতে ৷ সেই সময়ে পাশের ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাচ্ছিল চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ৷ সেই সময়ই এয়ার ইন্ডিয়ার বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে নিয়ে যাওয়া গাড়ি রানওয়েরে মাপ বুঝতে কোনওরকম ভুল করে ফেলে ৷ আর তাতেই দুর্ঘটনা ঘটে যায় ৷ ইন্ডিগোর বিমানের ডানার সঙ্গে ধাক্কা লেগে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানা ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার একাংশ ভেঙে পড়ে ৷ ইন্ডিগোর বিমানের ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায় ৷

এই ঘটনায় ইন্ডিগো বিমানের পাইলটকে ডি-রস্টার করা হয়েছে বলে ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে ৷ চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ ঘটনার সময় দু’টি বিমানেই যাত্রী ছিল ৷ অর্থাৎ, বড় কোনও দুর্ঘটনা ঘটলে প্রাণহানির সংশয় থাকতে পারত ৷ ফলত বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিজিসিএ ৷ পাশাপাশি, এতে কলকাতা বিমানবন্দেরর এটিসির কোনও গাফিলতি ছিল কি না, তাও দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ট্র্যাক্টরের ধাক্কা, বাতিল বহু ফ্লাইট
  2. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক
Last Updated : Mar 27, 2024, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.