ETV Bharat / state

'ভোট পরবর্তী হিংসার শিকার' হওয়া পরিবারের পাশে অগ্নিমিত্রা - Agnimitra Paul

Agnimitra Paul: বারাবনিতে 'ভোট পরবর্তী হিংসার শিকার' হওয়া পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল ৷ এদিন তিনি থানাতেও গিয়ে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন ৷

ETV BHARAT
বারাবনিতে অগ্নিমিত্রা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 6:21 PM IST

Updated : Jun 24, 2024, 6:55 PM IST

আসানসোল, 24 জুন: 'ভোট পরবর্তী হিংসার শিকার' বিজেপির যুব মোর্চা নেতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ সোমবার তিনি বারাবনি থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ৷

বারাবনিতে অগ্নিমিত্রা পাল (নিজস্ব ভিডিয়ো)

ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে । বাদ যায়নি আসানসোল লোকসভাও । বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর আসে । ভোটের ফলপ্রকাশের পর গত 5 জুন অভিযোগ ওঠে, বারাবনি বিধানসভার সরিষাতলির যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়েছে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ । বারাবনি থানার সরিষাতলির কাপিষ্টাতে ঘটে এই ঘটনা।

যুব মোর্চার নেতা খোকন মহারাজের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে । তাঁকে বাঁচাতে গিয়ে মার খান খোকনের স্ত্রী অমৃতাও ৷ যদিও ঘটনার পর তৃণমূল নেতা অসিত সিংহ জানিয়েছিলেন, গ্রাম্য বিবাদের জেরে সেই ঘটনা ঘটেছে । এর পেছনে কোনও রাজনীতি নেই ৷

সোমবার সেই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্যনেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি বিজেপির কর্মী সমর্থক-সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবনি থানায় যান । সেখানে থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা । মূল অভিযুক্ত কেন এখনও গ্রেফতার হয়নি সেই প্রশ্ন তোলেন তিনি । পুলিশের কাছে তাঁর আবেদন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না-হয় ৷

এরপর খোকন মহারাজের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি বিধায়ক । অগ্নিমিত্রা বলেন, "গোটা রাজ্য জুড়েই এমন ঘটনা ঘটছে । পুলিশ ব্যবস্থা না-নিলে আগামী দিনে বড় আন্দোলনে নামবে বিজেপি ।"

আসানসোল, 24 জুন: 'ভোট পরবর্তী হিংসার শিকার' বিজেপির যুব মোর্চা নেতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ সোমবার তিনি বারাবনি থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ৷

বারাবনিতে অগ্নিমিত্রা পাল (নিজস্ব ভিডিয়ো)

ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে । বাদ যায়নি আসানসোল লোকসভাও । বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর আসে । ভোটের ফলপ্রকাশের পর গত 5 জুন অভিযোগ ওঠে, বারাবনি বিধানসভার সরিষাতলির যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়েছে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ । বারাবনি থানার সরিষাতলির কাপিষ্টাতে ঘটে এই ঘটনা।

যুব মোর্চার নেতা খোকন মহারাজের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে । তাঁকে বাঁচাতে গিয়ে মার খান খোকনের স্ত্রী অমৃতাও ৷ যদিও ঘটনার পর তৃণমূল নেতা অসিত সিংহ জানিয়েছিলেন, গ্রাম্য বিবাদের জেরে সেই ঘটনা ঘটেছে । এর পেছনে কোনও রাজনীতি নেই ৷

সোমবার সেই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্যনেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি বিজেপির কর্মী সমর্থক-সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবনি থানায় যান । সেখানে থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা । মূল অভিযুক্ত কেন এখনও গ্রেফতার হয়নি সেই প্রশ্ন তোলেন তিনি । পুলিশের কাছে তাঁর আবেদন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না-হয় ৷

এরপর খোকন মহারাজের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি বিধায়ক । অগ্নিমিত্রা বলেন, "গোটা রাজ্য জুড়েই এমন ঘটনা ঘটছে । পুলিশ ব্যবস্থা না-নিলে আগামী দিনে বড় আন্দোলনে নামবে বিজেপি ।"

Last Updated : Jun 24, 2024, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.