আসানসোল, 12 মার্চ: লোকসভা নির্বাচনের আগে সোমবারই থেকেই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন ৷ ইতিমধ্যেই এই আইনের প্রতিবাদে মতুয়া গড়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পালটা হুঁশিয়ারি দিয়েছেন আসানসোলের সাংসদ অগ্নিমিত্রা পল ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকেও 'ভিলেন' বলে একহাত নিয়েছেন বিজেপি নেত্রী ৷
মঙ্গলবার অগ্নিমিত্রা বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে সতর্ক করছি, আপনার ওই নাটক করা আর মানুষকে উস্কানোর চেষ্টা করবেন না ৷ বারবার যেটা বলা হয়েছে, বিশেষ করে যাঁরা সংখ্যালঘু ভাই-বোন রয়েছেন তাঁদের জন্য বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কান দেবেন না ৷ কারণ উনি মিথ্যা কথা বলেন ৷ এই সিএএ যেটা লাগু হয়েছে সেটা কোনও মানুষকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার আইন নয় ৷ এটা শুধু হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে যে সকল হিন্দু, খ্রীস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সী যাঁরা অত্যাচারিত এবং যাঁরা 2014 সালের 31 ডিসেম্বেরর মধ্যে ভারতবর্ষে এসেছেন শুধু তাঁদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন ৷ পশ্চিমবঙ্গ থেকে কাউকে বের করে দেওয়ার আইন নয় ৷"
শুধু তাই নয়, আসানসোলে এসে সাংসদ শত্রুঘ্ন সিনহার সিনেমার প্রসঙ্গে কথা তুলে কড়া ভাষায় আক্রমণ শানান অগ্নিমিত্রা পল। তিনি বলেন, " শত্রুঘ্ন সিনহা মহাশয় আপনার তো একটি মেয়ে আছে বলে শুনেছি। সন্দেশখালির মেয়েদের ও মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে ৷ অত্যাচার করেছে আপনাদেরই দলের একজন ক্যাডার, একজন গুন্ডা একজন ক্রিমিনাল শেখ শাহজাহান। আপনার মুখ দিয়ে এই ঘটনা নিয়ে একবারও একটু নিন্দা, একটু সমালোচনা শুনতে পাইনি বা সন্দেশখালির মা-বোনেদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি জানতে পারলাম না, শুনতে পেলাম না।"
এরপরেই অভিনেতা শত্রুঘ্ন সিনহার সিনেমায় খল চরিত্রের অভিনয় টেনে অগ্নিমিত্রা পল কটাক্ষ করে বলেন, "আপনাকে অনেক সিনেমায় দেখেছি মহিলাদের শ্লীলতাহানি করেছেন। সেটা অবশ্য সিনেমা। সিনেমায় এরকম হয়ে থাকে। কিন্তু আপনি যদি সন্দেশখালিদের মা-বোনেদের নিয়ে প্রতিবাদের একটা শব্দ ব্যবহার না করেন, তাহলে বুঝবো আপনি সিনেমাতে যে ভিলেনের রোল করেন, রিয়েল লাইফও আপনি সেরকমই একজন ভিলেন।"
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে শক্রঘ্ন সিনহার বিপরীতে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন বিজেপির অগ্নিমিত্রা পল ৷ আসানসোলের সাংসদ তথা লোকসভার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নজিরবিহীন ভাবে এমন ভাষাতেই আক্রমণ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
আরও পড়ুন
1. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
2. লড়াই মোদি-মমতার নাকি রচনা বনাম লকেটের! শুরুতেই মতানৈক্যে হুগলির দুই তারকাপ্রার্থী