ETV Bharat / state

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, মমতার মন্তব্যের পালটা প্রতিক্রিয়া জুনিয়র ডাক্তারের - JUNIOR DOCTOR

হাসপাতাল থেকে ছুটি পেয়ে শনিবার বাড়ি ফিরলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য ৷ তবে কিছুদিন পর ফের আন্দোলন মঞ্চে ফিরে আসবেন বলে জানিয়েছেন তিনি ৷

Junior Doctor
জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 7:55 PM IST

কলকাতা, 19 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে এখনই স্বাস্থ্যসচিবকে অপসারণ করা সম্ভব নয় ৷ সিসিইউ থেকে বেরিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিলেন ৷ বললেন, "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো ।"

ধর্মতলায় অনশনের নবম দিনে অসুস্থ হয়ে পড়েছিলেন এই জুনিয়র চিকিৎসক । তাঁকে নিয়ে আসা হয়েছিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । 13 তারিখ রাত 11টার সময় এনআরএসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল পুলস্ত্য আচার্যকে । সেখানেই এতদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই জুনিয়র চিকিৎসক । শনিবার তিনি হাসপাতাল থেকে ছুটি পান । তবে বর্তমানে বাড়িতে গেলেও কিছুদিন পর আন্দোলন মঞ্চে ফিরে আসবেন বলেই জানান পুলস্ত্য ।

স্বাস্থ্যসচিবের অপসারণ নিয়ে মন্তব্য জুনিয়র চিকিৎসকের (ইটিভি ভারত)

তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সময় নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী বলেন, "ওঁর ব্লাড সুগার, লিপিড প্রোফাইলের সমস্যা ছিল । জ্বর আসছিল । তবে এখন সব ঠিক আছে । এই অনশনের কারণে ওঁর কিছু শারীরিক ক্ষতি হয়েছে । যার কারণে ওঁর এখন বিশ্রাম দরকার । তার জন্য ওঁকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়াও করতে হবে ।"

অন্যদিকে শনিবার ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন মঞ্চে পৌঁছান মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী । সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলিয়ে দেন তাঁরা । মুখ্যমন্ত্রী ফোনে জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি শোনেন । এই দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচির নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ ৷

Junior Doctor
হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য (নিজস্ব ছবি)

জুনিয়র চিকিৎসকদের এই দাবি শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এই মুহূর্তে স্বাস্থ্যসচিবকে অপসারণ করা তাঁর পক্ষে সম্ভব নয় । এর পরিপ্রেক্ষিতে সদ্য হাসপাতাল থেকে ছুটি পাওয়া জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য বলেন, "উনি অভিভাবক, তাই আমরা চাইব স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নির্মূল করা হোক । তারা শুরু হোক স্বাস্থ্যসচিবের অপসারণ দিয়েই ।"

কলকাতা, 19 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে এখনই স্বাস্থ্যসচিবকে অপসারণ করা সম্ভব নয় ৷ সিসিইউ থেকে বেরিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিলেন ৷ বললেন, "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো ।"

ধর্মতলায় অনশনের নবম দিনে অসুস্থ হয়ে পড়েছিলেন এই জুনিয়র চিকিৎসক । তাঁকে নিয়ে আসা হয়েছিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । 13 তারিখ রাত 11টার সময় এনআরএসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল পুলস্ত্য আচার্যকে । সেখানেই এতদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই জুনিয়র চিকিৎসক । শনিবার তিনি হাসপাতাল থেকে ছুটি পান । তবে বর্তমানে বাড়িতে গেলেও কিছুদিন পর আন্দোলন মঞ্চে ফিরে আসবেন বলেই জানান পুলস্ত্য ।

স্বাস্থ্যসচিবের অপসারণ নিয়ে মন্তব্য জুনিয়র চিকিৎসকের (ইটিভি ভারত)

তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সময় নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী বলেন, "ওঁর ব্লাড সুগার, লিপিড প্রোফাইলের সমস্যা ছিল । জ্বর আসছিল । তবে এখন সব ঠিক আছে । এই অনশনের কারণে ওঁর কিছু শারীরিক ক্ষতি হয়েছে । যার কারণে ওঁর এখন বিশ্রাম দরকার । তার জন্য ওঁকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়াও করতে হবে ।"

অন্যদিকে শনিবার ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন মঞ্চে পৌঁছান মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী । সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলিয়ে দেন তাঁরা । মুখ্যমন্ত্রী ফোনে জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি শোনেন । এই দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচির নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ ৷

Junior Doctor
হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য (নিজস্ব ছবি)

জুনিয়র চিকিৎসকদের এই দাবি শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এই মুহূর্তে স্বাস্থ্যসচিবকে অপসারণ করা তাঁর পক্ষে সম্ভব নয় । এর পরিপ্রেক্ষিতে সদ্য হাসপাতাল থেকে ছুটি পাওয়া জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য বলেন, "উনি অভিভাবক, তাই আমরা চাইব স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নির্মূল করা হোক । তারা শুরু হোক স্বাস্থ্যসচিবের অপসারণ দিয়েই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.