কলকাতা, 9 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের আরও 4 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4 শতাংশ নয়, বকেয়া আরও 32শতাংশ ডিএ অবিলম্বে মেটাতে হবে রাজ্য সরকারকে । এই দাবিতে শুক্রবার আমরণ অনশনকারীদের সমর্থনে রাজ্যজুড়ে একদিনের অনশনে শামিল হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন । সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগেই এই কর্মসূচি ।
বকেয়া ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ 21 দিনে পড়েছে আমরণ অনশন কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, আন্দোলন তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে ৷ ফেব্রয়ারি মাসের শুরুতে প্রবল ঠান্ডায় সেনা এসে মঞ্চের ছাউনি খুলে দেয় প্রতিবাদী মঞের ৷ সে সব উপেক্ষা করেই ঠান্ডার মধ্যে আমরণ অনশন চালিয়ে যান আন্দোলনকারীরা । এর মধ্যেই বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় আরও 4 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরেই ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মীদের একাংশ ।
তাঁদের দাবি বকেয়া 32 শতাংশ ডিএ দ্রুত মেটাতে হবে । এই দাবিকে সামনে রেখে এ দিন রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখান তাঁরা । এই প্রসঙ্গেই যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আমাদের বকেয়া সবটাই মিটিয়ে দিতে হবে । ডিএ দেওয়া হয় যাতে সমসমায়িক মূল্যবৃদ্ধির যে সমস্যা সেই ক্ষত লাঘব হয় । 4 শতাংশ ডিএ যে ঘোষণা করা হয়েছে, এটা কবেকার বাজারের অবস্থা ? আজ বাজারের যা অবস্থা তার জন্য 5 বছর বাদে ডিএ দেবেন? এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে ৷ সম্পূর্ণ বকেয়া আদায় না হওয়া পর্যন্ত সেই প্রতিবাদ চলবে।"
আরও পড়ুন: