ETV Bharat / state

চাই বকেয়া 32% ডিএ, রাজ্যজুড়ে 'প্রতীকী' অনশন সরকারি কর্মচারীদের - government employees

DA Agitations: 4 শতাংশ নয়, বাকি 32 শতাংশ ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে প্রতিবাদ সরকারি কর্মীদের ৷ সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগেই প্রতীকী অনশন কর্মসূচি ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 6:50 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের আরও 4 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4 শতাংশ নয়, বকেয়া আরও 32শতাংশ ডিএ অবিলম্বে মেটাতে হবে রাজ্য সরকারকে । এই দাবিতে শুক্রবার আমরণ অনশনকারীদের সমর্থনে রাজ্যজুড়ে একদিনের অনশনে শামিল হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন । সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগেই এই কর্মসূচি ।

বকেয়া ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ 21 দিনে পড়েছে আমরণ অনশন কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, আন্দোলন তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে ৷ ফেব্রয়ারি মাসের শুরুতে প্রবল ঠান্ডায় সেনা এসে মঞ্চের ছাউনি খুলে দেয় প্রতিবাদী মঞের ৷ সে সব উপেক্ষা করেই ঠান্ডার মধ্যে আমরণ অনশন চালিয়ে যান আন্দোলনকারীরা । এর মধ্যেই বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় আরও 4 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরেই ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মীদের একাংশ ।

তাঁদের দাবি বকেয়া 32 শতাংশ ডিএ দ্রুত মেটাতে হবে । এই দাবিকে সামনে রেখে এ দিন রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখান তাঁরা । এই প্রসঙ্গেই যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আমাদের বকেয়া সবটাই মিটিয়ে দিতে হবে । ডিএ দেওয়া হয় যাতে সমসমায়িক মূল্যবৃদ্ধির যে সমস্যা সেই ক্ষত লাঘব হয় । 4 শতাংশ ডিএ যে ঘোষণা করা হয়েছে, এটা কবেকার বাজারের অবস্থা ? আজ বাজারের যা অবস্থা তার জন্য 5 বছর বাদে ডিএ দেবেন? এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে ৷ সম্পূর্ণ বকেয়া আদায় না হওয়া পর্যন্ত সেই প্রতিবাদ চলবে।"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  2. ডিএ মঞ্চের প্যান্ডেল খোলার পর রাতেই আন্দোলনকারীদের উঠে যেতে চাপ পুলিশের
  3. 'বেশি বাড়াবাড়ি করলে নবান্নের সামনে অনশনে বসব', হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের

কলকাতা, 9 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের আরও 4 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4 শতাংশ নয়, বকেয়া আরও 32শতাংশ ডিএ অবিলম্বে মেটাতে হবে রাজ্য সরকারকে । এই দাবিতে শুক্রবার আমরণ অনশনকারীদের সমর্থনে রাজ্যজুড়ে একদিনের অনশনে শামিল হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন । সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগেই এই কর্মসূচি ।

বকেয়া ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ 21 দিনে পড়েছে আমরণ অনশন কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, আন্দোলন তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে ৷ ফেব্রয়ারি মাসের শুরুতে প্রবল ঠান্ডায় সেনা এসে মঞ্চের ছাউনি খুলে দেয় প্রতিবাদী মঞের ৷ সে সব উপেক্ষা করেই ঠান্ডার মধ্যে আমরণ অনশন চালিয়ে যান আন্দোলনকারীরা । এর মধ্যেই বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় আরও 4 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরেই ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মীদের একাংশ ।

তাঁদের দাবি বকেয়া 32 শতাংশ ডিএ দ্রুত মেটাতে হবে । এই দাবিকে সামনে রেখে এ দিন রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখান তাঁরা । এই প্রসঙ্গেই যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আমাদের বকেয়া সবটাই মিটিয়ে দিতে হবে । ডিএ দেওয়া হয় যাতে সমসমায়িক মূল্যবৃদ্ধির যে সমস্যা সেই ক্ষত লাঘব হয় । 4 শতাংশ ডিএ যে ঘোষণা করা হয়েছে, এটা কবেকার বাজারের অবস্থা ? আজ বাজারের যা অবস্থা তার জন্য 5 বছর বাদে ডিএ দেবেন? এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে ৷ সম্পূর্ণ বকেয়া আদায় না হওয়া পর্যন্ত সেই প্রতিবাদ চলবে।"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  2. ডিএ মঞ্চের প্যান্ডেল খোলার পর রাতেই আন্দোলনকারীদের উঠে যেতে চাপ পুলিশের
  3. 'বেশি বাড়াবাড়ি করলে নবান্নের সামনে অনশনে বসব', হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.