ETV Bharat / state

বগটুই-সন্দেশখালির পর আরজি করেও সিবিআইয়ের হাতিয়ার থ্রিডি ম্যাপিং, বিষয়টি কী ? - CBI Probe on RG Kar Case - CBI PROBE ON RG KAR CASE

CBI Probe on RG Kar Case: বগটুই ও সন্দেশখালির পর এবার আরজি কর-কাণ্ডের তদন্তেও সিবিআইয়ের হাতিয়ার থ্রিডি ম্যাপিং ৷ এই উন্নত মেশিনের মাধ্যমে ভার্চুয়ালি তদন্ত করতে সক্ষম হন গোয়েন্দারা ৷ কী এই থ্রিডি ম্যাপিং ?

ETV BHARAT
আরজি করে সিবিআইয়ের হাতিয়ার থ্রিডি ম্যাপিং (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 8:05 PM IST

কলকাতা, 16 অগস্ট: বগটুই থেকে সন্দেশখালি । আর এবার আরজি কর । ঘটনাস্থলে সিবিআই থ্রিডি ম্যাপিং ব্যবহার করছে । দিল্লি থেকে আজই এই থ্রিডি ম্যাপিং মেশিন নিয়ে কলকাতায় এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত গোয়েন্দারা । সিজিও কমপ্লেক্সে ডেমো দিয়ে সেখান থেকে তাঁরা মেশিনটি নিয়ে আরজি কর হাসপাতালে হাজির হন । তাঁরা আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে যান । সেখানেই এই মেশিন বসিয়ে তাঁরা ছবি তোলার কাজ শুরু করে দিয়েছেন ।

সিবিআইয়ের দাবি, এই পদ্ধতি ব্যবহার করলে ঘটনাস্থল থেকে অপরাধের বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়া সম্ভব । মূলত থ্রিডি লেজার স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থল থেকে তদন্তকারীরা প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলেন । তার ফলে নির্দিষ্ট ঘটনাস্থল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয় । খালি চোখে যে ধারণা মেলা খুবই কঠিন । পাশাপাশি ঘটনাস্থল থেকে কোনও বস্তু কত দূরে রয়েছে, ঘটনাস্থলে কীভাবে পৌঁছনো যায় কিংবা সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা কী, সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব ।

এই তথ্য থেকে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের থেকে পাওয়া তথ্য মেলাতে সুবিধা হয় তদন্তকারীদের । ওই ঘটনার থ্রিডি মডেল তৈরির পর ঘটনাস্থলে না-পৌঁছেই ভার্চুয়ালি ঘটনার তদন্ত করা সম্ভব । আর এই তদন্ত থেকে অনেকটাই সাহায্য হয় সিবিআইয়ের আধিকারিকদের বা যে কোনও রকমের তদন্তকারী সংস্থার ।

এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে যে, তারা এর আগে হত্যা হয়েছে এমন ঘটনাস্থলে গিয়ে এই পদ্ধতি অবলম্বন করেছে । এই পদ্ধতি অবলম্বন করে সাফল্য পান সিবিআইয়ের গোয়েন্দারা । এই পদ্ধতির মাধ্যমে তদন্ত করতে বেশ সুবিধে হয় গোয়েন্দাদের ৷

এছাড়াও সিবিআইয়ের গোয়েন্দারা উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি ও সন্দেশখালির বিভিন্ন জায়গায় এই উন্নত মেশিন নিয়ে তদন্ত চালায় । এই থ্রিডি ম্যাপিংয়ের জন্যই সন্দেশখালিতে বিভিন্ন জায়গায় পুরোপুরি ভালোভাবে তদন্ত হয় ।

এদিন আরজি কর হাসপাতালে সিবিআইয়ের গোয়েন্দারা থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নেন । তাঁরা সেমিনার হলের চার তলায় ভালোভাবে এই মেশিনের দ্বারা তদন্ত করেন । ছবি তোলেন । সেই ছবির তথ্য তাঁরা নথিভুক্ত করেছেন ৷

কলকাতা, 16 অগস্ট: বগটুই থেকে সন্দেশখালি । আর এবার আরজি কর । ঘটনাস্থলে সিবিআই থ্রিডি ম্যাপিং ব্যবহার করছে । দিল্লি থেকে আজই এই থ্রিডি ম্যাপিং মেশিন নিয়ে কলকাতায় এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত গোয়েন্দারা । সিজিও কমপ্লেক্সে ডেমো দিয়ে সেখান থেকে তাঁরা মেশিনটি নিয়ে আরজি কর হাসপাতালে হাজির হন । তাঁরা আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে যান । সেখানেই এই মেশিন বসিয়ে তাঁরা ছবি তোলার কাজ শুরু করে দিয়েছেন ।

সিবিআইয়ের দাবি, এই পদ্ধতি ব্যবহার করলে ঘটনাস্থল থেকে অপরাধের বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়া সম্ভব । মূলত থ্রিডি লেজার স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থল থেকে তদন্তকারীরা প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলেন । তার ফলে নির্দিষ্ট ঘটনাস্থল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয় । খালি চোখে যে ধারণা মেলা খুবই কঠিন । পাশাপাশি ঘটনাস্থল থেকে কোনও বস্তু কত দূরে রয়েছে, ঘটনাস্থলে কীভাবে পৌঁছনো যায় কিংবা সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা কী, সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব ।

এই তথ্য থেকে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের থেকে পাওয়া তথ্য মেলাতে সুবিধা হয় তদন্তকারীদের । ওই ঘটনার থ্রিডি মডেল তৈরির পর ঘটনাস্থলে না-পৌঁছেই ভার্চুয়ালি ঘটনার তদন্ত করা সম্ভব । আর এই তদন্ত থেকে অনেকটাই সাহায্য হয় সিবিআইয়ের আধিকারিকদের বা যে কোনও রকমের তদন্তকারী সংস্থার ।

এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে যে, তারা এর আগে হত্যা হয়েছে এমন ঘটনাস্থলে গিয়ে এই পদ্ধতি অবলম্বন করেছে । এই পদ্ধতি অবলম্বন করে সাফল্য পান সিবিআইয়ের গোয়েন্দারা । এই পদ্ধতির মাধ্যমে তদন্ত করতে বেশ সুবিধে হয় গোয়েন্দাদের ৷

এছাড়াও সিবিআইয়ের গোয়েন্দারা উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি ও সন্দেশখালির বিভিন্ন জায়গায় এই উন্নত মেশিন নিয়ে তদন্ত চালায় । এই থ্রিডি ম্যাপিংয়ের জন্যই সন্দেশখালিতে বিভিন্ন জায়গায় পুরোপুরি ভালোভাবে তদন্ত হয় ।

এদিন আরজি কর হাসপাতালে সিবিআইয়ের গোয়েন্দারা থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নেন । তাঁরা সেমিনার হলের চার তলায় ভালোভাবে এই মেশিনের দ্বারা তদন্ত করেন । ছবি তোলেন । সেই ছবির তথ্য তাঁরা নথিভুক্ত করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.