ETV Bharat / state

মালদার কিশোরীর অন্তর্ধানে রহস্য, দেওঘর বেড়াতে গিয়ে উধাও তার ঘনিষ্ঠ বান্ধবীও - Girls missing in Malda - GIRLS MISSING IN MALDA

Girls missing in Malda: মালদার এক কিশোরীর আচমকা অন্তর্ধানে রহস্য ছড়াল ৷ সে নিখোঁজ হওয়ার একদিন পরেই দেওঘর বেড়াতে গিয়ে উধাও হয়ে যায় তার ঘনিষ্ঠ বান্ধবী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 3:31 PM IST

মালদা, 16 এপ্রিল: 18 বছরে পা দিতে চলা এক কিশোরীর আকস্মিক অন্তর্ধানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷ পুরাতন মালদার বাসিন্দা ওই কিশোরী গত রবিবার রাত পৌনে তিনটে নাগাদ কারওকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ এখনও তার কোনও সন্ধান মেলেনি ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনার একদিন পরেই বেড়াতে গিয়ে আচমকা বেপাত্তা ওই কিশোরীর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ৷ মালদা শহরে সেই বান্ধবীর বাড়ি ৷ দুই শহরের দুই কিশোরীর এমন অন্তর্ধানে রহস্যের গন্ধ ছড়াতে শুরু করেছে ৷ ঘটনার পিছনে উঠে আসছে ধর্মীয় তত্ত্বও ৷

পুরাতন মালদার এক ব্যবসায়ীর একমাত্র মেয়ে মালদা শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৷ কয়েকদিন বাদেই 18 বছরে পা দেবে সে ৷ সম্প্রতি নাকি অত্যধিক ঠাকুরভক্ত হয়ে উঠেছিল ওই কিশোরী ৷ নিজে আলাদা ঘরে থাকত ৷ সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে দিন কাটাত ৷ বাইরের কারও সঙ্গে কথা বলা তো দুরস্ত, পরিবারের সঙ্গেও সেভাবে কথা বলত না ৷ বাড়ির সবাইকে নিরামিষ খাবার খাওয়ার বার্তা দিয়েছিল সে ৷ তা মেনে না-নেওয়ায় সে বাইরে থেকে নিরামিষ খাবার কিনে খেত ৷ রবিবার রাত দুটো পঞ্চাশ মিনিটে সে দোতলার বারান্দা থেকে শাড়ি বেয়ে নীচে নামে বলে জানা যায় ৷ তারপর থেকেই তার আর কোনও সন্ধান নেই ৷ সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, তিনটে নাগাদ সে গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে ৷

মেয়ে নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন তার মা ৷ কারও সঙ্গে সেভাবে কথাও বলছেন না তিনি ৷ কিশোরীর বাবা জানান, “রবিবার রাত তিনটের আশপাশে ও বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ মেয়ে একাই আলাদা ঘরে ঘুমোত ৷ তাই আমি পরদিন সকালে বিষয়টি নজর করি ৷ কিছুদিন ধরে মেয়ে নিরামিষ খাবার খাচ্ছিল ৷ বাড়ির সবাইকে নিরামিষ খেতে বলছিল ৷ এমনকি বাড়িতে রান্না করা সব জিনিস পালটে দিতে বলছিল ৷ কিন্তু এত কিছু একসঙ্গে পালটাতে গেলে বড় খরচের বিষয় ৷ মেয়েকে বলেছিলাম, এই মুহূর্তে অত খরচ করা আমার পক্ষে সম্ভব নয় ৷ তখন ও বাইরে থেকে খাবার কিনে খাচ্ছিল ৷ প্রথমে ভেবেছিলাম, সে নিজের টাকা দিয়েই খাবার কিনে আনছে ৷ কিন্তু সন্দেহ হওয়ায় আমি ওই খাবারের দোকানে যাই ৷ জানতে পারি, বাইরের কেউ ইউপিআই করে মেয়ের খাবারের বিল মেটাচ্ছে ৷ মেয়ের কাছে কোনও ইউপিআই আইডি নেই ৷ আমি ওই আইডি নম্বর নিয়ে আসি ৷ পরে জানতে পারি, ওই আইডি বারাসতের কারও ৷ আমার সন্দেহ, আমার মেয়ে কোনও চক্রের পাল্লায় পড়েছে ৷ সম্প্রতি মালদার আরও কিছু মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ মেয়েকে যেন সুস্থ অবস্থায় ফেরত পাই ৷”

এই ঘটনায় 14 এপ্রিল স্থানীয় পুলিশ ফাঁড়িতে মেয়ের নামে মিসিং ডায়ারি করেন তার বাবা ৷ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে মালদা থানার পুলিশ ৷ তখনই পুলিশের নজরে আসে, শুধু ওই কিশোরাই নয়, দেওঘর বেড়াতে গিয়ে 15 এপ্রিল আচমকা উধাও হয়ে যায় তার সবচেয়ে কাছের বান্ধবীও ৷ তারা দু'জনেই একই ক্লাসে পড়াশোনা করত ৷ সেও এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৷ দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র থাকতে পারে বলেই মনে করছে মালদা থানার পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বারাবাঁকির নদীতে জলের তোড়ে ভেসে গেল চার নাবালক-সহ 5, উদ্ধার তিনজনের দেহ
  2. স্বামী-সন্তান নিখোঁজ, চোখের জলে অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় পূর্ণিমা
  3. নিখোঁজ ! বিজেপি প্রার্থীর নামে পোস্টার ঘিরে ভোটের মুখে রাজনৈতিক বিতর্ক মালদায়

মালদা, 16 এপ্রিল: 18 বছরে পা দিতে চলা এক কিশোরীর আকস্মিক অন্তর্ধানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷ পুরাতন মালদার বাসিন্দা ওই কিশোরী গত রবিবার রাত পৌনে তিনটে নাগাদ কারওকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ এখনও তার কোনও সন্ধান মেলেনি ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনার একদিন পরেই বেড়াতে গিয়ে আচমকা বেপাত্তা ওই কিশোরীর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ৷ মালদা শহরে সেই বান্ধবীর বাড়ি ৷ দুই শহরের দুই কিশোরীর এমন অন্তর্ধানে রহস্যের গন্ধ ছড়াতে শুরু করেছে ৷ ঘটনার পিছনে উঠে আসছে ধর্মীয় তত্ত্বও ৷

পুরাতন মালদার এক ব্যবসায়ীর একমাত্র মেয়ে মালদা শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৷ কয়েকদিন বাদেই 18 বছরে পা দেবে সে ৷ সম্প্রতি নাকি অত্যধিক ঠাকুরভক্ত হয়ে উঠেছিল ওই কিশোরী ৷ নিজে আলাদা ঘরে থাকত ৷ সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে দিন কাটাত ৷ বাইরের কারও সঙ্গে কথা বলা তো দুরস্ত, পরিবারের সঙ্গেও সেভাবে কথা বলত না ৷ বাড়ির সবাইকে নিরামিষ খাবার খাওয়ার বার্তা দিয়েছিল সে ৷ তা মেনে না-নেওয়ায় সে বাইরে থেকে নিরামিষ খাবার কিনে খেত ৷ রবিবার রাত দুটো পঞ্চাশ মিনিটে সে দোতলার বারান্দা থেকে শাড়ি বেয়ে নীচে নামে বলে জানা যায় ৷ তারপর থেকেই তার আর কোনও সন্ধান নেই ৷ সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, তিনটে নাগাদ সে গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে ৷

মেয়ে নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন তার মা ৷ কারও সঙ্গে সেভাবে কথাও বলছেন না তিনি ৷ কিশোরীর বাবা জানান, “রবিবার রাত তিনটের আশপাশে ও বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ মেয়ে একাই আলাদা ঘরে ঘুমোত ৷ তাই আমি পরদিন সকালে বিষয়টি নজর করি ৷ কিছুদিন ধরে মেয়ে নিরামিষ খাবার খাচ্ছিল ৷ বাড়ির সবাইকে নিরামিষ খেতে বলছিল ৷ এমনকি বাড়িতে রান্না করা সব জিনিস পালটে দিতে বলছিল ৷ কিন্তু এত কিছু একসঙ্গে পালটাতে গেলে বড় খরচের বিষয় ৷ মেয়েকে বলেছিলাম, এই মুহূর্তে অত খরচ করা আমার পক্ষে সম্ভব নয় ৷ তখন ও বাইরে থেকে খাবার কিনে খাচ্ছিল ৷ প্রথমে ভেবেছিলাম, সে নিজের টাকা দিয়েই খাবার কিনে আনছে ৷ কিন্তু সন্দেহ হওয়ায় আমি ওই খাবারের দোকানে যাই ৷ জানতে পারি, বাইরের কেউ ইউপিআই করে মেয়ের খাবারের বিল মেটাচ্ছে ৷ মেয়ের কাছে কোনও ইউপিআই আইডি নেই ৷ আমি ওই আইডি নম্বর নিয়ে আসি ৷ পরে জানতে পারি, ওই আইডি বারাসতের কারও ৷ আমার সন্দেহ, আমার মেয়ে কোনও চক্রের পাল্লায় পড়েছে ৷ সম্প্রতি মালদার আরও কিছু মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ মেয়েকে যেন সুস্থ অবস্থায় ফেরত পাই ৷”

এই ঘটনায় 14 এপ্রিল স্থানীয় পুলিশ ফাঁড়িতে মেয়ের নামে মিসিং ডায়ারি করেন তার বাবা ৷ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে মালদা থানার পুলিশ ৷ তখনই পুলিশের নজরে আসে, শুধু ওই কিশোরাই নয়, দেওঘর বেড়াতে গিয়ে 15 এপ্রিল আচমকা উধাও হয়ে যায় তার সবচেয়ে কাছের বান্ধবীও ৷ তারা দু'জনেই একই ক্লাসে পড়াশোনা করত ৷ সেও এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৷ দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র থাকতে পারে বলেই মনে করছে মালদা থানার পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বারাবাঁকির নদীতে জলের তোড়ে ভেসে গেল চার নাবালক-সহ 5, উদ্ধার তিনজনের দেহ
  2. স্বামী-সন্তান নিখোঁজ, চোখের জলে অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় পূর্ণিমা
  3. নিখোঁজ ! বিজেপি প্রার্থীর নামে পোস্টার ঘিরে ভোটের মুখে রাজনৈতিক বিতর্ক মালদায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.