ETV Bharat / state

অ্যাসিড নয়, জীবিত থাকতেই কৃষ্ণনগরের তরুণীর গায়ে আগুন ! দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের

মৃত্যুর পর গায়ে অ্যাসিড ঢালা হয়নি ৷ জীবিত থাকতেই কৃষ্ণনগরের তরুণীর গায়ে আগুন দেওয়া হয় ৷ এমনই দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

ETV BHARAT
বিস্ফোরক দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের (ফাইল চিত্র)

কল্যাণী, 17 অক্টোবর: খুন করার পর গায়ে অ্যাসিড ঢেলে পোড়ানো হয়নি কৃষ্ণনগরের তরুণীর দেহ ৷ জীবন্ত অবস্থায় তাঁর গায়ে আগুন লাগিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয় ৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী জেএনএম হাসপাতালে তরুণীর দেহের ময়নাতদন্তের পর এমনই বিস্ফোরক দাবি করলেন চিকিৎসক ৷ তাঁর দাবি, এটা অ্যান্টিমর্টেম বার্ন ৷ তবে তরুণীকে ধর্ষণ করা হয়েছিল কি না, সেবিষয়ে এখনও স্পষ্টভাবে তিনি কিছু জানাননি ৷

মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের পুজো মণ্ডপ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় এক তরুণীর অর্ধদগ্ধ দেহ ৷ সন্দেহ করা হয় যে, তাঁকে ধর্ষণ করে খুন করার পর গায়ে অ্যাসিড ঢেলে তাঁকে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ তরুণীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী জেএনএম হাসপাতালে হয় ময়নাতদন্ত ৷ তার ভিডিয়োগ্রাফিও করা হয় ৷ ময়নাতদন্ত শেষ হওয়ার পর ফরেনসিক মেডিসিনের চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের হাতে উঠে এসেছে অন্য তথ্য ৷ তাঁর কথায়, তরুণীর গায়ে অ্যাসিডের কোনও প্রমাণ মেলেনি ৷ জীবিত অবস্থায় তাঁর গায়ে আগুন দেওয়া হয়েছে ৷

বিস্ফোরক দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের (নিজস্ব ভিডিয়ো)

চিকিৎসকের কথায়, "এখনও কিছু কাজ বাকি রয়েছে ৷ প্রাথমিকভাবে যেটা পাওয়া গিয়েছে তা হল, এটা অ্যান্টিমর্টেম বার্ন ৷ এখনও কিছু তদন্তের কাজ বাকি আছে ৷ সেগুলো সম্পন্ন হলে আমরা তদন্তকারী আধিকারিককে জানিয়ে দেব ৷ অ্যাসিডের মাধ্যমে পোড়ানোর কোনও প্রমাণ আমরা পাইনি ৷ অ্যান্টিমর্টেম বার্নই পেয়েছি ৷"

উল্লেখ্য, অ্যান্টিমর্টেম বার্ন হল মৃত্যুর আগে পুড়ে যাওয়ার ক্ষত । মৃত্যুর আগে কোনও ব্যক্তির শরীর পুড়ে গেলে সেক্ষেত্রে প্রদাহ, ফোসকা ও অন্যান্য পোড়া-সম্পর্কিত শারীরিক পরিবর্তনের লক্ষণ দেখা যায় । পোস্টমর্টেম বার্নের ক্ষেত্রে এই লক্ষণগুলির অভাব থাকে ৷ কৃষ্ণনগরে খুন হওয়া তরুণীর দেহ পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা বুঝতে পেরেছেন যে, জীবন্ত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন দেওয়া হয়েছে ৷

তরুণীকে ধর্ষণের যে অভিযোগ রয়েছে, সে ব্যাপারে কোনও প্রমাণ তাঁরা পেয়েছেন কি না, সাংবাদিকরা এই প্রশ্ন করলে চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, "এ ব্যাপারে কিছু কেমিক্যাল টেস্ট বাকি আছে ৷ সেগুলো না-হওয়া পর্যন্ত আমি কোনও মন্তব্য করব না ৷ আগুনে পুড়ে গেলে এমনিতেই শরীর থেকে প্রচুর পরিমাণ ক্ষরণ হয় ৷ সবকিছু সংরক্ষণ করা হয়েছে ৷"

কল্যাণী, 17 অক্টোবর: খুন করার পর গায়ে অ্যাসিড ঢেলে পোড়ানো হয়নি কৃষ্ণনগরের তরুণীর দেহ ৷ জীবন্ত অবস্থায় তাঁর গায়ে আগুন লাগিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয় ৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী জেএনএম হাসপাতালে তরুণীর দেহের ময়নাতদন্তের পর এমনই বিস্ফোরক দাবি করলেন চিকিৎসক ৷ তাঁর দাবি, এটা অ্যান্টিমর্টেম বার্ন ৷ তবে তরুণীকে ধর্ষণ করা হয়েছিল কি না, সেবিষয়ে এখনও স্পষ্টভাবে তিনি কিছু জানাননি ৷

মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের পুজো মণ্ডপ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় এক তরুণীর অর্ধদগ্ধ দেহ ৷ সন্দেহ করা হয় যে, তাঁকে ধর্ষণ করে খুন করার পর গায়ে অ্যাসিড ঢেলে তাঁকে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ তরুণীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী জেএনএম হাসপাতালে হয় ময়নাতদন্ত ৷ তার ভিডিয়োগ্রাফিও করা হয় ৷ ময়নাতদন্ত শেষ হওয়ার পর ফরেনসিক মেডিসিনের চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের হাতে উঠে এসেছে অন্য তথ্য ৷ তাঁর কথায়, তরুণীর গায়ে অ্যাসিডের কোনও প্রমাণ মেলেনি ৷ জীবিত অবস্থায় তাঁর গায়ে আগুন দেওয়া হয়েছে ৷

বিস্ফোরক দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের (নিজস্ব ভিডিয়ো)

চিকিৎসকের কথায়, "এখনও কিছু কাজ বাকি রয়েছে ৷ প্রাথমিকভাবে যেটা পাওয়া গিয়েছে তা হল, এটা অ্যান্টিমর্টেম বার্ন ৷ এখনও কিছু তদন্তের কাজ বাকি আছে ৷ সেগুলো সম্পন্ন হলে আমরা তদন্তকারী আধিকারিককে জানিয়ে দেব ৷ অ্যাসিডের মাধ্যমে পোড়ানোর কোনও প্রমাণ আমরা পাইনি ৷ অ্যান্টিমর্টেম বার্নই পেয়েছি ৷"

উল্লেখ্য, অ্যান্টিমর্টেম বার্ন হল মৃত্যুর আগে পুড়ে যাওয়ার ক্ষত । মৃত্যুর আগে কোনও ব্যক্তির শরীর পুড়ে গেলে সেক্ষেত্রে প্রদাহ, ফোসকা ও অন্যান্য পোড়া-সম্পর্কিত শারীরিক পরিবর্তনের লক্ষণ দেখা যায় । পোস্টমর্টেম বার্নের ক্ষেত্রে এই লক্ষণগুলির অভাব থাকে ৷ কৃষ্ণনগরে খুন হওয়া তরুণীর দেহ পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা বুঝতে পেরেছেন যে, জীবন্ত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন দেওয়া হয়েছে ৷

তরুণীকে ধর্ষণের যে অভিযোগ রয়েছে, সে ব্যাপারে কোনও প্রমাণ তাঁরা পেয়েছেন কি না, সাংবাদিকরা এই প্রশ্ন করলে চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, "এ ব্যাপারে কিছু কেমিক্যাল টেস্ট বাকি আছে ৷ সেগুলো না-হওয়া পর্যন্ত আমি কোনও মন্তব্য করব না ৷ আগুনে পুড়ে গেলে এমনিতেই শরীর থেকে প্রচুর পরিমাণ ক্ষরণ হয় ৷ সবকিছু সংরক্ষণ করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.