ETV Bharat / state

খেলার মাঠের পর শিবুর দখলে থাকা জমিও গ্রামবাসীদের ফিরিয়ে দিল প্রশাসন

Sandeshkhali Land Occupied Case: শাহজাহান ঘনিষ্ঠ শিবুর দখল করা জমি গ্রামবাসীদের ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল প্রশাসন ৷ প্রথম পর্যায়ে 9 জন গ্রামবাসীকে জমি ফিরিয়ে দেওয়া হল ৷

Etv Bharat
খেলার মাঠের পর শিবুর হাতে দখল হওয়া জমিও গ্রামবাসীদের ফিরিয়ে দিল প্রশাসন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 7:10 AM IST

সন্দেশখালি, 23 ফেব্রুয়ারি: খেলার মাঠ ফেরানোর পর এবার দখল হয়ে যাওয়া জমিও গ্রামবাসীদের ফেরত দিল প্রশাসন । বৃহস্পতিবার সন্দেশখালির মাঝেরপাড়ার ন'জন গ্রামবাসীর হাতে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হল ৷ এই ন'জনই সম্প্রতি শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে জোর করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা দিয়েছিলেন সরকারি ক‍্যাম্পে এসে । সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন ।

সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে জমি দখলের অভিযোগের সত‍্যতা পান আধিকারিকরা । এরপরই সরকারি ক‍্যাম্পে অভিযোগকারী গ্রামবাসীদের জমি ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । সেই মতো বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ন'জন গ্রামবাসীর জমি ফিরিয়ে দিল প্রশাসন ।

Sandeshkhali Land Occupied Case
প্রথম পর্যায়ে যে 9 জনকে জমি ফেরাল প্রশাসন তার তালিকা
বৃহস্পতিবার যাঁরা জমি ফেরত পেলেন তাঁরা প্রত‍্যেকেই সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দা । একসময় এখানেই তাঁদের চাষের জমি ছিল । কারও এক বিঘারও বেশি তো আবার কারও শতকের পর শতক জমি । তাতে চাষাবাদ করেই সংসার চলত ৷ কিন্তু সেখানেও নজর পড়েছিল শাহজাহানের শাগরেদ শিবু হাজরার । অভিযোগ, হঠাৎই একদিন লেঠেল বাহিনী নিয়ে এসে গ্রামবাসীদের কৃষিজমি দখল করে নেয় শিবু । এরপর সেই জমিতে নোনাজল ঢুকিয়ে কৃষিজমির চারিত্রিক বদল ঘটিয়ে সেখানে একের পর এক ভেড়ি তৈরি করেন সন্দেশখালির ত্রাস শিবু ।

গ্রামবাসীদের অভিযোগ, শাসকদলের দাপুটে নেতা হওয়ার জন্য শিবুর অপকর্ম এবং অত‍্যাচারের বিরুদ্ধে কারোরই মুখ খোলার সাহস ছিল না । ফলে, চাষের জমি বেহাত হয়ে যাওয়ার পরও সবকিছুই তাঁদের মুখ বুজে সহ‍্য করতে হয়েছে । সন্দেশখালিকাণ্ডে জনরোষে শাহজাহানের ডান হাত শিবু গ্রেফতার হতেই তাঁর যাবতীয় অন‍্যায়, অত‍্যাচার নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন গ্রামের মহিলারা । তার জেরে চাপে পড়েই প্রশাসনকে গ্রামবাসীদের দখল হয়ে যাওয়া জমি ফেরতের প্রক্রিয়া শুরু করতে হল বলে মনে করা হচ্ছে ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির গ্রামে গ্রামে সরকারের তরফে যে সমস্যা সমাধান জনসংযোগ ক‍্যাম্প করা হয়েছিল তাতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগই সবচেয়ে বেশি জমা পড়েছিল । এই সংক্রান্ত 500-রও বেশি অভিযোগ উঠে এসেছিল । তার মধ্যে মাঝেরপাড়া থেকেই অন্তত 33টি অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগ খতিয়ে দেখে আপাতত ন'জন গ্রামবাসীর জমি ফিরিয়ে দেওয়া হল প্রশাসনের তরফে । বাকি গ্রামবাসীদের দখল হয়ে যাওয়া জমিও ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে খবর প্রশাসন সূত্রে ।

আরও পড়ুন :

  1. 'নারী নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব', গোপন ডেরা থেকে দাবি শিবুর
  2. বাম জমানায় সামান্য ঠিকাদার থেকে তৃণমূলের ব্লক সভাপতি! হলফনামায় কোটি টাকার সম্পত্তি শিবুর নামে
  3. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি

সন্দেশখালি, 23 ফেব্রুয়ারি: খেলার মাঠ ফেরানোর পর এবার দখল হয়ে যাওয়া জমিও গ্রামবাসীদের ফেরত দিল প্রশাসন । বৃহস্পতিবার সন্দেশখালির মাঝেরপাড়ার ন'জন গ্রামবাসীর হাতে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হল ৷ এই ন'জনই সম্প্রতি শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে জোর করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা দিয়েছিলেন সরকারি ক‍্যাম্পে এসে । সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন ।

সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে জমি দখলের অভিযোগের সত‍্যতা পান আধিকারিকরা । এরপরই সরকারি ক‍্যাম্পে অভিযোগকারী গ্রামবাসীদের জমি ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । সেই মতো বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ন'জন গ্রামবাসীর জমি ফিরিয়ে দিল প্রশাসন ।

Sandeshkhali Land Occupied Case
প্রথম পর্যায়ে যে 9 জনকে জমি ফেরাল প্রশাসন তার তালিকা
বৃহস্পতিবার যাঁরা জমি ফেরত পেলেন তাঁরা প্রত‍্যেকেই সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দা । একসময় এখানেই তাঁদের চাষের জমি ছিল । কারও এক বিঘারও বেশি তো আবার কারও শতকের পর শতক জমি । তাতে চাষাবাদ করেই সংসার চলত ৷ কিন্তু সেখানেও নজর পড়েছিল শাহজাহানের শাগরেদ শিবু হাজরার । অভিযোগ, হঠাৎই একদিন লেঠেল বাহিনী নিয়ে এসে গ্রামবাসীদের কৃষিজমি দখল করে নেয় শিবু । এরপর সেই জমিতে নোনাজল ঢুকিয়ে কৃষিজমির চারিত্রিক বদল ঘটিয়ে সেখানে একের পর এক ভেড়ি তৈরি করেন সন্দেশখালির ত্রাস শিবু ।

গ্রামবাসীদের অভিযোগ, শাসকদলের দাপুটে নেতা হওয়ার জন্য শিবুর অপকর্ম এবং অত‍্যাচারের বিরুদ্ধে কারোরই মুখ খোলার সাহস ছিল না । ফলে, চাষের জমি বেহাত হয়ে যাওয়ার পরও সবকিছুই তাঁদের মুখ বুজে সহ‍্য করতে হয়েছে । সন্দেশখালিকাণ্ডে জনরোষে শাহজাহানের ডান হাত শিবু গ্রেফতার হতেই তাঁর যাবতীয় অন‍্যায়, অত‍্যাচার নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন গ্রামের মহিলারা । তার জেরে চাপে পড়েই প্রশাসনকে গ্রামবাসীদের দখল হয়ে যাওয়া জমি ফেরতের প্রক্রিয়া শুরু করতে হল বলে মনে করা হচ্ছে ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির গ্রামে গ্রামে সরকারের তরফে যে সমস্যা সমাধান জনসংযোগ ক‍্যাম্প করা হয়েছিল তাতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগই সবচেয়ে বেশি জমা পড়েছিল । এই সংক্রান্ত 500-রও বেশি অভিযোগ উঠে এসেছিল । তার মধ্যে মাঝেরপাড়া থেকেই অন্তত 33টি অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগ খতিয়ে দেখে আপাতত ন'জন গ্রামবাসীর জমি ফিরিয়ে দেওয়া হল প্রশাসনের তরফে । বাকি গ্রামবাসীদের দখল হয়ে যাওয়া জমিও ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে খবর প্রশাসন সূত্রে ।

আরও পড়ুন :

  1. 'নারী নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব', গোপন ডেরা থেকে দাবি শিবুর
  2. বাম জমানায় সামান্য ঠিকাদার থেকে তৃণমূলের ব্লক সভাপতি! হলফনামায় কোটি টাকার সম্পত্তি শিবুর নামে
  3. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.