সন্দেশখালি, 23 ফেব্রুয়ারি: খেলার মাঠ ফেরানোর পর এবার দখল হয়ে যাওয়া জমিও গ্রামবাসীদের ফেরত দিল প্রশাসন । বৃহস্পতিবার সন্দেশখালির মাঝেরপাড়ার ন'জন গ্রামবাসীর হাতে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হল ৷ এই ন'জনই সম্প্রতি শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে জোর করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা দিয়েছিলেন সরকারি ক্যাম্পে এসে । সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন ।
সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে জমি দখলের অভিযোগের সত্যতা পান আধিকারিকরা । এরপরই সরকারি ক্যাম্পে অভিযোগকারী গ্রামবাসীদের জমি ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । সেই মতো বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ন'জন গ্রামবাসীর জমি ফিরিয়ে দিল প্রশাসন ।
গ্রামবাসীদের অভিযোগ, শাসকদলের দাপুটে নেতা হওয়ার জন্য শিবুর অপকর্ম এবং অত্যাচারের বিরুদ্ধে কারোরই মুখ খোলার সাহস ছিল না । ফলে, চাষের জমি বেহাত হয়ে যাওয়ার পরও সবকিছুই তাঁদের মুখ বুজে সহ্য করতে হয়েছে । সন্দেশখালিকাণ্ডে জনরোষে শাহজাহানের ডান হাত শিবু গ্রেফতার হতেই তাঁর যাবতীয় অন্যায়, অত্যাচার নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন গ্রামের মহিলারা । তার জেরে চাপে পড়েই প্রশাসনকে গ্রামবাসীদের দখল হয়ে যাওয়া জমি ফেরতের প্রক্রিয়া শুরু করতে হল বলে মনে করা হচ্ছে ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির গ্রামে গ্রামে সরকারের তরফে যে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প করা হয়েছিল তাতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগই সবচেয়ে বেশি জমা পড়েছিল । এই সংক্রান্ত 500-রও বেশি অভিযোগ উঠে এসেছিল । তার মধ্যে মাঝেরপাড়া থেকেই অন্তত 33টি অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগ খতিয়ে দেখে আপাতত ন'জন গ্রামবাসীর জমি ফিরিয়ে দেওয়া হল প্রশাসনের তরফে । বাকি গ্রামবাসীদের দখল হয়ে যাওয়া জমিও ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে খবর প্রশাসন সূত্রে ।
আরও পড়ুন :