ETV Bharat / state

দিদিমণি আপনি মাংসের দোকান খুলুন..., আরজি কর কাণ্ডে মমতাকে পরামর্শ অধীরের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Adhir Slams Mamata: আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ৷ ক্ষোভে ফেটে পড়লেন প্রদীপ ভট্টাচার্যও ৷

Adhir Chowdhury Slams Mamata Banerjee
মমতাকে পরামর্শ অধীরের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 9:50 PM IST

কলকাতা, 28 অগস্ট: আরজি করে কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী ও শাসকদলের পদক্ষেপেরও কড়া নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

বুধবার মহাজাতি সদনে কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অধীর বলেন, ‘‘দিদিমণি আপনি কোথাও দু’লক্ষ টাকা অফার করেন ৷ কোথাও পাঁচ লক্ষ টাকা অফার করেন । দিদিমণি আপনি বরং মাংসের দোকান খুলুন ৷ দাম আপনি ঠিক করে নিন-বাংলার মা-বোনদের কার কত দাম দেবেন !’’ তবে অধীরের দাবি, আরজি কর কাণ্ডে মমতাও বিপাকে পড়েছেন বলে । তাঁর কথায়, ‘‘এখন দিদি নিজে ফেঁসে গিয়েছেন । তাই ফাঁসির কথা বলছেন । এখন চিকিৎসকদের ফতোয়া জারি করে বলছেন আন্দোলন করা যাবে না ।’’

ছাত্র পরিষদের মঞ্চ থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অধীর ৷ তৃণমূল-বিজেপি বাইনারির রাজনীতি করছে বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, ‘‘এখন একটা নাটক চলছে ৷ বাংলা শুধু নয়, এই ঘটনা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছে । নবান্ন অভিযানের সময় গাজা-ইজরায়েলের মতো ব্যারিকেড তৈরি করা হয়েছিল ৷ দিদি চায়, এই বাংলার রাজনীতিতে একদিকে তৃণমূল থাক আর একদিকে বিজেপি থাক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা বিভাজনের রাজনীতিতে । বিজেপির সুবিধা বিভাজনের রাজনীতি নিয়ে । তার একটা নারেটিভ তৈরি করার চেষ্টা করছে দু’দল ৷

অধীরের কথায়, ‘‘খোকাবাবু বললেন, তিনি সংসদে বিল আনার জন্য বলবেন । আজকে শুনছিলাম তিনি বলছিলেন বিধানসভায় একটা আইন আনব । রিওয়াজন কাণ্ডে মুখ্যমন্ত্রী সিবিআই চেয়েছিলেন ৷ কিন্তু আপনি ক্ষমতায় এসেও বিচার করতে পারেননি । আপনি কাজের সময় কাজি, কাজ ফুরালে...।’’

অন্যদিকে আরজি করের প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল আর ক্ষমতায় থাকবে বলে আমি বিশ্বাস করি না । তাই তারা জল কামান দিয়ে ক্ষমতা ব্যবহার করে আরজি করের ঘটনাকে দমন করার চেষ্টা করছে । কারও ক্ষমতা নেই কংগ্রেসের মুখোশ খোলার ৷ তিনি বিধানসভায় বিল আনার কথা বলছেন ৷ আগে এনে দেখান ।’’

উল্লেখ্য, বুধবার ছাত্র পরিষদ এর 71তম প্রতিষ্ঠা দিবসে হাজির ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাত, মালদার সাংসদ ইশা খান চৌধুরী, অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে একটাই আওয়াজ ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ ৷

কলকাতা, 28 অগস্ট: আরজি করে কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী ও শাসকদলের পদক্ষেপেরও কড়া নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

বুধবার মহাজাতি সদনে কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অধীর বলেন, ‘‘দিদিমণি আপনি কোথাও দু’লক্ষ টাকা অফার করেন ৷ কোথাও পাঁচ লক্ষ টাকা অফার করেন । দিদিমণি আপনি বরং মাংসের দোকান খুলুন ৷ দাম আপনি ঠিক করে নিন-বাংলার মা-বোনদের কার কত দাম দেবেন !’’ তবে অধীরের দাবি, আরজি কর কাণ্ডে মমতাও বিপাকে পড়েছেন বলে । তাঁর কথায়, ‘‘এখন দিদি নিজে ফেঁসে গিয়েছেন । তাই ফাঁসির কথা বলছেন । এখন চিকিৎসকদের ফতোয়া জারি করে বলছেন আন্দোলন করা যাবে না ।’’

ছাত্র পরিষদের মঞ্চ থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অধীর ৷ তৃণমূল-বিজেপি বাইনারির রাজনীতি করছে বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, ‘‘এখন একটা নাটক চলছে ৷ বাংলা শুধু নয়, এই ঘটনা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছে । নবান্ন অভিযানের সময় গাজা-ইজরায়েলের মতো ব্যারিকেড তৈরি করা হয়েছিল ৷ দিদি চায়, এই বাংলার রাজনীতিতে একদিকে তৃণমূল থাক আর একদিকে বিজেপি থাক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা বিভাজনের রাজনীতিতে । বিজেপির সুবিধা বিভাজনের রাজনীতি নিয়ে । তার একটা নারেটিভ তৈরি করার চেষ্টা করছে দু’দল ৷

অধীরের কথায়, ‘‘খোকাবাবু বললেন, তিনি সংসদে বিল আনার জন্য বলবেন । আজকে শুনছিলাম তিনি বলছিলেন বিধানসভায় একটা আইন আনব । রিওয়াজন কাণ্ডে মুখ্যমন্ত্রী সিবিআই চেয়েছিলেন ৷ কিন্তু আপনি ক্ষমতায় এসেও বিচার করতে পারেননি । আপনি কাজের সময় কাজি, কাজ ফুরালে...।’’

অন্যদিকে আরজি করের প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল আর ক্ষমতায় থাকবে বলে আমি বিশ্বাস করি না । তাই তারা জল কামান দিয়ে ক্ষমতা ব্যবহার করে আরজি করের ঘটনাকে দমন করার চেষ্টা করছে । কারও ক্ষমতা নেই কংগ্রেসের মুখোশ খোলার ৷ তিনি বিধানসভায় বিল আনার কথা বলছেন ৷ আগে এনে দেখান ।’’

উল্লেখ্য, বুধবার ছাত্র পরিষদ এর 71তম প্রতিষ্ঠা দিবসে হাজির ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাত, মালদার সাংসদ ইশা খান চৌধুরী, অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে একটাই আওয়াজ ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.