ETV Bharat / state

'মুখ্যমন্ত্রীর পদত্যাগ নাটক', বললেন অধীর - Adhir Slams Mamata - ADHIR SLAMS MAMATA

Adhir Ranjan Chowdhury: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের পদত্যাগ নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷ বললেন, "মুখ্যমন্ত্রী পদত্যাগের নাটক করছেন।"

Adhir Ranjan Chowdhury
অধীর কথা বলছেন দলীয় কর্মীদের সঙ্গে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 8:09 PM IST

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী পদত্যাগের নাটক করছেন। সিবিআইকে তথ্য দেবে রাজ্য পুলিশ ৷ সেই তথ্য দেওয়ার সময় তারা যদি রাজ্য সরকারের দালালি করে, দুর্নীতিগ্রস্থ হয় তাহলে সিবিআইয়ের পক্ষে কিছু করা সম্ভব নয়। ময়নাগুড়িতে এমনটাই বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

মুখ্যমন্ত্রী পদত্যাগের নাটক করছেন, বললেন, অধীর রঞ্জন চৌধুরী (ইটিভি ভারত)

শুক্রবার মৃত দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে যান কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ৷ সেখানেই অধীর জানান, আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের জামিন নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তদন্ত যাঁরা করছেন তাঁদের দেখতে হবে কেন তাঁকে গ্রেফতার করেছিল। তাহলে এতদিন জেলে থাকল কেন? কেন্দ্রীয় এজেন্সি কী করবে। কিছু জায়গায় বাধ্য হয়ে রাজনীতির জন্য করে। সিবিআইয়ের কাছে যদি তথ্যপ্রমাণ না-থাকে তাহলে কী করবে। তাদের দৈবশক্তিও নেই। ম্যাজিক বুলেটও নেই। সিবিআইকে যাঁরা তথ্য দেবে তাঁরা যদি সরকারের দালালি করে, সরকারকে যদি বাঁচানোর চেষ্টা করে, তাহলে সিবিআইয়ের পক্ষে কিছু করা সম্ভব নেই ৷"

তিনি আরও বলেন, "এরাজ্যের নেতা মন্ত্রী সবাই জড়িত। স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত ৷ মুখ্যমন্ত্রী পদত্যাগের একটা নাটক করছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে উনি তো থ্রেট দিয়েই বড় হয়েছেন এটাও থ্রেট দিচ্ছেন। দলের মধ্যে তীব্র অসন্তোষ চলছে।" উল্লেখ্য, বাড়ি থেকে নিয়ে কংগ্রেস কর্মীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। গণপিটুনিতে মারা যান ময়নাগুড়ি খাগড়াবাড়ির হঠাৎ কলোনির কংগ্রেস কর্মী। ওই কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। মৃত কংগ্রেস কর্মীর নাম মানিক রায় (45) ৷

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী পদত্যাগের নাটক করছেন। সিবিআইকে তথ্য দেবে রাজ্য পুলিশ ৷ সেই তথ্য দেওয়ার সময় তারা যদি রাজ্য সরকারের দালালি করে, দুর্নীতিগ্রস্থ হয় তাহলে সিবিআইয়ের পক্ষে কিছু করা সম্ভব নয়। ময়নাগুড়িতে এমনটাই বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

মুখ্যমন্ত্রী পদত্যাগের নাটক করছেন, বললেন, অধীর রঞ্জন চৌধুরী (ইটিভি ভারত)

শুক্রবার মৃত দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে যান কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ৷ সেখানেই অধীর জানান, আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের জামিন নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তদন্ত যাঁরা করছেন তাঁদের দেখতে হবে কেন তাঁকে গ্রেফতার করেছিল। তাহলে এতদিন জেলে থাকল কেন? কেন্দ্রীয় এজেন্সি কী করবে। কিছু জায়গায় বাধ্য হয়ে রাজনীতির জন্য করে। সিবিআইয়ের কাছে যদি তথ্যপ্রমাণ না-থাকে তাহলে কী করবে। তাদের দৈবশক্তিও নেই। ম্যাজিক বুলেটও নেই। সিবিআইকে যাঁরা তথ্য দেবে তাঁরা যদি সরকারের দালালি করে, সরকারকে যদি বাঁচানোর চেষ্টা করে, তাহলে সিবিআইয়ের পক্ষে কিছু করা সম্ভব নেই ৷"

তিনি আরও বলেন, "এরাজ্যের নেতা মন্ত্রী সবাই জড়িত। স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত ৷ মুখ্যমন্ত্রী পদত্যাগের একটা নাটক করছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে উনি তো থ্রেট দিয়েই বড় হয়েছেন এটাও থ্রেট দিচ্ছেন। দলের মধ্যে তীব্র অসন্তোষ চলছে।" উল্লেখ্য, বাড়ি থেকে নিয়ে কংগ্রেস কর্মীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। গণপিটুনিতে মারা যান ময়নাগুড়ি খাগড়াবাড়ির হঠাৎ কলোনির কংগ্রেস কর্মী। ওই কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। মৃত কংগ্রেস কর্মীর নাম মানিক রায় (45) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.