ETV Bharat / state

"লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সিপিএমের মতো গান বেঁধে প্রচার কংগ্রেসের ৷ "লক্ষ্যে স্থির, মন্ত্রে ধীর, কর্মে বীর, নেতা অধীর", বহরমপুর ধরে রাখতে তিনটি গানের সাহায্যে প্রচার সারছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

Lok Sabha Election 2024
গান বেঁধে প্রচার প্রদেশ কংগ্রেস সভাপতির
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 8:54 PM IST

কলকাতা, 28 এপ্রিল: দু’দফার নির্বাচন শেষ হয়েছে ৷ তৃতীয় দফার ভোট হবে 7 তারিখ। এরপর আগামী 13মে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর-সহ কয়েকটি কেন্দ্রে ৷ বাংলার ভোট-মানচিত্রে বহরমপুর সবসময় হেভিওয়েট কেন্দ্র। এবারও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভোটের ময়দানে দেওয়াল লিখন অথবা প্রচারের নানা কৌশল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই শুরু হয়েছে । প্রচারে অভিনব পন্থা অবলম্বনে জুড়ি নেই রাজনৈতিক দলগুলির ৷ এমনই আবহে লোকসভা নির্বাচনে এবার বহরমপুরে গান বেঁধে প্রচার শুরু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷

এ রাজ্যে গান বেঁধে ভোট প্রচার প্রথম শুরু করেছিল বামেরা ৷ এবার সেই পন্থা নিয়েছে কংগ্রেস ৷ তৃণমূল এবং বিজেপিও এভাবে প্রচার সারে। এবার লোকসভা ভোটের প্রচারে তৈরি হয়েছে একটি ভিডিয়ো অ্যালবাম ৷ সেখানে অধীর চৌধুরী নিজেও অভিনয় করেছেন ৷ 'ভারত জোড়ো' যাত্রায় রাহুলের প্রচার ভিডিয়ো থেকে শুরু করে অধীর চৌধুরীর প্রচার ভিডিয়ো আছে এখানে ৷ বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মোদি-অমিত শাহও। তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে কংগ্রেসের প্রচার গানে ৷

গানে বলা হয়েছে, "দুর্নীতিবাজ তৃণমূলকে পরাস্ত করুন"/"দাঙ্গাবাজ বিজেপিকে পরাস্ত করুন"। গানের একটি অংশে লেখা হয়েছে, "তৃণমূলের বালু চাল-ডাল বেঁচে খেয়েছে। চাকরি বেচার টাকা কালীঘাটে বাড়িতে রাখা হয়েছে। ডুববে চটি। হও সামিল অধীর দা-র সঙ্গে। জোট বেঁধে ভোট দেব হাতে।" শুধু দুর্নীতি নয়, দল পরিবর্তন নিয়েও আক্রমণ করা হয়েছে গানে। শুভেন্দু অধিকারীকেও নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে।

আরও পড়ুন:

  1. আপনারা কি চান আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি? ভিড়কে প্রশ্ন মমতার
  2. বয়সের ভার প্রচারে গতি কমালেও ভোটের ময়দানে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য
  3. প্রবল গরমে প্রচার সভায় জ্ঞান হারালেন গড়করি, কী হয়েছে ?

কলকাতা, 28 এপ্রিল: দু’দফার নির্বাচন শেষ হয়েছে ৷ তৃতীয় দফার ভোট হবে 7 তারিখ। এরপর আগামী 13মে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর-সহ কয়েকটি কেন্দ্রে ৷ বাংলার ভোট-মানচিত্রে বহরমপুর সবসময় হেভিওয়েট কেন্দ্র। এবারও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভোটের ময়দানে দেওয়াল লিখন অথবা প্রচারের নানা কৌশল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই শুরু হয়েছে । প্রচারে অভিনব পন্থা অবলম্বনে জুড়ি নেই রাজনৈতিক দলগুলির ৷ এমনই আবহে লোকসভা নির্বাচনে এবার বহরমপুরে গান বেঁধে প্রচার শুরু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷

এ রাজ্যে গান বেঁধে ভোট প্রচার প্রথম শুরু করেছিল বামেরা ৷ এবার সেই পন্থা নিয়েছে কংগ্রেস ৷ তৃণমূল এবং বিজেপিও এভাবে প্রচার সারে। এবার লোকসভা ভোটের প্রচারে তৈরি হয়েছে একটি ভিডিয়ো অ্যালবাম ৷ সেখানে অধীর চৌধুরী নিজেও অভিনয় করেছেন ৷ 'ভারত জোড়ো' যাত্রায় রাহুলের প্রচার ভিডিয়ো থেকে শুরু করে অধীর চৌধুরীর প্রচার ভিডিয়ো আছে এখানে ৷ বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মোদি-অমিত শাহও। তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে কংগ্রেসের প্রচার গানে ৷

গানে বলা হয়েছে, "দুর্নীতিবাজ তৃণমূলকে পরাস্ত করুন"/"দাঙ্গাবাজ বিজেপিকে পরাস্ত করুন"। গানের একটি অংশে লেখা হয়েছে, "তৃণমূলের বালু চাল-ডাল বেঁচে খেয়েছে। চাকরি বেচার টাকা কালীঘাটে বাড়িতে রাখা হয়েছে। ডুববে চটি। হও সামিল অধীর দা-র সঙ্গে। জোট বেঁধে ভোট দেব হাতে।" শুধু দুর্নীতি নয়, দল পরিবর্তন নিয়েও আক্রমণ করা হয়েছে গানে। শুভেন্দু অধিকারীকেও নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে।

আরও পড়ুন:

  1. আপনারা কি চান আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি? ভিড়কে প্রশ্ন মমতার
  2. বয়সের ভার প্রচারে গতি কমালেও ভোটের ময়দানে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য
  3. প্রবল গরমে প্রচার সভায় জ্ঞান হারালেন গড়করি, কী হয়েছে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.