কলকাতা, 28 এপ্রিল: দু’দফার নির্বাচন শেষ হয়েছে ৷ তৃতীয় দফার ভোট হবে 7 তারিখ। এরপর আগামী 13মে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর-সহ কয়েকটি কেন্দ্রে ৷ বাংলার ভোট-মানচিত্রে বহরমপুর সবসময় হেভিওয়েট কেন্দ্র। এবারও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভোটের ময়দানে দেওয়াল লিখন অথবা প্রচারের নানা কৌশল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই শুরু হয়েছে । প্রচারে অভিনব পন্থা অবলম্বনে জুড়ি নেই রাজনৈতিক দলগুলির ৷ এমনই আবহে লোকসভা নির্বাচনে এবার বহরমপুরে গান বেঁধে প্রচার শুরু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷
এ রাজ্যে গান বেঁধে ভোট প্রচার প্রথম শুরু করেছিল বামেরা ৷ এবার সেই পন্থা নিয়েছে কংগ্রেস ৷ তৃণমূল এবং বিজেপিও এভাবে প্রচার সারে। এবার লোকসভা ভোটের প্রচারে তৈরি হয়েছে একটি ভিডিয়ো অ্যালবাম ৷ সেখানে অধীর চৌধুরী নিজেও অভিনয় করেছেন ৷ 'ভারত জোড়ো' যাত্রায় রাহুলের প্রচার ভিডিয়ো থেকে শুরু করে অধীর চৌধুরীর প্রচার ভিডিয়ো আছে এখানে ৷ বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মোদি-অমিত শাহও। তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে কংগ্রেসের প্রচার গানে ৷
গানে বলা হয়েছে, "দুর্নীতিবাজ তৃণমূলকে পরাস্ত করুন"/"দাঙ্গাবাজ বিজেপিকে পরাস্ত করুন"। গানের একটি অংশে লেখা হয়েছে, "তৃণমূলের বালু চাল-ডাল বেঁচে খেয়েছে। চাকরি বেচার টাকা কালীঘাটে বাড়িতে রাখা হয়েছে। ডুববে চটি। হও সামিল অধীর দা-র সঙ্গে। জোট বেঁধে ভোট দেব হাতে।" শুধু দুর্নীতি নয়, দল পরিবর্তন নিয়েও আক্রমণ করা হয়েছে গানে। শুভেন্দু অধিকারীকেও নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে।
আরও পড়ুন: