ETV Bharat / state

আমি ধর্ষণ করিনি, হেসে হেসেই প্রতিবাদ করব; ট্রোলারদের মোক্ষম জবাব স্বস্তিকার - Swastika Mukherjee

Swastika Mukherjee Reacts on Trolls: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে কেন হাসি মুখে ছবি ! এই প্রশ্নেই ট্রোলের স্বীকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ কড়া ভাষায় সেই কটাক্ষের জবাব দিলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় কী লিখলেন অভিনেত্রী ?

Swastika Mukherjee
সোশালে ট্রোলারদের মোক্ষম জবাব স্বস্তিকা মুখোপাধ্যায়ে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 1:19 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: শ্যামবাজারে রাত জাগার কর্মসূচি থেকে হাসিমুখে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে কটাক্ষের স্বীকার হতে হয়েছে ৷ সেই কটাক্ষেরই এবার পালটা দিলেন অভিনেত্রী ৷ ট্রোলারদের উদ্দেশে তাঁর সাফ জবাব, "বেশ করেছি হেসেছি, হেসে হেসেই প্রতিবাদ করব ৷"

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার সুপ্রিম কোর্টে শুনানি 5 সেপ্টেম্বর । আপাতত সকলের চোখ সেদিকেই । অন্যদিকে চলছে রাত দখলের কর্মসূচি । সঠিক বিচারের আশায় রাত জাগছেন নারী পুরুষ নির্বিশেষে সবাই ৷ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারকা থেকে সমস্ত পেশার মানুষ অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে । এ যেন কোনও নাম না-জানা শহর । অপরিচিতরা হচ্ছেন পরিচিত ৷ যত দিন যাচ্ছে তীব্র হচ্ছে প্রতিবাদের কণ্ঠ ।

তবে এরই মধ্যে শ্যামবাজারে রাত জাগাদের নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলিং-এর অন্ত নেই । আর সেই ট্রোলিংয়ের মুখেই পড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে তাঁর মুখে কেন হাসি, সেই নিয়ে তাঁকেও ট্রোল করতে দেরি করেননি সোশাল মিডিয়ার এক সংখ্যক 'সচেতন' নাগরিক । কিন্তু স্বস্তিকাও তো চুপ করে থাকার পাত্রী নন । তিনিও এ বিষয়ে পালটা দিয়েছেন ৷

Swastika Mukherjee
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সোশাল মিডিয়ো পোস্ট (অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া)

স্বস্তিকা নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলের পাতায় লিখেছেন, "যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুমে কোথায় যাবে ? কারও পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে ? ছিঃ ছিঃ এসব একদম ভাববেন না ।"

Swastika Mukherjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ স্বস্তিকা মুখোপাধ্যায়ের (নিজস্ব ছবি)

অভিনেত্রী আরও লেখেন, "আমি সন্দীপ ঘোষ নই । আমি ধর্ষণ করিনি । আমি খুনও করিনি । রাস্তায় নেমে 15 ঘণ্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানাল ? আর কোনও নিয়ম মানব না । যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে ।"

কয়েকজন নতুন বন্ধুর সঙ্গে ছবি ভাগ করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, "এরা আমার অপরিচিত । এদের সবার সঙ্গে আজকে আলাপ হল । কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে । বেশ করেছি হেসেছি । যারা 20 দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক । যে যেভাবে প্রতিবাদ করার করুক । হেসে বা না হেসে । এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময় । যা, যত ট্রোল করবি কর । হেসে হেসেই প্রতিবাদ করব । তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর ।"

আজ 4 সেপ্টেম্বর । ফের হাতে হাত রেখে রাত জাগার দিন । ফের রাত দখলের দিন । আর যারা ঘরে থাকবে তারা রাত 9 টা থেকে 10 টা ঘরের আলো বন্ধ করে আরজি করের নির্যাতিতার জন্য জ্বালবে মোমবাতি । আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে বুধবার রাতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: শ্যামবাজারে রাত জাগার কর্মসূচি থেকে হাসিমুখে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে কটাক্ষের স্বীকার হতে হয়েছে ৷ সেই কটাক্ষেরই এবার পালটা দিলেন অভিনেত্রী ৷ ট্রোলারদের উদ্দেশে তাঁর সাফ জবাব, "বেশ করেছি হেসেছি, হেসে হেসেই প্রতিবাদ করব ৷"

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার সুপ্রিম কোর্টে শুনানি 5 সেপ্টেম্বর । আপাতত সকলের চোখ সেদিকেই । অন্যদিকে চলছে রাত দখলের কর্মসূচি । সঠিক বিচারের আশায় রাত জাগছেন নারী পুরুষ নির্বিশেষে সবাই ৷ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারকা থেকে সমস্ত পেশার মানুষ অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে । এ যেন কোনও নাম না-জানা শহর । অপরিচিতরা হচ্ছেন পরিচিত ৷ যত দিন যাচ্ছে তীব্র হচ্ছে প্রতিবাদের কণ্ঠ ।

তবে এরই মধ্যে শ্যামবাজারে রাত জাগাদের নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলিং-এর অন্ত নেই । আর সেই ট্রোলিংয়ের মুখেই পড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে তাঁর মুখে কেন হাসি, সেই নিয়ে তাঁকেও ট্রোল করতে দেরি করেননি সোশাল মিডিয়ার এক সংখ্যক 'সচেতন' নাগরিক । কিন্তু স্বস্তিকাও তো চুপ করে থাকার পাত্রী নন । তিনিও এ বিষয়ে পালটা দিয়েছেন ৷

Swastika Mukherjee
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সোশাল মিডিয়ো পোস্ট (অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া)

স্বস্তিকা নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলের পাতায় লিখেছেন, "যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুমে কোথায় যাবে ? কারও পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে ? ছিঃ ছিঃ এসব একদম ভাববেন না ।"

Swastika Mukherjee
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ স্বস্তিকা মুখোপাধ্যায়ের (নিজস্ব ছবি)

অভিনেত্রী আরও লেখেন, "আমি সন্দীপ ঘোষ নই । আমি ধর্ষণ করিনি । আমি খুনও করিনি । রাস্তায় নেমে 15 ঘণ্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানাল ? আর কোনও নিয়ম মানব না । যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে ।"

কয়েকজন নতুন বন্ধুর সঙ্গে ছবি ভাগ করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, "এরা আমার অপরিচিত । এদের সবার সঙ্গে আজকে আলাপ হল । কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে । বেশ করেছি হেসেছি । যারা 20 দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক । যে যেভাবে প্রতিবাদ করার করুক । হেসে বা না হেসে । এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময় । যা, যত ট্রোল করবি কর । হেসে হেসেই প্রতিবাদ করব । তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর ।"

আজ 4 সেপ্টেম্বর । ফের হাতে হাত রেখে রাত জাগার দিন । ফের রাত দখলের দিন । আর যারা ঘরে থাকবে তারা রাত 9 টা থেকে 10 টা ঘরের আলো বন্ধ করে আরজি করের নির্যাতিতার জন্য জ্বালবে মোমবাতি । আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে বুধবার রাতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.