ETV Bharat / state

পুজো সেরে বাড়ি ফেরা হল না, জাজপুরের দুর্ঘটনায় মৃত এগরার অচিন্ত্য - Jajpur Bus Accident - JAJPUR BUS ACCIDENT

Odisha Bus Accident: পুরীর জগন্নাথ মন্দিরে পুজো সেরে বাড়ি ফেরা হল না পূর্ব মেদিনীপুরের অচিন্ত্য মাইতির ৷ জাজপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ৷ আহত হয়েছেন তাঁর পরিবারের আরও পাঁচজন ৷

Odisha Bus Accident
Odisha Bus Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 3:08 PM IST

জাজপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুরের অচিন্ত্যের

এগরা, 16 এপ্রিল: পরিবারকে সঙ্গে নিয়ে নাতির মানতের পুজো দিতে গিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে ৷ কিন্তু পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না পূর্ব মেদিনীপুরের এগরার দুবদার বাসিন্দা অচিন্ত্য মাইতির (61) ৷ রাস্তাতেই বাস দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর ৷ সোমবার রাতে ওড়িশার জাজপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতাগামী বাস ৷ তাতেই ছিলেন অচিন্ত্য ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাঁর ৷ অচিন্ত্য মাইতি পেশায় রাঁধুনি ছিলেন ।

পরিবারের তরফে জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে নাতির নামে মানত ছিল ৷ তাই গত 10 তারিখ তিনি পরিবার থেকে মোট ন'জনকে নিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পুরী গিয়েছিলেন । সোমবার পরিবারের 6 জন বাড়ি ফিরে আসার জন্য বাসে চেপেছিলেন । বাকি তিনজন ওইখানে থেকে যান । 6 জন যে বাসে চেপেছিলেন, তা ফেরার পথে রাত্রি ন'টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে । অচিন্ত্যের মৃত্যু হয় এবং বাকি 5 জন ঘটনায় আহত হয়েছেন । আহতদের কটক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । পাঁচজনের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর । বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা বাড়ি ফিরছেন ।

অচিন্ত্যের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার । এলাকার শোকের ছায়ায় নেমে এসেছে । সোমবারের বাস দুর্ঘটনায় প্রায় পাঁচজনের মৃত্যু হয়েছে । তার মধ্যে পূর্ব মেদিনীপুরের চারজন রয়েছেন । এ দিন বিকেলে কটক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর দেহ আনা হবে বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের আরও 13 জন যাত্রী ওই বাসে ছিলেন ৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য প্রশাসন সবরকমের ব্যবস্থা করছে । ইতিমধ্যে যাঁরা বাড়ি ফিরবেন, তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে কটকের উদ্দেশে পাঠানো হয়েছে । পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সও । অচিন্ত্য মাইতি ছাড়াও পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার উড়উড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি, চণ্ডিপুরের মলয় ঘোষ, নন্দীগ্রামের বর্ণালী দাস বেরার বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ প্রত্যেকের ময়নাতদন্ত হবে বিকেলে । তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. কলকাতাগামী বাস দুর্ঘটনায় ওড়িশায় মৃত কমপক্ষে 5, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
  2. জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু
  3. জাজপুরের দুর্ঘটনায় রাজ্যের যাত্রীদের ফেরাতে তৎপর নবান্ন, ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা গোপালিকার

জাজপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুরের অচিন্ত্যের

এগরা, 16 এপ্রিল: পরিবারকে সঙ্গে নিয়ে নাতির মানতের পুজো দিতে গিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে ৷ কিন্তু পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না পূর্ব মেদিনীপুরের এগরার দুবদার বাসিন্দা অচিন্ত্য মাইতির (61) ৷ রাস্তাতেই বাস দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর ৷ সোমবার রাতে ওড়িশার জাজপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতাগামী বাস ৷ তাতেই ছিলেন অচিন্ত্য ৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাঁর ৷ অচিন্ত্য মাইতি পেশায় রাঁধুনি ছিলেন ।

পরিবারের তরফে জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে নাতির নামে মানত ছিল ৷ তাই গত 10 তারিখ তিনি পরিবার থেকে মোট ন'জনকে নিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পুরী গিয়েছিলেন । সোমবার পরিবারের 6 জন বাড়ি ফিরে আসার জন্য বাসে চেপেছিলেন । বাকি তিনজন ওইখানে থেকে যান । 6 জন যে বাসে চেপেছিলেন, তা ফেরার পথে রাত্রি ন'টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে । অচিন্ত্যের মৃত্যু হয় এবং বাকি 5 জন ঘটনায় আহত হয়েছেন । আহতদের কটক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । পাঁচজনের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর । বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা বাড়ি ফিরছেন ।

অচিন্ত্যের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার । এলাকার শোকের ছায়ায় নেমে এসেছে । সোমবারের বাস দুর্ঘটনায় প্রায় পাঁচজনের মৃত্যু হয়েছে । তার মধ্যে পূর্ব মেদিনীপুরের চারজন রয়েছেন । এ দিন বিকেলে কটক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর দেহ আনা হবে বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের আরও 13 জন যাত্রী ওই বাসে ছিলেন ৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য প্রশাসন সবরকমের ব্যবস্থা করছে । ইতিমধ্যে যাঁরা বাড়ি ফিরবেন, তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে কটকের উদ্দেশে পাঠানো হয়েছে । পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সও । অচিন্ত্য মাইতি ছাড়াও পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার উড়উড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি, চণ্ডিপুরের মলয় ঘোষ, নন্দীগ্রামের বর্ণালী দাস বেরার বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ প্রত্যেকের ময়নাতদন্ত হবে বিকেলে । তারপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. কলকাতাগামী বাস দুর্ঘটনায় ওড়িশায় মৃত কমপক্ষে 5, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
  2. জাজপুরের দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মমতার, ঘটনাস্থলে যাচ্ছেন সুজিত বসু
  3. জাজপুরের দুর্ঘটনায় রাজ্যের যাত্রীদের ফেরাতে তৎপর নবান্ন, ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা গোপালিকার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.