ETV Bharat / state

বাংলাদেশের সাংসদ খুনে নেপালে গ্রেফতার অন্যতম অভিযুক্ত, আনা হতে পারে কলকাতায় - Anwarul Azim Murder

Bangladesh MP Murder Case: বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড় ৷ এবার নেপালে গ্রেফতার হল সাংসদ আনওয়ারুল আজিম খুনে অন্যতম অভিযুক্ত সিয়াম ৷ তাকে নেপাল থেকে কলকাতায় আনা হতে পারে বলে খবর ৷

Anwarul Azim Murder
বাংলাদেশের সাংসদ খুন (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 7:42 PM IST

কলকাতা, 7 জুন: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়ামকে কাঠমান্ডু থেকে গ্রেফতার করল নেপাল পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যে নেপাল পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে বাংলাদেশ পুলিশের একটি প্রতিনিধি দল। পরে নেপাল ও বাংলাদেশ পুলিশের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র প্রতিনিধিরা ৷ ভবানী ভবন সূত্রের খবর, কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার ব্যবস্থা করা হচ্ছে ৷

সূত্রের খবর, পুলিশের তরফ থেকে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ খুব সম্ভবত আনওয়ারুল আজিম খুনের ঘটনায় সদ্য গ্রেফতার হওয়া সিয়ামকে বাংলাদেশ পুলিশই নিজেদের হেফাজতে নেবে। এই ঘটনায় আগে গ্রেফতার হয়েছে জিহাদ ৷ তাকে নিয়ে এই সিয়াম বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসেবে থেকেছিল ৷

পাশাপাশি জানা গিয়েছে, সাংসদ আজিমকে খুনের পর চোরা গোপ্তা পথে সে নেপালে পাড়ি দিয়েছিল। সিয়ামের খোঁজ করতে গিয়ে সিআইডির একটি প্রতিনিধিদল নেপালে যাওয়ার তোড়জোড় করতে শুরু করেছিল। এই রাজ্যের গোয়েন্দা বিভাগের পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধিদলও নেপালে পৌঁছে যায় সিয়ামের খোঁজে ৷ তবে সিয়ামকে ধরতে তারা কেউই সক্ষম হয়নি বলেই খবর। পরে নেপাল পুলিশের হাতে গ্রেফতার হয় সিয়াম ৷

সম্প্রতি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম। পরে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বরানগর থানায় একটি নিখোঁজের মামলা শুরু করে পুলিশ। পরে জানা যায় উত্তর 24 পরগনার নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছিল আনওয়ারুল আজিমকে ৷ পরে তাঁর দেহ সেখান থেকে লোপাট করে দেওয়া হয়। এমনকী তাঁর দেহ নাকি টুকরো করে কেটে ভাঙড় এলাকার খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনটাই দাবি করেছে ঘটনায় যুক্ত থাকা সন্দেহে ধৃত জিহাদ। পরে নিউ টাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল প্রায় চার কেজি মাংসের ডেলা এবং চুল। সেই চুল এবং মাংসের অংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।

কলকাতা, 7 জুন: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়ামকে কাঠমান্ডু থেকে গ্রেফতার করল নেপাল পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যে নেপাল পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে বাংলাদেশ পুলিশের একটি প্রতিনিধি দল। পরে নেপাল ও বাংলাদেশ পুলিশের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র প্রতিনিধিরা ৷ ভবানী ভবন সূত্রের খবর, কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার ব্যবস্থা করা হচ্ছে ৷

সূত্রের খবর, পুলিশের তরফ থেকে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ খুব সম্ভবত আনওয়ারুল আজিম খুনের ঘটনায় সদ্য গ্রেফতার হওয়া সিয়ামকে বাংলাদেশ পুলিশই নিজেদের হেফাজতে নেবে। এই ঘটনায় আগে গ্রেফতার হয়েছে জিহাদ ৷ তাকে নিয়ে এই সিয়াম বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসেবে থেকেছিল ৷

পাশাপাশি জানা গিয়েছে, সাংসদ আজিমকে খুনের পর চোরা গোপ্তা পথে সে নেপালে পাড়ি দিয়েছিল। সিয়ামের খোঁজ করতে গিয়ে সিআইডির একটি প্রতিনিধিদল নেপালে যাওয়ার তোড়জোড় করতে শুরু করেছিল। এই রাজ্যের গোয়েন্দা বিভাগের পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধিদলও নেপালে পৌঁছে যায় সিয়ামের খোঁজে ৷ তবে সিয়ামকে ধরতে তারা কেউই সক্ষম হয়নি বলেই খবর। পরে নেপাল পুলিশের হাতে গ্রেফতার হয় সিয়াম ৷

সম্প্রতি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম। পরে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বরানগর থানায় একটি নিখোঁজের মামলা শুরু করে পুলিশ। পরে জানা যায় উত্তর 24 পরগনার নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছিল আনওয়ারুল আজিমকে ৷ পরে তাঁর দেহ সেখান থেকে লোপাট করে দেওয়া হয়। এমনকী তাঁর দেহ নাকি টুকরো করে কেটে ভাঙড় এলাকার খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনটাই দাবি করেছে ঘটনায় যুক্ত থাকা সন্দেহে ধৃত জিহাদ। পরে নিউ টাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল প্রায় চার কেজি মাংসের ডেলা এবং চুল। সেই চুল এবং মাংসের অংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.