ETV Bharat / state

টার্গেট মহিলা চিকিৎসক! আরজি কর হাসপাতালে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্যে প্রশ্ন - RG Kar Female Doctor Murder - RG KAR FEMALE DOCTOR MURDER

RG Kar Medical Student Rape and Murder: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ভিতরে তার অবাধ বিচরণ ছিল ৷

RG Kar Female Doctor Rape and Murder Case
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 5:37 PM IST

Updated : Aug 10, 2024, 7:20 PM IST

কলকাতা, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে সর্বত্র অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের ৷ অনেক দিন ধরেই ওই মহিলা চিকিৎসককে টার্গেট করেছিল অভিযুক্ত সঞ্জয় দাস ৷ শনিবার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা ৷

শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের চারতলায় একটি সেমিনার হল থেকে মহিলা পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণ করে তারপর খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় শুক্রবার রাতে পুলিশ সঞ্জয় দাস নামের যুবককে জিজ্ঞাসাবাদ করে ৷ তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ সে সিভিক ভলান্টিয়ার ৷ হাসপাতালের আনাচে-কানাচে তার গতিবিধি ছিল অবাধ ৷ অনেক দিন ধরে ওই সিভিক ভলান্টিয়ার ওই পড়ুয়া মহিলা ডাক্তারকে নিশানা করেছিল ৷

এই ঘটনায় পুলিশকে ভাবাচ্ছে, সিভিক ভলান্টিয়ারদের হাসপাতালের গতিবিধির বিষয়টি ৷ হাসপাতালের কতটা সীমানা পর্যন্ত যেতে পারা যাবে, সেই নিয়েও বিস্তারিত গাইডলাইন তৈরির পথে কলকাতা পুলিশ ৷ ফলে এবার সরকারি হাসপাতালে ভলান্টিয়ারদের গতিবিধি রুখতে সক্রিয় হচ্ছে লালবাজার ৷ এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চোপদস্থ আধিকারিক বলেন, "বিষয়টি আমরা ভালোভাবে খতিয়ে দেখে তবেই সম্পূর্ণ বলতে পারব ৷"

একজন সিভিক ভলান্টিয়ার হাসপাতালের কতটা সীমানা পর্যন্ত যেতে পারবে ?

এই বিষয়ে বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ইটিভি ভারতকে বলেন, "ভলান্টিয়ার হল তৃণমূলের পোষা গুন্ডা ৷ এটা হল নিজের পার্টির মস্তানদের ঢুকিয়ে দেওয়ার একটা বিষয় ৷ এদেরকে অবাধ দিয়ে দেওয়া হয়েছে ৷ এরা রাজনৈতিকভাবে পুলিশের সঙ্গে যদি যুক্ত না হত, তাহলে এই প্রকারের ঘটনা ঘটত না ৷ এদেরকে পুলিশের মতোই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ৷"

কলকাতা, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে সর্বত্র অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের ৷ অনেক দিন ধরেই ওই মহিলা চিকিৎসককে টার্গেট করেছিল অভিযুক্ত সঞ্জয় দাস ৷ শনিবার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা ৷

শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের চারতলায় একটি সেমিনার হল থেকে মহিলা পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণ করে তারপর খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় শুক্রবার রাতে পুলিশ সঞ্জয় দাস নামের যুবককে জিজ্ঞাসাবাদ করে ৷ তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ সে সিভিক ভলান্টিয়ার ৷ হাসপাতালের আনাচে-কানাচে তার গতিবিধি ছিল অবাধ ৷ অনেক দিন ধরে ওই সিভিক ভলান্টিয়ার ওই পড়ুয়া মহিলা ডাক্তারকে নিশানা করেছিল ৷

এই ঘটনায় পুলিশকে ভাবাচ্ছে, সিভিক ভলান্টিয়ারদের হাসপাতালের গতিবিধির বিষয়টি ৷ হাসপাতালের কতটা সীমানা পর্যন্ত যেতে পারা যাবে, সেই নিয়েও বিস্তারিত গাইডলাইন তৈরির পথে কলকাতা পুলিশ ৷ ফলে এবার সরকারি হাসপাতালে ভলান্টিয়ারদের গতিবিধি রুখতে সক্রিয় হচ্ছে লালবাজার ৷ এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চোপদস্থ আধিকারিক বলেন, "বিষয়টি আমরা ভালোভাবে খতিয়ে দেখে তবেই সম্পূর্ণ বলতে পারব ৷"

একজন সিভিক ভলান্টিয়ার হাসপাতালের কতটা সীমানা পর্যন্ত যেতে পারবে ?

এই বিষয়ে বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ইটিভি ভারতকে বলেন, "ভলান্টিয়ার হল তৃণমূলের পোষা গুন্ডা ৷ এটা হল নিজের পার্টির মস্তানদের ঢুকিয়ে দেওয়ার একটা বিষয় ৷ এদেরকে অবাধ দিয়ে দেওয়া হয়েছে ৷ এরা রাজনৈতিকভাবে পুলিশের সঙ্গে যদি যুক্ত না হত, তাহলে এই প্রকারের ঘটনা ঘটত না ৷ এদেরকে পুলিশের মতোই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ৷"

Last Updated : Aug 10, 2024, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.